উত্তরাপথ
ভারত কি বিশ্বগুরু হওয়ার পথে ? মাত্র ৬ বছর ৬ মাস ১১ দিনের মাথায় চালু করা নোট বাতিল ঘোষণা করা হল। ভারতের ইতিহাসে এই প্রথম কোন নোট এত কম সময় বাজারে থাকল। রিজার্ভ ব্যাংকের দেওয়া পরিসংখ্যান আনুসারে ২০১৬ সালে নতুন নোট ছাপাতে আর সেগুলো যুদ্ধকালীন তৎপরতায় বন্টন করতেই সরকারের সাড়ে চার হাজার কোটি টাকা বাড়তি খরচ হয়েছিল। শুধু তাই নয়, সাধারণ মানুষ ব্যাংকে গিয়ে যে পুরনো নোট জমা দিয়েছিল, তাতে সাধারণ ব্যাঙ্কগুলির আমানত রাতারাতি বৃদ্ধি পায়। তার ফলে রিজার্ভ ব্যাংককে অন্যান্য ব্যাংকগুলোকে প্রায় ১৮ হাজার কোটি টাকা সুদ দিতে হয়েছিল।কিন্তু এই অতিরিক্ত অর্থ রিজার্ভ ব্যাংকের খরচ হত না যদি নোট বাতিল না হত। এত খরচ করে কালো টাকা উদ্ধারের নাম করে রিজার্ভ বাঙ্ক যে আয় করেছিল সেটা তার খরচের ১০ শতাংশও নয়। তাহলে আবার এত কম সময়ের ব্যবধানে নোট বাতিলের উদ্দেশ্য কি? এক কথায় যুক্তিযুক্ত কোনও স্পষ্ট উত্তর নেই দেশের সাধারণ মানুষের কাছে। রিজার্ভ বাঙ্ক জানিয়েছে নোট বাতিল ভারতীয় অর্থব্যবস্থায় কালোটাকা উদ্ধারে সাহায্য করেছিল। রিজার্ভ বাঙ্কের তথ্য অনুসারে ৩১ মার্চ ২০১৮ ব্যাঙ্কনোটের মোট মূল্য সর্বোচ্চ ৬.৭৩ লক্ষ কোটি টাকা থেকে কমে ৩.৬২ লক্ষ কোটি টাকায় নেমে এসেছিল যা ২০০০ টাকার নোট চালু করার উদ্দেশ্য পূরণ করেছিল।
কিন্তু রিজার্ভ ব্যাংকের দেওয়া এই তথ্য কতটা গ্রহণযোগ্য হতে পারে দেশবাসীর কাছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০১৬ সালের হঠাৎ করে হওয়া নোটবন্দী জনগনের মধ্যে বড় মূল্যের নোট সঞ্চয়ের প্রতি এক ভীতির সঞ্চার করেছে। এখন মানুষ অতিরিক্ত অর্থ নগদে না রেখে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে। এই ভাবে নোট বাতিলের মাধ্যমে বাজারের উপর সরকারের নিয়ন্ত্রন কতটা প্রতিষ্ঠিত হবে বা সরকার কতটা কালো টাকা উদ্ধার করতে পারবে তা সময় বলবে। এর আগেও ভারতে তিন বার নোট বাতিল হয়েছিল। প্রথমবার নোট বাতিল হয়েছিল ১৯৪৬ এরপর ১৯৭৮এবং ২০১৬সালে। তবে ২০১৬ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার এবার বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে নোট বদলের ক্ষেত্রে। এবছর ২৩ মে থেকে সমস্ত ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এবার ২০০০ টাকার নোট বদলানোর জন্য সাধারণ মানুষকে প্রায় চার মাসেরও বেশি সময় দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে কোনও ব্যাঙ্কে গিয়ে সাধারণ মানুষ এই নোট পরিবর্তন করতে পারবেন। আরবিআই -এর নির্দেশ অনুযায়ী যে কোনও ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে নোট পরিবর্তন করতে পারেন। কিন্ত এক্ষেত্রে লিমিট রয়েছে। একবারে মাত্র ১০টি নোট অর্থাৎ ২০,০০০ টাকা পরিবর্তন করা যাবে। ২০০০ টাকার নোট বদলানোর জন্য ব্যাঙ্ক কোনও চার্জ নিতে পারবে না। অর্থাৎ গ্রাহককে কোনও টাকা দিতে হবে না। এই পরিষেবা সম্পূর্ণ ফ্রি। এর জন্য যদি কোনও ধরনের চার্জ নেওয়া হয়, সেক্ষেত্রে আপনি অভিযোগ জানাতে পারেন। এমনকি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই, তাঁরাও ২০০০ টাকার নোট পরিবর্তন করতে পারবেন।
অন্যদিকে কোনও ব্যক্তি চাইলে ব্যাঙ্কে গিয়ে নোট বদল নাও করতে পারেন। এক্ষেত্রে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে এটিএম কর্নারে যেখানে টাকা ডিপোজিটের মেশিন রয়েছে সেই এটিএমগুলোতে গিয়ে কোনও ব্যক্তি ২০০০ টাকার নোট ডিপোজিট করতে পারবেন। এরজন্য কোনও সীমা নেই। একদিনে যে পরিমাণ টাকা আগে ব্যাঙ্কে রাখা যেত, সেই পরিমাণ অর্থই ATM -এ গিয়ে জমা করতে পারবেন। তবে ব্যাঙ্কিং নিয়ম অনুযায়ী ৫০ হাজারের বেশি জমার ক্ষেত্রে প্যান ও আধার কার্ড দেখানো বাধ্যতামূলক।
আরও পড়ুন
মরশুমের প্রথম ইলিশ ( Hilsa) এল দিঘায়
উত্তরাপথ: মরশুমের প্রথম ইলিশ এল দিঘায় (Digha)। জানা গেছে, সাত থেকে দশদিন আগে ট্রলারগুলি সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল। মৎস্যজীবীরা জানান, মাঝসমুদ্রে ইলশেগুড়ি বৃষ্টি পেয়েছেন। পুবের হাওয়াও ছিল। এটাই ইলিশের পক্ষে অনুকূল আবহাওয়া। তাই ইলিশের দেখা মিলেছে। বেশ কিছু ট্রলার ইতিমধ্যে দিঘায় এসে ঠেকেছে। তাঁরা বলেন, “আরও ট্রলার সমুদ্রে আছে সেগুলো ফিরছে খুব শীঘ্রই । ট্রলারগুলি ফিরে আসায় দিঘার বাজারে আমদানি হল মরশুমের প্রথম ইলিশ যা প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ। .....বিস্তারিত পড়ুন
ডোপিংয়ের নিয়ম না মানার অভিযোগ, কুস্তিগির বিনেশ ফোগটের বিরুদ্ধে
উত্তরাপথ: ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) নোটিশ পাঠাল দেশের অন্যতম সেরা মহিলা কুস্তিগির বিনেশ ফোগটকে। নিয়ম মেনে ডোপিং এজেন্সি (নাডা) কে তিনি নিজের ব্যাপারে সব তথ্য জানাননি, এই অভিযোগ উঠেছে বিনেশের বিরুদ্ধে। দু’সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিনেশকে। নিয়ম অনুযায়ী, ক্রীড়াবিদদের তিন মাস অন্তর প্রয়োজনীয় বিভিন্ন তথ্য ন্যাশনাল অ্যান্টি ডোপিং .....বিস্তারিত পড়ুন
Gond Tribe: মধ্য প্রদেশে গোন্ড উপজাতির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ
গার্গী আগরওয়ালা মাহাতো: গোন্ড উপজাতি(Gond tribe) বিশ্বের বৃহত্তম উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে একটি। এটি ভারতের বৃহত্তম উপজাতি । এদের গায়ের রং কালো, চুল কালো, ঠোঁট মোটা, নাক বড় ও ছড়ানো। তারা অলিখিত ভাষা গোন্ডি ভাষাতে কথা বলে, যা দ্রাবিড় ভাষার সাথে সম্পর্কিত। গোন্ড উপজাতির একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে, বিশ্বাস করা হয় যে তাদের শিকড় প্রাক-আর্য যুগে্র । গোন্ডদের সবচেয়ে গৌরবময় রাজা ছিলেন সংগ্রাম শাহ এবং দলগত শাহ, যারা ম্ধ্যপ্রদেশের গন্ডয়ানা রাজ্যের বিস্তীর্ণ এলাকায় অনেকগুলি দুর্গ তৈরি করেছিলেন। মাত্র ৩০ বছর বয়সে দলগত .....বিস্তারিত পড়ুন
Gobindobhog: "গোবিন্দভোগ" চাল রপ্তানি শুল্ক থেকে অব্যাহতি চাইলেন মমতা
উত্তরাপথ: মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন যাতে "গোবিন্দভোগ" চাল রপ্তানির উপর শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতে, দেশীয় এবং বিদেশে, বিশেষ করে ইউরোপ এবং উপসাগরীয় অঞ্চলে সর্বশক্তিমানের (গোবিন্দ) কাছে উপস্থাপনের জন্য গোবিন্দভোগ চাল খুব পছন্দের।সেপ্টেম্বরে, কেন্দ্র ২০% শুল্ক আরোপ করেছিল। যা প্রিমিয়াম গোবিন্দভোগ চালের রপ্তানি বাজারের উল্লেখযোগ্য প্রভাব পড়েছে এবং কৃষকদের আয়ের উপর ক্ষতিকারক প্রভাব পড়েছে। .....বিস্তারিত পড়ুন