সম্পাদকীয়- আজ ‘রাজনীতি’- শব্দটা বড় লজ্জিত

এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই অভিমানের সুর শোনা গিয়েছে প্রায় সব দলের টিকিট না পাওয়া সদস্যদের গলায়। গত ১০ মার্চ ব্রিগেডে জন গর্জন সভা থেকে ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। তারপরই কেউ প্রকাশ্যে, কেউ অন্দরে রাগ-অভিমানের কথা জানান। রাজ্য সম্পাদক পদ থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার পরই স্পষ্ট হয়ে যায়, তালিকা দেখে খুশি নন তিনিও ।অন্যদিকে বাংলায় ৩৮ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলেছে পদ্ম শিবির বাকি আর মাত্র ৪ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা। তালিকায় নিজের নাম না দেখে  রুদ্রনীল ঘোষ সম্প্রতি বিজেপির বিভিন্ন অংশের সঙ্গে সম্পর্ক থাকা ৬৭টি হোয়াটস অ্যাপ গ্রুপ থেকেও বেরিয়ে গিয়েছেন। তারপর থেকেই তাঁর প্রার্থী তালিকায় ঠাঁই না পাওয়া নিয়ে নানা জল্পনা ছড়িয়েছেন। রাখঢাক না রেখে অভিমানের কথা প্রকাশ্যেও বলেছেন তিনি। রুদ্রনীলের কথায়, “যদি প্রার্থী তালিকার কথা বলেন, বলব একটু তো মন খারাপ হয়েছেই। আমি অভিমানী, বিক্ষুব্ধ এমনটা নয়।”

বর্তমান রাজনীতিতে এমন উদাহরণ অজস্র। আজ ‘রাজনীতি’- শব্দটা বড় লজ্জিত। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে মানুষ যে ন্যায়, নীতি, আদর্শ নিয়ে রাজনীতির মঞ্চে আসতেন এবং দেশের মানুষের সেবা করার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতেন, আজ তার বড্ড অভাব। কোথায় নীতি, কোথায় আদর্শ, কোথায় গেল জনহিতের চিন্তাভাবনা? রাজনীতির মঞ্চে পুরোটাই এখন দুর্নীতি আর ব্যক্তিস্বার্থে ভরা।

আরও খোলসা করে বললে, রাজনীতি এখন একটা ব্যবসা। বিনা শিক্ষা-দীক্ষা, বিনা পুঁজিতে প্রচুর রোজগারের একটা পথ। এটা জানেন না এমন লোক অন্তত আমাদের দেশ মেলা ভার। আজ একজন সফল রাজনীতিবিদ হলেন তিনি যিনি তার দলকে শক্তিশালী করতে পারবেন, জনসাধারণকে নয়। আজ কৃষক ও নারীদের দুর্দশা ও আত্মহত্যা নেতাদের লজ্জিত করেনা, কারণ তারা দেশকে এগিয়ে নেওয়ার ভান করতে ব্যস্ত। জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার কথা ভুলে যান, এমন কথা বলাও অর্থহীন। এমতাবস্থায় রাজধর্ম কে পাত্তা দেবে?

এখন রাজনীতিতে এসে নিজের নামের সাথে দলীয় একটি পদ জুড়তে অর্থাৎ অঞ্চল থেকে ব্লক, জেলা কমিটির পদ পেতে  লক্ষ লক্ষ টাকা দাদা-দিদিদের উপঢৌকন দিতে হয়। শুধু কি তাই, নির্বাচনে প্রার্থীতালিকায় নাম তুলতেও প্রচুর টাকার খেলা হয়। নিজের জেলা হোক বা প্রদেশ, সেটিং করতে না পারলে পঞ্চায়েত, পুরসভা কোনও ভোটেই দলের টিকিট জুটবে না।

যে নেতা বা নেত্রী লক্ষ লক্ষ টাকা দিয়ে দলের পদ হোক বা জনপ্রতিনিধি হতে টিকিট কিনছেন, তিনি ক্ষমতা পেলে সেই টাকা সুদে-আসলে তুলতে চাইবেন, এটাই স্বাভাবিক। আর তাই দিকে দিকে এখন তোলাবাজি, দুর্নীতি, সরকারি জমি বিক্রির মতো সিন্ডিকেটের ছড়াছড়ি। আর্থিক সুবিধা আদায়, ধান্দাবাজি ছাড়া রাজনীতির ময়দানে আছেটা কী?

আমাদের দেশে দল এবং সরকারি পদকে ব্যবহার করে ছাত্র, যুব থেকে শুরু করে দলীয় সংগঠনের বেশিরভাগ নেতার সকাল থেকে রাত একটাই লক্ষ্য, টাকা রোজগার। তা সে বেআইনি নির্মাণে মদত দিয়ে হউক, প্রোমোটার বা বড় ব্যবসায়ীকে হুমকি দিয়ে অথবা রিকভারি এজেন্ট হিসাবে কমিশনের মাধ্যমে আয়।বর্তমানে সরকারি চাকুরিহীন রাজ্যে এটি একটি রোজগারের প্রতিষ্ঠিত মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আজ এই সব যুবক- যুবতীদের পিতা-মাতারাও সন্তানদের নতুন এই পেশার কথা বলতে কুণ্ঠিত বোধ করেননা,বরং তাদেরকে বেশ গর্ভের সাথে বলতে শুনেছি তাদের সন্তান কমিশন এজেন্ট।পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বড় বড় বেসরকারি সংস্থাগুলিকেও সরকারি অফিসের কোটি কোটি টাকার টেন্ডার পেতে নেতাদের সিন্ডিকেটে মাথা ঠুকতে হয়।

সেই সংস্থা যতই অভিজ্ঞ হোক, যোগ্যতা যতই বেশি থাকুক, নেতাদের সিন্ডিকেটে দাবিমতো কমিশন না দিলে কাজ পাবেন না। ইদানীং আবার নেতাদের সিন্ডিকেটই তলে তলে কাজ হাতিয়ে নিচ্ছে। নিরুপায় প্রশাসনেরও চোখ বন্ধ। সিন্ডিকেটে থাকা শাসকদলের নেতা-নেত্রীদের বিশ্বাস, পুলিশ তাদের, প্রশাসন তাদের। হুমকি দিলেও কোনও আইনি পদক্ষেপই হবে না। মিডিয়া জানলে একদিন লিখবে বড়জোর দুদিন লিখবে, তারপর সবাই চুপ। তাই   রাজনীতিবিদেরা রাজনীতি থেকে নীতি কথাটিকে বাদ দিয়ে দিয়েছেন,এবং রাজনীতিকে একটি লাভজনক ব্যবসায় পরিণত করে ফেলেছেন ।তাই নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে চলে মান-অভিমান, ক্ষোভ বিক্ষোভ । আর আমরা সাধারণ জনগণ নির্বাচনের সময় নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলির হাজার হাজার কোটির দুর্নীতির গল্প পড়ি ,উপভোগ করি এবং আসন্ন নির্বাচনে তাদেরকে আবার নির্বাচিত করার জন্য প্রস্তুতি নিই।আধুনিক গণতন্ত্রে আমাদের ভূমিকা এতটাই।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


Skin Ageing: ত্বকের বার্ধক্যের জন্য একটি প্রোটিন দায়ী বলছেন বিজ্ঞানীরা

উত্তরাপথ: ত্বকের বার্ধক্য একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা আমরা বড় হওয়ার সাথে সাথে ঘটে থাকে,এক্ষেত্রে বিভিন্ন কারণ এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে পারে। তাদের মধ্যে, সাম্প্রতিক গবেষণায় ত্বকের বার্ধক্যে অবদান রাখার ক্ষেত্রে IL-17 নামক প্রোটিনের ভূমিকার উপর বিজ্ঞানীরা আলোকপাত করেছেন। IL-17, একটি প্রো-ইনফ্ল্যামেটরি সাইটোকাইন ,যা ইমিউন প্রতিক্রিয়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এখন আমরা ত্বকের বার্ধক্যের ক্ষেত্রে IL-17 প্রোটিনের কি এবং ত্বকের উপর এর  প্রভাব সহ ত্বকের যত্ন এবং অ্যান্টি-এজিং চিকিৎসার সম্ভাব্য প্রভাবগুলি অন্বেষণ করব। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top