ধাক্কা কাটিয়ে ছন্দে ফেরার চ্যালেঞ্জ মোহনবাগানের

উত্তরাপথঃ ঠিকই ছিল মোহনবাগানের। জয়ের সেই হ্যাটট্রিকের পরই ছন্দপতন বাগানের। ঘরের মাঠে আটকে গিয়েছে দল।এখন ধাক্কা কাটিয়ে ছন্দে ফেরার চ্যালেঞ্জ মোহনবাগানের। তবে তা নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান (Mohun Bagan) রিজার্ভ দলের কোচ বাস্তব রায়। বরং সিএফসি-কে হারিয়ে ফের জয়ের রাস্তায় দলকে তুলে আনার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। পুলিশি নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে বৃহস্পতিবার শেষবেলায় ম্যাচটা মোহনবাগানের ঘরের মাঠ থেকে সরিয়ে পাঠানো হল বারাকপুর স্টেডিয়ামে।

বুধবার ঘরের মাঠে কালীঘাট এমএস-এর সঙ্গে কোনওরকমে ড্র করেছে মোহনবাগান। ফলে শুক্রবার সিএফসি ম্যাচের গুরুত্ব বেড়েছে মোহনবাগানের কাছে। যদিও সিএফসি গ্রুপের অন্যতম সহজ প্রতিপক্ষ। এখনও পর্যন্ত মহামেডান স্পোর্টিংয়ের কাছে সাত গোল খেয়েছে তারা, ইউনাইটেড স্পোর্টস দিয়েছে আট গোল। তাই তিন পয়েন্টের পাশাপাশি গোল পার্থক্য অনেকটা বাড়িয়ে রাখার সুযোগ এই ম্যাচ থেকে পাচ্ছে মোহনবাগান। তবে এরমধ্যেই কাঁটা হয়ে রয়েছে একদিনের ব্যবধানে ম্যাচ খেলা এবং কালীঘাটের সঙ্গে ড্রয়ের বিষয়টি। টানা ম্যাচ খেলার ধাক্কা সামলানো প্রসঙ্গে সবুজ-মেরুন কোচ বাস্তব রায় বলছেন, “কী দল খেলাব তা এখনও ঠিক করিনি। ম‌্যাচের দিন সকালে দেখব কে কেমন অবস্থায় আছে। তারপর প্রথম একাদশ ঠিক করব।”

 তবে কালীঘাট ম্যাচের ফল নিয়ে আর ভাবছেন না তিনি। বলছেন, “আমার ছেলেরা চার ম্যাচে ১৪ গোল করেছে। ফলে একটা ম্যাচ ড্র করে চাপে পড়ার কিছু নেই।” এদিকে, সিনিয়র টিমে অনুশীলনে যোগ দিলেন সবুজ-মেরুনের নতুন তারকা সাহাল আবদুল সামাদ। বুধবার সকালেই কলকাতা এসেছেন কেরল ব্লাস্টার্স থেকে এবার মোহনবাগানে যোগ দেওয়া এই মিডফিল্ডার। তবে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেননি তিনি, বসে ছিলেন মাঠের বাইরে।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


Scroll to Top