উত্তরাপথ
ছবি- টুইটার
দিল্লিতে একদিকে যেখানে রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, কুস্তিগীরদের মিছিল নিয়ে দিল্লি পুলিশের কড়া পদক্ষেপ দেখা গেছে। যন্তর মন্তর থেকে নতুন সংসদ ভবনের দিকে কুস্তিগীরদের মিছিল দিল্লি পুলিশ আটক করেছে। এ নিয়ে পুলিশ ও পালোয়ানদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।
ভারতীয় রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে ধর্নার পরে, কুস্তিগীর এবং খাপ পঞ্চায়েত নতুন সংসদ ভবনের সামনে একটি ‘মহিলা পঞ্চায়েত’ ডেকেছিল, যার জন্য প্রতিবাদী কুস্তিগীররা যন্তর মন্তর থেকে একটি মিছিল বের করে, সেই সময় পুলিশ বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করে, তারপরে পুলিশ এবং কুস্তিগীরদের মধ্যে সংঘর্ষ হয়।
কুস্তিগীররা তাদের হাতে তেরঙ্গা ধরে নতুন সংসদ ভবনে পৌঁছানোর জন্য পুলিশের দেওয়া ব্যারিকেডিং ভেঙে দেয়, তারপরে ফোগাট বোনেরা পুলিশের সাথে সংঘর্ষে মাটিতে পড়ে যায়। শুধু তাই নয়, সাক্ষী মালিক সহ বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর পাশাপাশি যন্তর মন্তরে বিক্ষোভকারী কুস্তিগীরদের লাগানো তাঁবুও সরিয়ে দেয় পুলিশ।
পুলিশ হেফাজতে নেওয়ার পরে, কুস্তিগীর সাক্ষী মালিক বলেন যে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম, কিন্তু তারা পুলিশ জোর করে আমাদের টেনে নিয়ে যায় এবং আটক করে। কুস্তিগীর বজরং পুনিয়া বলেন যে আমরা কোনও ব্যারিকেড ভাঙিনি।
অন্যদিকে, কৃষক নেতা রাকেশ টিকাইত , কুস্তিগীরদের সমর্থনে দিল্লী আসছিলেন ।গাজীপুর সীমান্তে পুলিশ কৃষক নেতাদের আটকে দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন
প্রয়াত "কালবেলা"-র স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার
উত্তরাপথ: সাহিত্য একাডেমি পুরুষ্কার প্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার কলকাতার এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।বেশ কিছুদিন ধরে তিনি ফুসফুস ও শ্বাসনালীর সংক্রামণের কারনে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম এই বিখ্যাত লেখকের।ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় এসেছিলেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা (সাম্মানিক) স্নাতক বিভাগে৷ এর পর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য .....বিস্তারিত পড়ুন
কৃষ্ণগহ্বরের "ছায়া" ও "ছবি"
ড. সায়ন বসু: ১৭৮৩ সালে ভূতত্ত্ববিদ জন মিচেল (John Michell) ‘ডার্ক স্টার’ (dark stars) শিরোনামে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেন। তার গবেষণা পত্রের বিষয়বস্তু ছিল "বিপুল পরিমাণ ভর বিশিষ্ট কোন বস্তু যার মহাকর্ষের প্রভাবে আলোক তরঙ্গ পর্যন্ত পালাতে পারে না"। এখান থেকেই মূলত কৃষ্ণগহ্বরের (Black Hole) ধারণা আসে এবং এটি নিয়ে গবেষনা ও অনুসন্ধান শুরু হয়। পরবর্তিতে অবশ্য এটি বিজ্ঞান মহলে একটি অযৌক্তিক তত্ত্ব হিসেবে বেশ অবহেলার স্বীকার হয়। আলোর মত কোন কিছু বেরিয়ে আসতে পারবে না এমন একটি তত্ত্ব বিজ্ঞানীদের কাছে বেশ অযৌক্তিক মনে হয়েছিল। তাই ধীরে ধীরে থেমে যায় কৃষ্ণগহ্বর নিয়ে গবেষনা। .....বিস্তারিত পড়ুন
সময়
অনসূয়া পাঠক: একটি বেসরকারি ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার সবুজ বোস। রাজারহাট নিউটাউনের একটি বহুতল আবাসনে স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখী জীবন তার। কাজের বাইরে উনার নেশা বলতে নামীদামী পুরানো মডেলের হাত ঘড়ি কালেকশন। এই বিষয়ে তাঁর সংগ্রহশালাটি রীতিমতো চমকে দেবার মতো। তিনি যে বিদেশী মডেলের রিস্ট ওয়াচটি সবচেয়ে বেশী ব্যাবহার করেন সেটা হঠাৎই একদিন খারাপ হয়ে যাওয়াতে পার্শ্ববর্তী করিম চাচার ঘড়ির দোকানে তিনি যান। এবং আশ্চর্যজনক ভাবে দোকানের শো কেসে তাঁর নজর আটকে যায় জার্মানি মডেলের একটি পুরানো ঘড়ির দিকে। এই .....বিস্তারিত পড়ুন
কানারা ব্যাঙ্কের উপর ২.৯২ কোটি জরিমানা করল আরবিআই
উত্তরাপথ: সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন নিয়ম লঙ্ঘনের জন্য কানারা ব্যাঙ্কের উপর ২.৯২ কোটি টাকা জরিমানা করেছে। ২০২০ সালের জুলাই মাসে আরবিআই দ্বারা ব্যাঙ্কের একটি স্ক্রুটিনি করা হয়েছিল,তাতে যাচাই-বাছাইয়ের পরে, আরবিআই দেখতে পেয়েছে যে ব্যাঙ্ক ফ্লোটিং রেট খুচরা ঋণ এবং এমএসএমই-কে ঋণের সুদকে একটি বাহ্যিক বেঞ্চমার্কের সাথে সংযুক্ত করতে কানারা ব্যাঙ্ক ব্যর্থ হয়েছে এবং ২০২০-২১ আর্থিক বছরে অনুমোদিত ও পুনর্নবীকরণকৃত ফ্লোটিং রেট রুপি ঋণের সুদকে তার প্রান্তিক খরচের সাথে সংযুক্ত করতে ব্যর্থ হয়েছে।আরবিআই বলেছে, অযোগ্য সংস্থার নামে বেশ .....বিস্তারিত পড়ুন