উত্তরাপথঃ বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন সার্চ ইঞ্জিন গুগল ২৫ বছর পূর্ণ করলো। বুধবার (২৭ সেপ্টেম্বর) গুগলের ২৫তম জন্মদিন। এ উপলক্ষ্যে বিশেষ ডুডল তৈরি করেছে গুগল। ডুডলটিতে ক্লিক করলে এর সম্পর্কে বলা হচ্ছে; তাতে তুলে ধরা হয়েছে গুগলের ২৫তম জন্মদিনের কথা, গুগলের শুরু কীভাবে— এসব তথ্য।এই সার্চ ইঞ্জিনের যাত্রা শুরু হয়েছিল ওয়েব পেজগুলিকে সূচীকরণ এবং পুনরুদ্ধার করার একটি সহজ হাতিয়ার হিসাবে। এটি তার ব্যবহারকারীদের দ্রুত সঠিক অনুসন্ধান ফলাফলের কারণে জনপ্রিয়তা অর্জন করেছে।
১৯৯৮ সালে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে সার্চ ইঞ্জিনটি বাজারে আসার পর থেকেই ব্যবহারকারীদেরকে হাতের মুঠোয় বিশ্ব তথ্য ভাণ্ডারকে এনে দিয়েছে।ব্যবহারকারী্রা পেয়েছে সবজান্তার তকমা।বছরের পর বছর ধরে, সার্চ ইঞ্জিন বেশ কিছু গ্রাউন্ডব্রেকিং অ্যালগরিদম প্রবর্তন করেছে যা এর র্যাঙ্কিং এবং অনুসন্ধানের ফলাফল প্রদর্শনের পদ্ধতিকে পরিবর্তন করেছে। এই উদ্ভাবনগুলি ব্যবহারকারীদের সবচেয়ে প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য তথ্য প্রদান করেছে। গত ২৫ বছরে গুগল পরিণত হয়েছে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন সার্চ ওয়েবসাইটে।
শুধু কী তাই? বদলে দিয়েছে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের ধরনকেই। সারা পৃথিবীতে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে ৫শ’ কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়,এছাড়াও ইমেজ সার্চ, নিউজ সার্চ, ভিডিও সার্চ এবং ম্যাপিং পরিষেবা চালু করেছে। এই সংযোজনগুলি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করেছে এবং একই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য তথ্যের পরিসরকে বৈচিত্র্যময় করেছে।
সার্চ ইঞ্জিনটি ব্যবহারকারীর গোপনীয়তা এবং ডেটা সুরক্ষা সম্পর্কিত তদন্ত এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল৷ গুগল তার প্রতিক্রিয়ায় জানায় তারা কঠোর গোপনীয়তা নীতি বজায় রাখে।এছাড়াও সার্চ ইঞ্জিনটি সার্চ রেজাল্ট ম্যানিপুলেশন, স্প্যাম এবং নিম্ন মানের কন্টেন্ট নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে এবং আরও নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত অনুসন্ধান ফলাফল প্রদান করতে এটি ক্রমাগত তার অ্যালগরিদমগুলিকে পরিমার্জিত করে চলেছে ৷
গুগল সম্প্রতি সার্চ ইঞ্জিন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তিতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে অনুসন্ধানের ফলাফলগুলিকে আরও পরিমার্জিত করতে, ব্যবহারকারীর অভিজ্ঞতা ব্যক্তিগতকৃত করতে এবং ভয়েস অনুসন্ধানের ক্ষমতা উন্নত করতে।আশা করা যায় গুগল তার বিগত 25 বছরের যাত্রার পরবর্তী পর্যায়েও ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন নতুন উদ্ভাবন চালিয়ে যাবে ।
আরও পড়ুন
কৃষ্ণগহ্বরের "ছায়া" ও "ছবি"
ড. সায়ন বসু: ১৭৮৩ সালে ভূতত্ত্ববিদ জন মিচেল (John Michell) ‘ডার্ক স্টার’ (dark stars) শিরোনামে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেন। তার গবেষণা পত্রের বিষয়বস্তু ছিল "বিপুল পরিমাণ ভর বিশিষ্ট কোন বস্তু যার মহাকর্ষের প্রভাবে আলোক তরঙ্গ পর্যন্ত পালাতে পারে না"। এখান থেকেই মূলত কৃষ্ণগহ্বরের (Black Hole) ধারণা আসে এবং এটি নিয়ে গবেষনা ও অনুসন্ধান শুরু হয়। পরবর্তিতে অবশ্য এটি বিজ্ঞান মহলে একটি অযৌক্তিক তত্ত্ব হিসেবে বেশ অবহেলার স্বীকার হয়। আলোর মত কোন কিছু বেরিয়ে আসতে পারবে না এমন একটি তত্ত্ব বিজ্ঞানীদের কাছে বেশ অযৌক্তিক মনে হয়েছিল। তাই ধীরে ধীরে থেমে যায় কৃষ্ণগহ্বর নিয়ে গবেষনা। .....বিস্তারিত পড়ুন
Green Washing থেকে সাবধান
প্রিয়াঙ্কা দত্ত, রঘনাথপুর: আপনি নিশ্চয়ই একজন পরিবেশ সচেতন নাগরিক? যদি নাও হন তবুও বাজার চলতি ভোগ্যপণ্য খরিদ করার সময় আপনি কি এখন একশ শতাংশ প্রাকৃতিক দ্রব্য কিনতেই পছন্দ করেন? এবং কেনেন? প্রসাধন দ্রব্য কেনার সময় কি আপনি নিম ,তুলসী, চন্দন বা গোলাপের নির্যাস যুক্ত জিনিসই কেনেন ? আর জামাকাপড়? একশ শতাংশ পচনশীল পদার্থ দিয়ে তৈরী? টুথ পেস্ট থেকে আরম্ভ করে তেল, সাবান, শাম্পু কিংবা ভোজ্য তেল , ফ্রুট জুস বা খাবার জিনিস! সব কিছুতেই আপনি পরিবেশে বান্ধব প্যাকেজিং এবং সম্পূর্ন প্রাকৃতিক এই লেবেল দেখেই কিনছেন। তাই না? বর্তমান যুগের .....বিস্তারিত পড়ুন
মানভূমে প্রচলিত রাত কহনি
ড. নিমাইকৃষ্ণ মাহাত: পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলে (মানভূম ) সন্ধ্যার ঠিক কিছু পরেই ঠাকুমা , দিদিমা, পিসিমা , মাসিমারা ছোটদের নানা রূপকথা , উপকথা শোনায় যেগুলি ' রাত কহনি ' নামে পরিচিত।এরকম রাত কহনির দু একটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। .....বিস্তারিত পড়ুন
‘প্ৰণাম'প্রকল্পে বিশেষ হেল্প লাইন ব্যবস্থা চালু হল
উত্তরাপথ: কলকাতা শহরে একাকী বসবাসকারী বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য কলকাতা পুলিশের একটি বিশেষ প্রকল্পের নাম 'প্ৰনাম’। বর্তমানে কলকাতা পুলিশের প্রণাম প্রকল্পের অধীন হাজার খানেক একাকী বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন। এবার প্রণাম প্রকল্পকে আরও উন্নত করার জন্য এবার বিশেষ হেল্প লাইন ব্যবস্থা চালু করল কলকাতা পুলিশ। এই হেল্পলাইন নম্বরটি হল ৯৮৭৭৯৫৫৫৫৫। লালবাজার সূত্রের খবর, এই নম্বরটি ২৪ ঘণ্টাই খোলা থাকবে। প্রণামের আওতাধীন যেকোনও সদস্য বা সদস্যা যদি কোনও অসুবিধা বা .....বিস্তারিত পড়ুন