উত্তরাপথ
গত ১১ জুন বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম, কলেজ রোডে “হিতৈষী বাঁকুড়া “নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান (Blood donation camp) শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় ১০০ জন দাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই তীব্র গরমে বাঁকুড়া ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট মেটানোর জন্য এই উদ্যোগ বলে জানা গেছে। উল্লেখ্য, এই সংগঠন বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সাথে যুক্ত। এই শিবিরে সস্ত্রীক অধ্যাপক স্বদেশ মন্ডল, ড. নিখিল চৌধুরী, নিত্যানন্দ ব্যানার্জি আরো অনেকেই স্বেচ্ছায় রক্ত দান করেন।
Great initiative