অভিষেকের কনভয়ে হামলা,অভিযোগের তীর কুড়মিদের দিকে

উত্তরাপথ

তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে শুক্রবার ঝাড়গ্রাম শহরে ছিলেন অভিষেক। সন্ধ্যায় রোড-শো শেষে তাঁর কনভয় ঝাড়গ্রামে লোধাশুলি থেকে শালবনি  যাওয়ার পথে রাস্তার দু’পাশে কুড়মিরা স্লোগান তোলেন সেই সাথে কনভয়ের দিকে ইট-পাটকেল ছোড়েন বলে অভিযোগ।অভিষেকের কনভয়ের শেষ গাড়িতে ছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা। হামলায় তিনিও আহত হন নিজেই  জানিয়েছেন মন্ত্রী। অভিষেকের অভিযোগ, তিনি ওই বিক্ষোভকারীদের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেছেন। আবার তৃণমূলের অভিযোগ, অভিষেকের উদ্দেশে ‘চোর চোর’স্লোগান দেওয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৪৮ ঘণ্টার মধ্যে কুড়মি নেতাদের এ নিয়ে বিবৃতির দাবি করেন। তিনি বলেন, যদি তা না হয় তাহলে ধরে নেওয়া হবে তাঁরাই এই হামলার সঙ্গে যুক্ত।

এর পরেই বিক্ষোভকারীদের কয়েক জনকে আটক করল পুলিশ। তাদের নাম-পরিচয় প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে একটি অসমর্থত সূত্রে খবর মোট চার জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তার মধ্যে জামিন অযোগ্য মামলাও আছে। কনভয়ে হামলার ঘটনার পরেই এদিন গোপিবল্লভপুরে একটি অধিবেশন সভা করেন অভিষেক। তিনি বলেন, “আজ দেখেছেন কীভাবে কুড়মি আন্দোলনের নামে গুন্ডামি, রাহাজানি করেছে। মন্ত্রীর গাড়ি ভেঙে দিয়েছে। সংবাদমাধ্যমের গাড়ি ভেঙে দিয়েছে। আন্দোলন সবসময় শান্তিপূর্ণ হয়। এভাবে গুন্ডামি, রাহাজানি দিয়ে হয় না। আমি কথা বলতে নেমেছিলাম, পালিয়ে গেল। আজ ভাঙছে, আমাদের কর্মীদের মেরেছে, সংবাদমাধ্যমকে মেরেছে ৷ এটা কেমন আন্দোলন? আন্দোলন তো গান্ধীজির থেকে শিখেছি।”সেই সাথে অভিষেকের কটাক্ষ, “পাথর মেরে স্মারকলিপি দিতে যান আপনারা। তিনি আরও বলেন, “বিজেপির উদ্দেশ্য বলছি, আদিবাসীদের পতাকা নিয়ে যাঁরা ভাবছেন ভয় দেখাব। খেলা তুমি শুরু করেছ। খেলা আমি শেষ করব।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


Scroll to Top