তীর ভাঙ্গা ঢেউ

অসীম পাঠক

ছবি সৌজন্য: অসীম পাঠক

পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর ধীরাজ বিশ্বাসের মন ভালো নেই, স্টেটবাসের জানালায় মুখ রেখে পেরিয়ে চলেছেন একের পর এক শহর গ্রাম। হাইওয়ে ধরে ছুটছে এসি গাড়ি, গন্তব্য তাঁর নর্থ বেঙ্গলের একটি কলেজ। পূজোর কটা দিন তিনি গ্রামের বাড়িতে কাটান, এ বছর পূজো হলো শরৎ পেরিয়ে হেমন্তে। পড়ন্ত রোদ্দুর খোলস খসা সাপের মতো নিস্তেজ। পঞ্চাশোর্ধ অধ্যাপক বিশ্বাস যেনো জীবনের কঠিন সত্য কে বিশ্বাস করতে চাইছেননা মানতে পারছেন না মহাকালের অমোঘ নির্দেশ। জীবনের জলছবি তে তিনিযে পিছিয়ে গেছেন একুশ বছর।

অষ্টাদশীর সেই পূর্ণচন্দ্র আজ যে কালো মেঘে ঢাকা, স্ত্রী চন্দ্রিমা আর একমাত্র ছেলে অনিকেতকে নিয়ে তিনি ফিরছেন। পূজোর সময় একরাশ খুশী আর উদ্দীপনা নিয়ে যখন শাল পিয়ালে ঢাকা জঙ্গল মহলের গ্রামের বাড়ি এসেছিলেন তখনো ভাবতে পারেননি তাঁর জন্য এতো বিস্ময় অপেক্ষা করে আছে। বয়স্ক বৃদ্ধ বাবা হঠাৎই চলে গেলেন। বাড়ি আসার তাগিদ যেনো হারিয়ে গেলো অধ্যাপকের, একটা থ্রি সিটে জানালার ধারে মুখ রেখে অধ্যাপক যেনো সুদূর অতীতে। স্ত্রী চন্দ্রিমার কোন ভ্রুক্ষেপ নেই, নিজের সাজগোজ, মার্কেটিং, আড্ডা এসব নিয়েই সে ব্যাস্ত। একাধিক অসুখে ভুগতে থাকা অধ্যাপকের খেয়াল রাখাল সদিচ্ছাটুকুও তার নেই। স্বার্থপর এক মহিলা। ছেলে অনিকেত পড়াশোনায় ভালো, হায়ার সেকেন্ডারী পরীক্ষা দেবে এবছর। কোভিডের জন্য পড়াশোনার বারোটা বেজে গেলো সবার। শিক্ষা ব্যাবস্থার এক অপূরণীয় ক্ষতি। সভ্যতার সেরা জীব মানুষ আমরা একটা অনুজীবের কাছে কতো অসহায় আত্মসমর্পণ করলাম কতো তাজা প্রানের বিনিময়ে। আধ্যপক ভাবেন ওষুধ তো শরীরের অসুখের হয়, মনের অসুখের ওষুধ আবিষ্কার হয়নি এখনো। যার ছায়ায় তিনি মন শান্ত করতে চেয়েছিলেন সে তো তাঁর ভালোবাসা সেদিন বোঝেনি , আর বুঝলেও সামাজিক অনুশাসনে তার সম্ভব হয়ে ওঠেনি চিকিৎসক বাবার কথার অবাধ্য হবার।

“দূর্গা ” – একটা বিদ্যুৎ তরঙ্গের মতো নামটা খেলে যায় … ৫২ বছরের অধ্যাপক যেনো সজীব হয়ে ওঠেন। মনের বাগিচায় প্রাণবন্ত হয়ে ওঠে সবকটা শাখা প্রশাখা। যদিও দূর্গাকে এভাবে দেখতে তিনি চাননি, তাঁর জীবনের স্বপ্ন কন্যা ভালোবাসার মর্ত্য প্রতিমা প্রাণোচ্ছল দূর্গা আজ যেনো জীবন যুদ্ধে ম্লাণ, ক্ষতবিক্ষত রক্তাক্ত। তার অসামান্য জীবনী শক্তি দুরন্ত সাইক্লোনের দাপাদাপিতেও উপড়ে যায়নি, বিধ্বস্ত হয়েছে তার অবসন্ন জীবন।
মিনারেল ওয়াটারের বোতলটা খুলে এক ঢোক জল খেয়ে যেনো একটু দম নেন অধ্যপক। তাঁর পনেরো দিনের ছুটিতে বেদনাদায়ক বাবার মৃত্যুর পাশাপাশি একটু স্বস্তি দূর্গার সাথে আকস্মিক সাক্ষাৎ …..
একদিন অধ্যাপক বিশ্বাস ব্যাংকে গেছেন, গ্রামীণ ব্যাংক। প্রচণ্ড ভিড় , পূজোর কদিন ছুটি থাকবে তাই এতো মানুষের সমাগম। পিতৃ শ্রাদ্ধানুষ্ঠানের কাজ সামনেই। ব্যাংক থেকে নেমেই গলির মুখে একটা মিষ্টির দোকান তার সামনে দাঁড়িয়ে এক মহিলা, চমকে ওঠেন ডক্টর ধীরাজ বিশ্বাস। কেমন যেনো চেনা চেনা ….. মুখে যেনো জীবন সংগ্রামের ক্ষতচিহ্ন। অবিন্যস্ত খোলা চুল, কয়েক মুহূর্ত মুখোমুখি দুজনেই। না না তার মনের ভুল, পাশ কেটে এগিয়ে যাবার চেষ্টা করেণ। হঠাৎই সেই মেয়েলী কন্ঠ যেনো ডাক দেয়, ধীরাজ দা চিনতে পারলে না, কেমন যেনো চেনা গলা, ভাবতে পারেণ না ধীরাজ …. পদার্থ বিজ্ঞানের অধ্যপক বুঝে উঠতে পারেননা জীবনের অভিকর্ষ। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত মুখী প্রতিক্রিয়ার কথা। জীবনের চেনা ছন্দে যেনো টান পড়ে, হৃদয় বীনায় ঝংকৃত হয় ভালোবাসার মর্ম বেদনা। মেয়েটি সামনে এসে বলে, বড়ো বড়ো চোখে কি দেখছো, আমাকে কি মনে নেই ? চমকে ওঠে ধীরাজ, সোল্লাসে মনের গভীরে বলে ওঠে, ইউরেকা ….. তারপর বলে, তোমাকে ভুলে যাবো তা কি হতে পারে কখনো ? তুমি যে আমার প্রথম প্রেম, মনের বাগিচায় আজও সজীব ও প্রানবন্ত। কতো না বলা কথা, এবার দূর্গা বলে ওঠে , থাক আর বাহাদুরি দেখিয়ে কাজ নেই, খবর পেয়েছি তোমার বাবা মারা গেছেন। ধীরাজ দা চলো না ওই বটতলায় বাঁশের মাচায় একটু বসি। কোলাহলময় কালো পিচ রাস্তা পেরিয়ে তারা হাঁটে সাত পা না হোক, সাত জন্ম না হোক অন্তত মহাকালের খাতায় উঠুক এই কয়েক পা পথ। ধীরাজ চমকে ওঠে এ কোন দূর্গা, এ তো ছিলো লজ্জাবতী লতার মতো, আজ হঠাৎ এতো বাঁধনহারা। মন্ত্রমুগ্ধের মতো দূর্গার পেছনে হাঁটে ধীরাজ।

পাশাপাশি দুই গ্রামের দুজন । অধ্যাপক হবার আগে কঠোর পরিশ্রমী ধীরাজ টিউশনি করতো প্রচুর, বেশ নাম ডাক হয়েছিলো এলাকায়। দূর্গা তার কাছে অঙ্ক আর ফিজিক্স পড়তে যেতো। পড়াশোনায় ভালোই ছিলো দূর্গা, স্বচ্ছল পরিবারের একমাত্র মেয়ে। বিজ্ঞান বিভাগের ছাত্রী। পাতলা ছিপছিপে চেহারাকে আকর্ষণীয় করেছিলো কাজল কালো দুটো চোখ। ধীরাজ মনে মনে ডাকতো মৃগনয়না। ষোড়শী দূর্গার প্রেমে ধীরাজ মগ্ন হয়ে পড়েছিলো। এসব ভাবতে ভাবতেই বাঁশের মাচায় এসে বসে দুজনে। জায়গাটা সকালে বেশ ভিড় থাকে, এখন মধ্যাহ্ন বেলা ,কোভিড বিধি মেনে পূজো প্যান্ডেলে সীমিত মানুষ রয়েছেন, বাকীরা উৎসবের মেজাজে গৃহবন্দী। দূর্গার দিকে তাকিয়ে ধীরাজ বলে , খুব সাহস তো, দূর্গা বলে কে কি ভাবলো তা নিয়ে আর ভাবিনা। তা ছাড়া তুমি আমার টীচার, আর বুড়ো বয়সে তোমাকে কেও প্রেম করতে যাবে না। ধীরাজের মনে পড়ে যেদিন দূর্গার অংকের খাতায় শুধু একটি কথা লিখেছিলো, ভালোলাগে তোমায়। পরদিন সেই খাতা দেখতে গিয়ে লজ্জায় রাঙা দুজনেই। কাঁপা কাঁপা হাতে খাতা নিয়ে দেখে লেখার নীচে একটা লাভ সিম্বল, দূর্গা র কাজ। দুজনই দুজনের মনের মনিকোঠায় ছিলো বন্দী। শুরু হয়েছিলো টুকরো টুকরো কিছু কথা, রাত্রে পড়ার পর বাড়ি পৌঁছে দেওয়া। একদিন নির্জন সন্ধ্যায় হাল্কা বৃষ্টিতে একই ছাতার নীচে দুজনে আসছিলো, পড়া শেষে ধীরাজ পৌঁছে দিতো দূর্গাকে। হঠাৎই ধীরাজ দূর্গার হাতে হাত রেখেছিলো, হাত সরিয়ে নেয় নি দূর্গা। পাঁচ মিনিটের পথ যেনো কতো না বলা কথার স্বাক্ষী, ভালোবাসলে চোখ কথা বলে, এ তো ঈশ্বরের দান। বাস্তবে ফিরে আসে ধীরাজ, দূর্গার দিকে তাকিয়ে কি যেনো খুঁজে বেড়ায়, শরীরে মেদ জমেছে, কথার গতিও বেড়েছে। দূর্গাই এবার বলে ওঠে, কি দেখছো গো ধীরাজ দা? আমার জীবনে ঝড় বয়ে গেছে। সেই ঝড় আমার সিঁথি সাদা করে দিয়েছে, চমকে ওঠে ধীরাজ দেখে দূর্গার চোখে জল। হাত বাড়িয়ে সেই মুক্তোর মতো অশ্রুবিন্দূ মুছে দেয় ধীরাজ।

দূর্গার এক ছেলে , উচ্চ মাধ্যমিক দেবে এ বছর। সাত বছর আগে হঠাৎই তাদের ছেড়ে চলে যায় দূর্গার স্বামী কৈলাশ এক কঠিন জ্বরে। সবার সব রকম প্রচেষ্টা ব্যার্থ করে সবাইকে কাঁদিয়ে কৈলাশ আকাশের তারা হয়ে যায়। খুব ভালোবাসতো দূর্গা কে,ভীষণ খেয়াল রাখতো। ভালো চাকরী করতো, বেশ মজাদার মানুষ ছিলো। দূর্গা ছিলো তার প্রথম ও শেষ প্রেম। কৈলাশের ভালোবাসার মধ্যে একটা বণ্যতা ছিলো, উদ্দাম বাঁধনহারা। সাহসী সুপুরুষ সুদর্শন কৈলাশের কোলে মাথা রেখে কতোকাল ঘুমোয়নি দূর্গা। সাত বছর যেনো কয়েক আলোকবর্ষ।
হঠাৎই দূর্গা বলে তোমার কথা বলো, ধীরাজ বলে কি আর বলি, চলছে, সেমিনার, ছাত্র পড়ানো, রিসার্চের কাজ, এসব নিয়েই আছি। দাম্পত্য শান্তি খোঁজার বৃথা চেষ্টা না করে সব ভূলে থাকি। কতো রোগ বাসা বেঁধেছে শরীরে, কবে শুনবে আমি নেই, চলে গেছি অজানা ঠিকানায়। হঠাৎই দূর্গা হাত বাড়িয়ে ধীরাজের মুখ চাপা দেয়, বলো না গো এ কথা। একটা মৃদু হাসির রেখা অধ্যাপকের ঠোঁটে, ভালোবাসা কি জিনিস উপলব্ধি করা এ জীবনে হয়তো হলো না। তবুও জীবন মরুভূমিতে এটটুকুই বা কম কিসের? দুজনেই দুজনার দূরভাষ বিনিময় করে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে এতো দিন খোঁজ করলেও পায় নি। আসলে কখন কাকে কি অবস্থায় পাওয়া যাবে এটা তো স্বয়ং ঈশ্বরের পরিকল্পনা। তুচ্ছ মানব মানবীর দল নিমিত্ত মাত্র। এবার ওঠার পালা, দু জনার দুটি পথ দুটি দিকে গেছে গো বাঁকিয়া। তারপর এই কয়েকদিন ফোনে কথা, ভিডিও কল হয়েছে একাধিক বার। দুজনেরই মনে হয়েছে এ সম্পর্ক অবৈধ নয়, এ তো মনের আবেগ ভরা ভালোবাসার উচ্ছসিত বহিঃপ্রকাশ। তারা ভরা আকাশের নীচে দাঁড়িয়ে দুজনের ই মনে পড়েছে একা অপরের জীবনসঙ্গী হতে না পারার সেই ব্যার্থতার কথা। ধীরাজের এক বন্ধু দূর্গার বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো দূর্গার বাবা রাজি হননি, কেননা ধীরাজ তখন অধ্যাপক হয়নি। বাবা চেয়েছিলেন একমাত্র মেয়ে একটু সুখে থাকবে, ভালো ছেলের সাথে বিয়ে দিতে হবে। দূর্গারও সম্ভব ছিলো না বাড়ির অমতে কিছু করার। পৃথিবীর সব অসফল প্রেমই বিরহের আগুনে নির্মল পরিশুদ্ধ হয়ে ওঠে। বিয়োগাত্মক জীবনের গল্পই তো প্রেমের অনুপ্রেরণা।
দূর্গাও আজ ফিরে যাচ্ছে আসানশোল। তার মনেও ধীরাজের ছবি, সেদিন গাছতলায় বসে সেলফি নিয়েছিলো, যা কখনো প্রকাশ হবেনা কোথাও, না সোশ্যাল মিডিয়ায়, না কোনো লোক চক্ষুর সামনে। যা শুধু বন্দী মুঠোফোনেরগ্যালারিতে সিকিউরিটি কোডের বেড়াজালে।
অধ্যাপক বিশ্বাসের চিন্তায় ছেদ পড়ে, ছেলে চেঁচিয়ে ওঠে, বাপী এসে গেছি, এই তো শিলিগুড়ি। চেনা শহর চেনা মানুষ আজ যেনো বড্ড অচেনার ভিড়ে শুধু একটি মুখই চেনা দূর্গা।
ধীরাজ ও দূর্গা দুজনের মনের বাঁধ ভেঙে গেছে। তীর ভাঙা ঢেউ যেনো ছাপিয়ে যাচ্ছে মনের সীমানা ….. দূরে থেকেও দুজন দুজনের ভালোবাসার বৃত্তে আটকে। সীমাহীন উচ্ছাসের ঢেউয়ে একরাশ পরিতৃপ্তি। আগামীর স্বপ্ন, বেঁচে থাকার আনন্দ স্পর্শে নয় স্পন্দনে বেঁচে থাক অনাবিল আনন্দ ঘন এই ভালোবাসা।

এই লেখকের অন্যান্য ছোটগল্প: যন্ত্রনার নীল গভীরতা থেকে প্রাপ্তির সবুজ দ্বীপ 🌼 প্রগতির পথে আন্দোলনের পথে নারী, এক বৈশাখে দেখা হলো দুজনায়, ঘুড়ি, সীমানা

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


ICC টুর্নামেন্ট জিতলে পুরুষ ও মহিলাদের দল একই অর্থ পাবে

উত্তরাপথ: এবার থেকে ICC টুর্নামেন্ট জিতলে পুরুষ ও মহিলা দলের প্রাইজ মানি একই। ডারবানে বসেছে আইসিসি-র (ICC) বার্ষিক বৈঠক সেখানেই স্থির হয়েছে ।  ICC-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ”ক্রিকেটের ইতিহাসে তাৎপর্যপূর্ণ মুহূর্ত এটি। আমি অত্যন্ত খুশি যে পুরুষ ও মহিলাদের দল আইসিসি-র ইভেন্টে এবার প্রাইজ মানি হিসেবে একই অর্থ পাবে।” তিনি আরও বলেন, ”২০১৭ সাল থেকে প্রতি বছর আমরা মহিলাদের ইভেন্টের প্রাইজ মানি বাড়িয়ে এসেছি, উদ্দেশ্য ছিল একটাই। মহিলাদের বিশ্বকাপ জয় এবং পুরুষদের বিশ্বকাপ জয়ের আর্থিক পুরস্কার এক হবে .....বিস্তারিত পড়ুন

Sustainable Energy: সূর্যের আলো এবং বায়ু,থেকে বিশ্বব্যাপী ব্যবহৃত বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড-ব্রেকিং বৃদ্ধি

উত্তরাপথ: সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে তাতে সূর্যের আলো এবং বায়ু,থেকে সারা বিশ্বব্যাপী ব্যবহৃত বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড-ব্রেকিং বৃদ্ধি ১২% উৎপাদন করা সম্ভব হয়েছে। এই পুনর্নবীকরণযোগ‍্য সম্পদের ব্যবহার আমাদের অ নবায়নযোগ্য শক্তির ব্যবহারের বিকল্পের দিকে ক্রমবর্ধমান বিশ্বব্যাপী পরিবর্তনকে প্রতিফলিত করছে। সৌর এবং বায়ু শক্তির ব্যবহারের দ্রুত বৃদ্ধি বিভিন্ন কারণ দ্বারা চালিত হয়েছে। প্রথমত, প্রযুক্তির অগ্রগতি পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবস্থাকে আরও দক্ষ এবং সাশ্রয়ী করে তুলেছে। সৌর প্যানেল এবং বায়ু টারবাইনগুলি এখন আগের চেয়ে আরও দক্ষতার সাথে সূর্য এবং বায়ু থেকে শক্তি উৎপাদন করতে সক্ষম, যার ফলে বিশ্বব্যাপী পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন বৃদ্ধি .....বিস্তারিত পড়ুন

Scroll to Top