দিলীপ গায়েন
হিন্দু,মুসলমান,ব্রাহ্মণ,তফসিলি সকলেই মানুষ।কিন্তু এদের মধ্যে যে ব্যবধান তা হলো ধর্ম ও সাংস্কৃতির।
এই ব্যবধান মুছতে পারলে একাকার হওয়া সম্ভব। যারা বলছে আর্থিক সমতা প্রতিষ্ঠা হলে ব্যবধান মুছে যাবে, তাদের কথাটি বোধ হয় সঠিক নয়।তার প্রমাণ গরিব ও শ্রমিক শ্রেণীর মধ্যে আর্থিক ব্যবধান নেই। অথচ জাতিভেদ রয়ে গেছে। তেমনি কিছু ব্যতিক্রমী ঘটনা ব্যতীত ধনী ও শিক্ষিত সমাজে আর্থিক সচ্ছলতা থাকলেও জাতিভেদ রয়ে গেছে।
একমাত্র হাসপাতালে বা চিকিৎসা ব্যবস্থায় জাতিভেদ নেই।কারণ সেখানে তো প্রচলিত ধর্মজাত প্রভেদ বা পরিচয় নেই। আছে মেডিসিন, যা সম্পূর্ণ বিজ্ঞান।
কারোর ধর্ম বা জাত দেখে প্রেসক্রিপশন হয় কি? এখানে মানুষের একমাত্র এবং শেষ পরিচয় সে মানুষ।
তাই বিজ্ঞানচেতনা ও মানবতা বোধের মাধ্যমে মানুষে মানুষে ঐক্য গড়ে ওঠা সম্ভব। বৈবাহিক সম্পর্ক গড়ে তোলা জাতিভেদ উচ্ছেদের অন্যতম পন্থা।
It is a great step for enhancement of development of skills of the girl students in education field and in life as well. I like to wish congratulations to the organizers for such good endeavours.