মানভূমে ধান সংক্রান্ত লোকবিশ্বাস

নিমাইকৃষ্ণ মাহাতঃ সাবেক মানভূম তথা অধুনা পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলের মূলনিবাসী ও আদিবাসী মানুষেরা মূলত কৃষিনির্ভর । এই অঞ্চলে কৃষিকাজ বলতে প্রধানত আমন ধানের চাষাবাদকেই বোঝায় । তাই, ধানকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের মধ্যে নানা ধরনের লোকাচার ও লোকবিশ্বাস গড়ে উঠেছে ‌। ধানকেন্দ্রিক লোকবিশ্বাসগুলি এখানকার কৃষকদের নিজস্ব সত্তায় জড়িত রয়েছে । তাই , ধানকেন্দ্রিক লোকবিশ্বাসগুলি এই অঞ্চলে কৃষিসংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে । এ বিষয়ে এতদ্ অঞ্চলে প্রচলিত কয়েকটি ধানকেন্দ্রিক লোকবিশ্বাসের দৃষ্টান্ত দেওয়া যেতে পারে-

 ) ধানের বীজবপন সংক্রান্ত প্রচলিত লোকবিশ্বাস :

পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলে সাধারণত জ্যৈষ্ঠ মাসে কৃষি ক্ষেত্রে ধানের চারা তৈরির জন্য ধানের বীজ বপন করা হয় । বিশেষ করে এই অঞ্চলে অপেক্ষাকৃত রুক্ষ , শুষ্ক , পাথুরে জমিতে বা পাহাড় , ডুংরির ঢালে আইস্যা ধান বা গোড়া ধান জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় মাসের শুরুতে বোনা হয় । ক্ষেতে  ধানের বীজ ফেলার আগে ওই ধানের সঙ্গে কিছুটা রোহিন মাটি (  রোহিনের সময় অর্থাৎ ১৩ ই জ্যৈষ্ঠ ক্ষেত থেকে যে মাটি আনা হয় ) ও মধু মিশিয়ে দেওয়া হয় ।

   এ বিষয়ে প্রচলিত লোকবিশ্বাস হল যে মধু ও রোহিন মাটি মেশানোর ফলে ধানের বীজ থেকে তৈরি চারা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে চারাগাছ নিজেকে রক্ষা করতে পারবে ।

  আবার , অনেকেই নিমপাতা চিবোতে চিবোতে কৃষি ক্ষেত্রে ধানের বীজ বপন করে । কেউ কেউ ক্ষেতের মধ্যে বীজ বপনের সময় নিমপাতা না চিবিয়ে ধানের বীজ বপনের শেষে বাড়িতে এসে নিমপাতা দিয়ে ফ্যান ভাত খায়।  

এ সম্পর্কে প্রচলিত লোকবিশ্বাসটি খুবই গুরুত্বপূর্ণ ও বিজ্ঞানভিত্তিক । নিমপাতা রোগ প্রতিরোধক ও জীবাণুনাশক । বীজ ধান অনেক দিন ধরে সংরক্ষিত থাকে বলে বর্ষার শুরুতে বীজ ধানের মধ্যে নানা ধরনের পোকা ও জীবাণু সৃষ্টি সম্ভাবনা থেকে যায় । ধানের বীজ বপনের সময় বপনকারীর শরীরে সেই পোকা বা জীবাণু প্রবেশের সম্ভাবনা থাকে । নিমপাতা চিবিয়ে সেই পোকা বা জীবাণুর ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করা যায় । এছাড়া নিমপাতা চিবানোর সময় মুখ দিয়ে যে শ্বাস বায়ু বার হয় তা অনেকটা বীজ ধানের জীবাণুনাশক ও শোধক রূপে কাজ করে।

২ ) ধানের পাঁচ আঁটি করা সংক্রান্ত লোকবিশ্বাস : 

পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলের কৃষকেরা যেদিন প্রথম আমন ধানের চারা রোপণ করে , সেদিন কৃষকগৃহিণী সিক্ত বস্ত্রে, বিশুদ্ধ চিত্তে , পূর্ব দিকে মুখ করে প্রথমেই ধানের পাঁচটি গাছি রোপণের মধ্যে দিয়ে ধান লাগানোর সূচনা করেন। কৃষকগৃহিণী কর্তৃক প্রথমে ধানের পাঁচটি গাছি লাগানোর এই প্রক্রিয়াকেই এখানকার কৃষক সমাজে  ‘পাঁচআঁটি করা বলা হয় । 

 এ বিষয়ে প্রচলিত লোকবিশ্বাস আছে যে চাষির গৃহিণী নিজেইপাঁচ আঁটি  করে ধান্য রোপণের সূচনা করলে ধানের ফলন ভালো হবে । কৃষকগৃহিণীর অবর্তমানে কৃষক নিজেই পাঁচ আঁটি করেন।

৩ )  বীজ বপনের দিন বাইরের কাউকে ধান দেওয়া নিষিদ্ধ -এ সংক্রান্ত প্রচলিত লোকবিশ্বাস : 

কৃষকেরা ধানকে লক্ষ্মী বলে মনে করে । কৃষিক্ষেত্রে ধানের বীজ বপনের দিন বাইরের কাউকে ধান দেওয়া হয় না । পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলের মূলনিবাসী কৃষক সমাজের মধ্যে এই বিশ্বাস গভীরভাবে প্রচলিত রয়েছে যে ধান যেহেতু লক্ষ্মী , সেহেতু বীজ বপনের দিন লক্ষ্মীকে বাইরের কারোর হাতে দেওয়া হবে না , ঘরের লক্ষীকে অন্যের হাতে দেওয়া যাবে না ।

 আবার , বীজ বপনের মধ্যে নিহিত পরবর্তী বছরে ভালো ফসল লাভের আশা অর্থাৎ লক্ষ্মী লাভের বাসনা । এই বিশ্বাসের সূত্র ধরেই বীজ বপনের দিন ঘরের লক্ষ্মীকে অর্থাৎ ধান-কে বাইরের কারো হাতে দেওয়া হয় না ।

৪ ) উৎপাদিত ফসলের ‘ আগ রাখা ‘ সংক্রান্ত প্রচলিত লোকবিশ্বাস :

পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলের মূলনিবাসী কৃষক সমাজের মধ্যে প্রচলিত ধান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ লোকবিশ্বাস হল ‘ আগ রাখা ‌‘ ।

 কৃষক সমাজে ‘ আগ রাখা ‘ কথাটির অর্থ হলো উৎপাদিত ফসলের প্রথম অংশ রাখা অর্থাৎ উৎপাদিত ফসল ( মূলত ধান ) কাউকে দেওয়ার আগে প্রথমেই কিছু অংশ বাড়িতে তুলে রাখাকেই ‘ আগ রাখা ‘ বলে ।

  এ বিষয়ে কৃষক সমাজে প্রচলিত বিশ্বাস আছে  যে , উৎপাদিত ফসল প্রথমেই যদি লোককে দেওয়া হয় তাহলে বাড়িতে লক্ষ্মী থাকে না এবং সেই ফসল দ্রুত নিঃশেষ হয়ে যায় । কিন্তু যদি নতুন ফসলের ‘ আগ রাখা ‘ হয় অর্থাৎ উৎপাদিত ফসলের কিছুটা অংশ প্রথমেই চাষির নিজের বাড়িতে রেখে দেওয়া হয় তাহলে মা লক্ষ্মী সারা বছর সেই চাষির বাড়িতে অচলা হয়ে থাকবেন এবং চাষিকে অন্ন যোগাবেন – এই বিশ্বাস কৃষক সমাজে রয়েছে ।

এই বিশ্বাসের পিছনে ঐতিহাসিক ও আর্থসামাজিক প্রেক্ষিত : 

বেশ কিছুকাল আগে পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলে মহাজনি প্রথা প্রচলিত ছিল । এই প্রথা অনুসারে , এই অঞ্চলের দরিদ্র কৃষকেরা মহাজনের কাছ থেকে চাষ করার জন্য ধান ঋণ হিসেবে নিত । ফসল তোলার পর সেই ঋণের দেড়গুণ পরিমাণ ফেরত দিতে হত । ফলে কৃষকের বাড়িতে নতুন ফসল প্রায় কিছুই থাকত না । এ হেন বেদনাদায়ক পরিস্থিতিতে কষ্ট করে ফলানো ফসলের কিছুটা অংশ যাতে চাষির নিজের বাড়িতে থাকে তার জন্য কৃষক সমাজে ‘ আগ রাখা ‘ র নিয়ম প্রচলিত হয়েছে , যা কালক্রমে এই অঞ্চলে একটি লোকবিশ্বাসে পরিণত হয়েছে । এই লোকবিশ্বাস আজও এই অঞ্চলে প্রচলিত।

৪ )  ধান মাপার সময় কথা বলা বা গোলমাল করা নিষিদ্ধ – এ সংক্রান্ত লোক বিশ্বাস : 

যে সময় কৃষক সমাজে কৃষিকেন্দ্রিক বিভিন্ন ধরনের লোকবিশ্বাসগুলি গড়ে উঠেছিল সে যুগে কৃষক সমাজে শিক্ষার অভাব হেতু ধান মাপার হিসাবের  ক্ষেত্রে ‘ শলা ‘ (ধানের ছোট স্তূপ ) দেওয়া পদ্ধতির প্রচলন হয়  । সাধারণত বিশ সের ধান ধরে এমন মাটির তৈরি হাঁড়িতে ( যাকে স্থানীয়ভাবে উমান হাড়ি বলে ) ধান মাপা হয় । প্রতি ধান ভর্তি হাঁড়ির জন্য শ্রেণিবদ্ধ ভাবে ছোট ছোট স্তুপাকারে শলা দেওয়া হয় । এই ছোট ধানের স্তুপকে শলা বলা হয় । 

সাধারণত শুধুমাত্র শলা  দেওয়ারকাজেই একজন নিযুক্ত থাকে । ধান মাপার ক্ষেত্রে এই শলা দেওয়ার পদ্ধতি মূলত পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন  অঞ্চলেই প্রচলিত । খামারে ধান মাড়াইয়ের  পর মাপার সময় কামিন-মুনিসকে  ( কৃষি শ্রমিক ) বেশি ধান দেওয়ার সময় বা  কুঁচুড়ি ( পুড়া ), মরাই ইত্যাদি তৈরি করার সময় হিসাবের ক্ষেত্রে এই শলা  দেওয়ার প্রচলন আজও এই অঞ্চলের কৃষক সমাজে বিদ্যমান ।

  যখন ধান মাপা হয় তখন কোনো কথা বলা যাবে না এবং যে ব্যক্তি শলা দেওয়ার কাজে নিযুক্ত রয়েছে তার স্থানান্তর চলবে না ।

 এই অঞ্চলের কৃষক সমাজে প্রচলিত বিশ্বাস রয়েছে যে ধান মাপার সময় কথা বললে বা শলা  দেওয়ার কাজে নিযুক্ত ব্যক্তির স্থান পরিবর্তন ঘটলে ফসলের পরিমাণ কম হওয়ার আশঙ্কা থাকে । 

 এছাড়া ধান মাপার সময় বাইরের কোনো ব্যক্তির খামারে প্রবেশ বা খামারে থাকা ব্যক্তিদের খামার থেকে প্রস্থান নিষিদ্ধ । 

ধান মাপার সময় চাষির বাড়িতে ঢেঁকি ব্যবহার করা হয় না । কৃষকেরা বিশ্বাস করেন , ধান মাপার সময় ঢেঁকি ব্যবহার করা হলে ঢেঁকির আওয়াজে একদিকে যেমন হিসাবে গোলমাল হতে পারে অন্যদিকে তেমনি চাষির বাড়িতে অচলা লক্ষ্মী চঞ্চলা হয়ে উঠতে পারেন ।

 প্রকৃতপক্ষে এই ধরনের বিধি-নিষেধ বা বিশ্বাসগুলির প্রচলন হয়েছে মূলত ধান মাপার সময় যাতে হিসাবে কোনো গোলমাল না হয় তার জন্যে ।

ধান মাপা সমৃদ্ধির প্রতীক । সমৃদ্ধির বেশি জানাজানি হওয়া কাম্য নয় , কারণ এতে প্রতিবেশি হিংসা করতে পারে । তাই ধান মাপার ক্ষেত্রে বহুবিধ বিধি-নিষেধ প্রবর্তনের মধ্যে এই Folk Psychology অনেকটা কাজ করেছে বলে মনে হয়। ।

৫ ) বীজ ধান বপনের দিনে শাক খাওয়া নিষিদ্ধ সংক্রান্ত লোকবিশ্বাস : 

পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলে প্রচলিত আরো একটি লোকবিশ্বাস হল যে , যেদিন বীজ ধান বপন করা হয় , সেদিন বাড়িতে শাক খাওয়া হয় না। 

 এক্ষেত্রে প্রচলিত বিশ্বাস হল যে , বীজ বপনের দিনে শাক খেলে বীজ ধান থেকে তৈরি চারা ক্ষেতের মধ্যে অনেক ঘাস ও আগাছা জন্মাবে যা ধানের চারা গাছের বৃদ্ধি ও পুষ্টিকে ব্যাহত করবে । তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী বীজ ধান বপনের দিনে বাড়িতে শাক রান্না করা হয় না । অর্থাৎ বীজ বপনের দিন শাক খাওয়া নিষিদ্ধ – এই লোক বিশ্বাস এই অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত ।

এইলোকবিশ্বাসের পিছনে যুক্তিসম্মত দৃষ্টিভঙ্গি :

এই লোকবিশ্বাসের পিছনে  যুক্তি হিসেবে বলা যেতে পারে যে , শাক রান্না করা হলে শাকের বীজ ও শাকের সঙ্গে মিশে থাকা ঘাসের বীজও ধানের বীজের সঙ্গে মিশে যেতে পারে , যা থেকে চারাক্ষেত্রে আগাছা ও ঘাস সৃষ্টির সম্ভাবনা থেকে যায়।

৬ )  ধানের স্তুপিকৃত শস্যে লক্ষ্মণ বেড়ি 

 সংক্রান্ত লোকবিশ্বাস :

পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলের মূলনিবাসী কৃষকদের মধ্যে খামারে ধান ঝাড়াই- এর সময় বেশ কিছু লোকবিশ্বাস প্রচলিত রয়েছে । এদের মধ্যে উল্লেখযোগ্য হল ধান ঝাড়াইয়ের পর স্তুপিকৃত শস্যের চারপাশে লক্ষ্মণ বেড়ি , লোহার টুকরো , কূপ (কলসি আকৃতির ছোট মাটির পাত্র বিশেষ ) , ধূপবাতি দেওয়া সংক্রান্ত লোকবিশ্বাস । 

খামারে ধান ঝাড়াই- মাড়াইয়ের পর  স্তুপিকৃত শস্য যাতে কোন অশুভ শক্তি বা  অশরীরী আত্মা নষ্ট করতে না পারে তার জন্যে স্তুপিকৃত শস্যের চারদিকে কুলো দিয়ে লক্ষ্মণ বেড়ি অর্থাৎ দাগ দেওয়া হয়। রামায়ণ মহাকাব্যে যেমন সীতাকে রক্ষা করার জন্য  লক্ষ্মণ সীতার চারদিকে বেড়ি দিয়েছিলেন তেমনি এই অঞ্চলের কৃষকেরা শস্য রক্ষার্থে শস্যের চারপাশে বেড়ি দেন । 

এছাড়া স্তুপিকৃত শস্যের মধ্যে একটি লোহার টুকরো এবং পাশে গোবর ও  ধূপবাতি জ্বালিয়ে দেওয়া হয় । লোহার টুকরো দেওয়া হয় অপদেবতার প্রভাব এড়ানোর জন্য এবং কূপ হল ধনসঞ্চয়ের দেবতা কুবেরের প্রতীক । ধূপবাতি জ্বালিয়ে বিশুদ্ধ পরিমণ্ডল গড়ে তোলা হয় । অনুরূপভাবে খামারের স্তুপিকৃত ধান যখন ঘরে এনে রাখা হয় তখনও শস্যের চারপাশে লক্ষ্মণ বেড়ি দেওয়া হয় এবং কূপ , লৌহ খন্ড রেখে দেওয়া হয় এবং সেই ঘরে ধূপবাতি জ্বালিয়ে দেওয়া হয় ।

 কৃষকেরা বিশ্বাস করে যে , এর ফলে ঘরের ভিতরেও শস্য অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাবে এবং ঘরে অন্নাভাব হবে না । পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলের কৃষক সমাজে এই লোকবিশ্বাসটিকে খুব গুরুত্ব দেওয়া হয় এবং প্রতিটি কৃষকের বাড়িতে তা মেনে চলা হয় ।

৭ )  ধান ঝাড়াই সংক্রান্ত লোকবিশ্বাস :

পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলের কৃষক সমাজে ধান ঝাড়াইয়ের  সময় বেশ কিছু লোক বিশ্বাস মেনে চলা হয় । এগুলি হল – 

ক )  যেখানে ধান ঝাড়া হয় সে স্থানে ( যাকে পাটাতন বলে ) ধান ঝাড়ার সময় একটি লোহার টুকরো রেখে দেওয়া হয়।

এ বিষয়ে প্রচলিত লোকবিশ্বাস আছে যে লোহার টুকরো থাকার ফলে  ঝাড়া ধান কোনো অশুভ শক্তি বা অশরীরী আত্মা নষ্ট করতে পারেনা ; বরং শস্যের পরিমাণ বৃদ্ধি পাবে । কৃষকেরা বিশ্বাস করে যে পাটাতনে লোহার টুকরো না দেওয়া হলে ধানের শস্যি (ধানের পরিমাণ )  কমে যায়। 

খ ) এই অঞ্চলের কৃষকেরা খামারে ধান ঝাড়ে পূর্ব দিকে মুখ করে । কৃষকেরা পূর্বদিক-কে বিশুদ্ধ দিক বলে মনে করে । কারণ পূর্বদিকে সূর্য উঠে । সূর্যালোক জীবাণু নষ্ট করে । তারা বিশ্বাস করে যে , পূর্ব দিকে মুখ করে ধান ঝাড়লে ধানের পরিমাণ বৃদ্ধি পাবে ।

 ধানকেন্দ্রিক এই লোকবিশ্বাসগুলির মধ্যে একদিকে যেমন যাদুক্রিয়া বর্তমান , অন্যদিকে তেমনি এক গভীর আশাবাদ প্রতিফলিত হয় । ধান যে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষিজ ফসল – তা ধানকে কেন্দ্র করে বহুবিধ লোকবিশ্বাসের প্রচলন থেকেই বোঝা যায়।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানকে হারিয়ে Afghanistan এ ঈদের মতো পরিস্থিতি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ২২ তম ম্যাচে আফগানিস্তান পাকিস্তানকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে। সেই ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আফগানিস্তান। এই প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল আফগানিস্তান আর এই পাকিস্তানকে হারিয়ে আফগানিস্থানে(Afghanistan)এখন ঈদের মতো পরিস্থিতি।এক আফগানিস্থানি সমর্থকের মতে এটি ছিল আমাদের ইতিহাসের একটি বিরল মুহূর্ত যখন পুরো জাতি খুশি ছিল এবং নিজেদের মত করে তারা তাদের এই খুশী উদযাপন করেছেন। এক্স হ্যান্ডেলে এক সমর্থকের মতে, সেদিন উদযাপন ছিল, পার্টি ছিল। এটি ছিল আমাদের ইতিহাসের একটি বিরল মুহূর্ত যখন পুরো জাতি খুশি ছিল এছাড়াও, এটি ছিল ২০২৩ বিশ্বকাপের তৃতীয় বড় আপসেট । টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাবর আজমের দল। প্রথমে ব্যাট করে পাকিস্তান দল ২৮২ রান করে। জবাবে আফগানিস্তান দল ২৮৩ রান তাড়া করে ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। এই ম্যাচে হারের পর বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল অধিনায়ক বাবর আজমকে। ম্যাচ-পরবর্তী উপস্থাপনার সময়, তিনি দলের ত্রুটিগুলি তালিকাভুক্ত করেছিলেন এবং পরাজয়ের জন্য নিজেদের দায়ী করেছিলেন। .....বিস্তারিত পড়ুন

সম্পাদকীয়-  রাজনৈতিক সহিংসতা ও আমাদের গণতন্ত্র

সেই দিনগুলো চলে গেছে যখন নেতারা তাদের প্রতিপক্ষকেও সম্মান করতেন। শাসক দলের নেতারা তাদের বিরোধী দলের নেতাদের কথা ধৈর্য সহকারে শুনতেন এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন।  আজ রাজনীতিতে অসহিষ্ণুতা বাড়ছে।  কেউ কারো কথা শুনতে প্রস্তুত নয়।  আগ্রাসন যেন রাজনীতির অঙ্গ হয়ে গেছে।  রাজনৈতিক কর্মীরা ছোটখাটো বিষয় নিয়ে খুন বা মানুষ মারার মত অবস্থার দিকে ঝুঁকছে। আমাদের দেশে যেন রাজনৈতিক সহিংসতা কিছুতেই শেষ হচ্ছে না।আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গার চেয়ে রাজনৈতিক সংঘর্ষে বেশি মানুষ নিহত হচ্ছেন।  ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) অনুসারে, ২০১৪ সালে, রাজনৈতিক সহিংসতায় ২৪০০ জন প্রাণ হারিয়েছিল এবং সাম্প্রদায়িক দাঙ্গায় ২০০০ জন মারা গিয়েছিল।  আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমাদের দেশের গণতন্ত্রের জন্য গর্বিত হতে পারি, কিন্তু এটা সত্য যে আমাদের সিস্টেমে অনেক মৌলিক সমস্যা রয়েছে যা আমাদের গণতন্ত্রের শিকড়কে গ্রাস করছে, যার জন্য সময়মতো সমাধান খুঁজে বের করা প্রয়োজন। .....বিস্তারিত পড়ুন

রাতের ঘামের সমস্যা এবং এ সম্পর্কে আপনি কি করতে পারেন  

উত্তরাপথঃ রাতের ঘামের সমস্যা শরীরের কুলিং সিস্টেমের একটি স্বাভাবিক অংশ, তাপ মুক্তি এবং সর্বোত্তম শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।তবে রাতের ঘাম একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে।এর  অস্বস্তিকর অনুভূতির জন্য ঘুম ব্যাহত হতে পারে, যার ফলে ক্লান্তি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। আপনি যদি রাতে অতিরিক্ত ঘাম অনুভব করেন, তাহলে তার অন্তর্নিহিত কারণটি চিহ্নিত করা এবং এটি মোকাবেলার জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। এখানে রাতের ঘামের কিছু সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করা হল।মেনোপজ: যে কেউ, বয়স বা লিঙ্গ নির্বিশেষে, রাতের ঘাম অনুভব করতে পারে। .....বিস্তারিত পড়ুন

ওজন হ্রাস (weight loss) মস্তিষ্কের বার্ধক্যের লক্ষণগুলিকে ধীর করে

উত্তরাপথঃ এপ্রিলে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, শাকসবজি, সামুদ্রিক খাবার এবং গোটা শস্য সমৃদ্ধ একটি ভূমধ্যসাগরীয় খাদ্য খাওয়া - এমনকি শুধুমাত্র খাদ্যের নির্দেশিকা অনুসরণ করে   ওজন হ্রাস (weight loss)মস্তিষ্কের বার্ধক্যের লক্ষণগুলিকে ধীর করে বলে মনে করা হয়।সাম্প্রতি ডিউক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত, একটি  গবেষণায় দেখা গেছে যে ওজন হ্রাস মস্তিষ্কে বার্ধক্য প্রক্রিয়াকে ৯ মাস পর্যন্ত ধীর করে (aging process) দিতে পারে। গবেষণায় ৬০ থেকে ৭৮ বছর বয়সের মধ্যে ৪৭ জন অংশগ্রহণকারীকে জড়িত করা হয়েছিল, যাদের প্রত্যেকেরই ওজন বেশি বা স্থূল ছিল এবং তাদের অনিয়ন্ত্রিত খাদ্যগ্রহণ  ছিল। তাদের এলোমেলোভাবে একটি ক্যালোরি-সীমাবদ্ধ গ্রুপ বা একটি নিয়ন্ত্রণ গ্রুপে বরাদ্দ করা হয়েছিল।ক্যালোরি-সীমাবদ্ধতা গোষ্ঠীর সদস্যদের একটি খাদ্য পরিকল্পনা অনুসরণ করে, যার লক্ষ্য ছিল তাদের আনুমানিক প্রয়োজনের চেয়ে ১০ – ১৫% কম ক্যালোরি গ্রহণ করা। অন্যদিকে, নিয়ন্ত্রণ গ্রুপ তাদের খাদ্য পরিবর্তন করেনি .....বিস্তারিত পড়ুন

Scroll to Top