ডোপিংয়ের নিয়ম না মানার অভিযোগ, কুস্তিগির বিনেশ ফোগটের বিরুদ্ধে

উত্তরাপথ

ছবি সংগৃহীত

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)  নোটিশ পাঠাল দেশের অন্যতম সেরা মহিলা কুস্তিগির বিনেশ ফোগটকে। নিয়ম মেনে ডোপিং এজেন্সি (নাডা) কে তিনি নিজের ব্যাপারে সব তথ্য জানাননি, এই অভিযোগ উঠেছে বিনেশের বিরুদ্ধে। দু’সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিনেশকে।

নিয়ম অনুযায়ী, ক্রীড়াবিদদের তিন মাস অন্তর প্রয়োজনীয় বিভিন্ন তথ্য ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সিকে দিতে হয়। বিনেশ সেই সব তথ্য নাডাকে দেননি বলে অভিযোগ। আগামী দু’সপ্তাহের মধ্যে বিনেশকে সব তথ্য যেমন তাঁরা কোথায় আছেন, অসুস্থতা বা চোটের জন্য কোনও ওষুধ ব্যবহার করেছে কিনা— এমন বিভিন্ন তথ্য দিতে হয় ক্রীড়াবিদদের। দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে নাডা। নিয়ম অনুযায়ী, কোনও ক্রীড়াবিদ ঠিক মতো তথ্য না দিলে নির্বাসিত হতে পারেন। বিনেশকে পাঠানো নাডার নোটিশে বলা হয়েছে, ‘‘ডোপিং সংক্রান্ত নিয়ম মেনে চলতে আপনি ব্যর্থ হয়েছেন। আপনাকে অবহিত করার জন্য আনুষ্ঠানিক ভাবে এই চিঠি দিতে হচ্ছে। আমরা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বক্তব্য আশা করছি। চিঠিটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ুন। কারণ বিষয়টি আপনার জন্য গুরুতর হতে পারে।’

সূত্রের খবর ২০২২ সালে ৮ মার্চ এবং ১২ ডিসেম্বর দু’বার ই-মেল পাঠানো হয়েছিল বিনেশকে। ডোপ পরীক্ষা করানোর জন্য নাম নথিভুক্ত করতে বলা হয়েছিল। কিন্তু কোনও ই-মেলেরই নাকি জবাব দেননি বিনেশ। এছাড়াও নির্দিষ্ট সময় অন্তর নিজের অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে নাডাকে অবহিত করেননি। আন্তর্জাতিক নিয়ম মেনে বিনেশকে তথ্য জানানোর এবং ডোপ পরীক্ষা করানোর কথা বলা হলেও তিনি নাকি গুরুত্ব দেননি।

নাডার নোটিশে আরও বলা হয়েছে, ‘‘আপনি গত ২৭ জুন, সকাল ১০টা সোনিপথে ডোপ পরীক্ষা দেওয়ার কথা বলেছিলেন। একই সঙ্গে বাকি সব তথ্যও দেওয়ার কথা বলেছিলেন। সেই মতো আমরা সব ব্যবস্থা করেছিলাম। অথচ আপনার দেওয়া জায়গা এবং সময়ে আপনি নিজেই উপস্থিত ছিলেন না।’’ নাডা কর্তৃপক্ষের দাবি, বিনেশ বার বার অসহযোগিতা করায় তাঁরা নোটিশ পাঠাতে বাধ্য হয়েছেন এবং আগামী ১৪ দিনের মধ্যে সমস্ত প্রয়োজনীয় সব তথ্য তলব করা হয়েছে। বিনেশ বার বার তাঁদের পরামর্শ বা নির্দেশ এড়িয়ে যাওয়ায় খুশি নন নাডা কর্তৃপক্ষ। বিনেশ কেন শেষ ১২ মাসে তিন বার নির্দিষ্ট তথ্যগুলি দেননি, তা নিয়েও প্রশ্ন করা হয়েছে।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


 জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুতের জন্য পৃথিবীর তাপ ব্যবহার করা হবে

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব একটি বিদ্যুৎ তৈরির একটি পদ্ধতি নীরবে এগিয়ে চলেছে এবং মঙ্গলবার এটি একটি মাইলফলক তৈরি করেছে।একটি ক্যালিফোর্নিয়ার ইউটিলিটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম নতুন ভূ-তাপীয় শক্তির এই নতুন ব্যবহারকে সমর্থন করছে - পৃথিবীর তাপ (ভূপৃষ্ঠের তাপমাত্রা ) থেকে ৪০০ মেগাওয়াট পরিবেশ বান্ধব বিদ্যুৎ - প্রায় ৪০০,০০০ বাড়ির জন্য তৈরি করা হয়েছে।সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন হিউস্টন-ভিত্তিক জিওথার্মাল কোম্পানি ফার্ভো এনার্জি থেকে সেই বিদ্যুৎ কিনবে, বলে ফার্ভো ঘোষণা করেছে। এই নতুন ভূতাপীয় শক্তি বিজ্ঞানের এক নতুন আবিষ্কার। সৌর এবং বায়ু শক্তি যা অনেকটাই আভাওয়ার উপর নির্ভরশীল তার বিপরীতে, ভূ-তাপীয় শক্তি পৃথিবীর মধ্যে সঞ্চিত তাপে ট্যাপ করে, বিদ্যুতের একটি সুসংগত এবং নির্ভরযোগ্য উৎস প্রদান করে। আমাদের ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটানোর সময় গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষে এটি একটি উল্লেখযোগ্য সুযোগ প্রদান করে এই প্রযুক্তিটি একটি কার্যকর জলবায়ু সমাধান হিসাবে নীরবে কাজ করছে। ভূ-তাপীয় শক্তি পৃথিবীর পৃষ্ঠের নীচে প্রাকৃতিকভাবে উপস্থিত তাপ। এই তাপ খনিজগুলির তেজস্ক্রিয় ক্ষয় এবং পৃথিবীর গঠন থেকে অবশিষ্ট তাপের একটি পণ্য। ভূ-তাপীয় বিদ্যুৎ কেন্দ্রগুলি সাধারণত গভীর ভূগর্ভস্থ গরম শিলা বা গরম জলের জলাশয়ে ড্রিলিং করে এই তাপ আহরণ করে। তারপর তাপ বাষ্প উৎপন্ন করতে ব্যবহৃত হয় যা টারবাইন চালায়, বিদ্যুৎ উৎপাদন করে। ভূ-তাপীয় শক্তির প্রতি আগ্রহ বৃদ্ধির অন্যতম বাধ্যতামূলক কারণ হল জীবাশ্ম জ্বালানির তুলনায় এর ন্যূনতম পরিবেশগত প্রভাব। কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিপরীতে, জিওথার্মাল বিদ্যুৎ উৎপাদন গ্রীনহাউস গ্যাসের খুব কম নির্গমন উৎপন্ন করে। এটি একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হিসাবে বিবেচিত হয় কারণ প্রক্রিয়াটিতে জীবাশ্ম জ্বালানী পোড়ানো বা উল্লেখযোগ্য পরিমাণে বর্জ্য উৎপাদন জড়িত নয়। .....বিস্তারিত পড়ুন

এক নজরে অতীত ও বর্তমানের নালন্দা বিশ্ববিদ্যালয়

উত্তরাপথঃ নালন্দা বিশ্ববিদ্যালয়, বর্তমান ভারতের বিহারে অবস্থিত, খ্রিস্টীয় ৫ ম থেকে ১২ শতক পর্যন্ত বৌদ্ধ শিক্ষা ও বৃত্তির একটি বিখ্যাত কেন্দ্র ছিল। ৪৫০ খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট কুমার গুপ্ত প্রথম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।  পরবর্তীতে এটি হর্ষবর্ধন ও পাল শাসকদেরও পৃষ্ঠপোষকতা পায়।নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এশিয়ার উচ্চশিক্ষার প্রাচীনতম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি।গত ১৯ জুন রাজগীরে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজও নালন্দা বিশ্ববিদ্যালয়কে, ভারত এবং বিশ্বের জন্য একটি ঐতিহ্য বলে মনে করা হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে, একজন ধর্মপ্রাণ বৌদ্ধ রাজা কুমারগুপ্ত প্রথমের রাজত্বকালে। বিশ্ববিদ্যালয়টি বৌদ্ধধর্মের অধ্যয়ন ও প্রসারের পাশাপাশি যুক্তিবিদ্যা, ব্যাকরণ এবং ওষুধের মতো অন্যান্য বিষয়ের চর্চার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় চীন, তিব্বত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া সহ সমগ্র এশিয়া থেকে ছাত্র এবং পণ্ডিতদের আকর্ষণ করেছিল। বিশ্ববিদ্যালয়ের অনুষদ বিশিষ্ট পণ্ডিতদের নিয়ে গঠিত হয়েছিল যারা বৌদ্ধ দর্শন, ধ্যান এবং যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন। পূর্বের নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধিক কার্যকলাপের একটি কেন্দ্র, যেখানে পণ্ডিতরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বৌদ্ধধর্ম, জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা এবং দর্শন সহ বিভিন্ন বিষয়ের উপর ৯ মিলিয়নেরও বেশি পাণ্ডুলিপি ছিল বলে ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায়।সেইসময় বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতরা বৌদ্ধ দর্শনের বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন ,বিশেষ করে মধ্যমাকা (মধ্যম পথ) এবং জ্ঞানবাদ (শুধুমাত্র-চেতনা) তত্ত্ব প্রচারের ক্ষেত্রে। .....বিস্তারিত পড়ুন

সম্পাদকীয়- NEET-পরীক্ষার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা সবচেয়ে বেশী প্রয়োজন

আমাদের দেশে উচ্চ শিক্ষা থেকে শুরু করে চাকরী সবটাই নির্ভর করে রয়েছে পরীক্ষার উপর।এই দুই ঘণ্টার টিক চিহ্ন দিয়ে উত্তর দেওয়ার প্রক্রিয়ায় ঠিক করে দেয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। তবে এই পরীক্ষার স্বচ্ছতা দিয়ে আমাদের দেশে বিতর্ক দীর্ঘ দিনের, আর হবে নাই বা কেন? যে ২ ঘণ্টার পরীক্ষা এক জন ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় সেখানে দুর্নীতির বাড়বাড়ন্ত হওয়া খুব স্বাভাবিক। এই বছর জাতীয় যোগ্যতা-কাম-প্রবেশ পরীক্ষা (NEET) ঘিরে বিতর্ক দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার অন্তর্নিহিত পদ্ধতিগত সমস্যাগুলির উপর আবার আলোকপাত করেছে।এই অবস্থায় কেন্দ্রের নতুন সরকারের উচিত প্রতিযোগিতামূলক পরীক্ষার হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা । এতে অভিভাবকদের দুশ্চিন্তা যেমন লাঘব হবে তেমনি পড়াশুনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মনে জমতে থাকা হতাশা দূর হবে। NEET-পরীক্ষায় সমস্যা রয়েছে। সম্প্রতি এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার রহস্য উদঘাটন হয়েছে। কোথাও কোথাও ওএমআর শিটে ত্রুটির অভিযোগ আসছে। সমস্যা হল এই যে, যারা এই প্রশ্ন ফাঁসের সুযোগ নিয়েছে বা যারা গ্রেস মার্কের সুবিধা পেয়েছে, তাদের সংখ্যা খুবই কম, বেশিরভাগ  ছাত্রছাত্রীর কারচুপির এই পুরো ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু আসল সমস্যা ভোগ করতে হচ্ছে এই ছাত্রছাত্রীদের। যারা সৎভাবে পড়াশুনা করে সাফল্য লাভ করার পরও নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে। অন্যদিকে পরীক্ষা বাতিলের দাবী উঠছে।পরীক্ষা বাতিল হলে আবার দিতে হবে? সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বক্তব্য আমরা কি করে বলতে পারি যে পরীক্ষা বাতিল হলে আমরা আবার এত নম্বর পাব? .....বিস্তারিত পড়ুন

গবেষণা বলছে জীবন্ত সেন্সর হিসাবে মৌমাছি ফুসফুসের ক্যান্সার সনাক্ত করতে সক্ষম

উত্তরাপথঃ একটি যুগান্তকারী গবেষণায়, মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকরা ৪ জুন বায়োসেন্সর এবং বায়োইলেক্ট্রনিক্সে রিপোর্ট করেছেন যে তারা একটি সিন্থেটিক মানুষের শ্বাস তৈরি করেছেন যা ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের ফুসফুসের শ্বাস-প্রশ্বাসের সংস্পর্শে আসার পর ফুসফুসের ক্যান্সারের গন্ধকে অনুকরণ করে মৌমাছির মস্তিষ্কে পরিবর্তন দেখা দেবে ।গবেষকদের ধারণা এই পদ্ধতি সফল হলে আগামী দিনে ডাক্তাররা রোগের প্রাথমিক সনাক্তকরণের জন্য জীবন্ত সেন্সর হিসাবে ক্যান্সার ক্লিনিকগুলিতে মৌমাছি ব্যবহার করতে সক্ষম হবেন।  মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে প্রকাশিত এক বিবৃতিতে এমএসইউ-এর ইনস্টিটিউট ফর কোয়ান্টিটেটিভ হেলথ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক দেবজিৎ সাহা বলেন, “পোকামাকড়ের ঘ্রাণশক্তি কুকুরের মতোই আশ্চর্যজনক।সাহার দল ছয়টি যৌগের বিভিন্ন স্তর ব্যবহার করে সিন্থেটিক শ্বাসের মিশ্রণের জন্য একটি "রেসিপি" তৈরি করেছে। একটি সংস্করণ একটি সুস্থ মানুষের শ্বাস তৈরি করেছে, এবং অন্যটি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির শ্বাসের রাসায়নিক মেকআপ তৈরি করেছে। মন্টপেলিয়ারে ফরাসি ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের রাসায়নিক পরিবেশবিদ ফ্লোরা গজরাহ বলেছেন, গন্ধ অনেক কীটপতঙ্গের প্রজাতির যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের জন্য, "এটি একটি ভাষা," । প্রাণীদের ইন্দ্রিয় রোগের গন্ধ শনাক্ত করতে পারে এমন ধারণা নতুন কিছু নয়। সম্প্রতি, বিজ্ঞানীরা দেখিয়েছেন যে কুকুর মানুষের ঘামের গন্ধের মাধ্যমে কোবিদ ১৯ কেস সনাক্ত করতে সক্ষম।এছাড়াও  অনেক পোকামাকড়েরও রোগ শনাক্ত করার ক্ষমতা রয়েছে। উদাহরণস্বরূপ, পিঁপড়াদের ল্যাবের খাবারে জন্মানো ক্যান্সার কোষের গন্ধ চিনতে প্রশিক্ষণ দেওয়ার কথা বলে যেতে পারে .....বিস্তারিত পড়ুন

Scroll to Top