সদ্য সমাপ্ত সর্বশেষ নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল পার্লামেন্টে তিন-চতুর্থাংশ আসন নিয়ে চতুর্থবার ক্ষমতায় ফিরেছেন। ৩০০ আসনের সংসদে হাসিনার দল ২২৩ টি আসন পেয়েছে। প্রাথমিক রিপোর্টে প্রকাশ প্রায় ৪০ শতাংশ ভোটারের উপস্থিতি এবং বিরোধী দলগুলির প্রায় অনুপস্থিতির কারণে নির্বাচনের এই ফলাফল প্রত্যাশা অনুযায়ী ছিল।এখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠন নিশ্চিত।অর্থাৎ এটা বলা যায় যে, নির্বাচনের আগে যে ভিন্ন পরিস্থিতির উদ্ভব হয়েছিল, তার মধ্যেও পরিস্থিতি শেখ হাসিনা ও তার দলের জন্য অনুকূল ছিল এবং তাদের সামনে রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল নগণ্য। তবে এখন দেখার বিষয় শূন্য মাঠে নির্বাচনী বিজয়ের পর যে সরকার ও শাসনব্যবস্থা গঠিত হতে চলেছে তাতে গণতন্ত্র কতটা নিরাপদ থাকবে।
নির্বাচনী মাঠে প্রায় একতরফা লড়াই ও জয়ের পর সেখানে গণতন্ত্রের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। প্রকৃতপক্ষে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ আরও ১৫টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিল। নির্বাচনের আগে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে অনেক বিরোধী নেতা ও তাদের সমর্থকদের গ্রেফতার করা হয় এবং বিরোধী দলগুলির দ্বারা, এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। নির্বাচনে ফলাফলের পর সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি একটি আসনে জয়ী হয়, এগারোটি আসন পায় বাংলাদেশ কল্যাণ পার্টি এছাড়াও ৬২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন।
নির্বাচনের পর সদ্য গঠিত হওয়া নতুন সংসদে বিতর্ক থেকে শুরু করে নীতিগত আলোচনা সবই থাকবে।কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধীদের কণ্ঠ কতটুকু স্থান পাবে?এটা বোঝা কঠিন নয় যে এই প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের এক তরফা বিজয়ের পর সেখানে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হতে পারে এমন শঙ্কা থাকলে তা অকারণ নয়। এভাবে যে কোনো দেশে বিরোধী দল ও তার নেতাদের প্রশ্ন করার জায়গা সীমিত হলে সেখানে গণতন্ত্র লঙ্ঘিত হয়।
তবে শেখ হাসিনা দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে যে সাফল্য পেয়েছেন তার কৃতিত্ব অবশ্যই তিনি দাবী করতে পারেন । গত এক দশকে অর্থনৈতিক সংস্কারের ফলে বাংলাদেশে মাথাপিছু আয় প্রায় তিন গুণ বেড়েছে এবং বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছে।এছাড়াও অবকাঠামো উন্নয়ন সহ দৃঢ় হাতে জঙ্গিবাদের মোকাবিলা করেছেন।কিন্তু বর্তমানে মুদ্রাস্ফীতি থেকে ঋণ দেশের অর্থনৈতিক চিত্রের যথেষ্ট অবনতি করেছে। মার্কিন ডলারের বিপরীতে টাকার ৪০ শতাংশের বেশি অবমূল্যায়ন হয়েছে।
অন্যদিকে বাংলাদেশের দুই শক্তিশালী প্রতিবেশী ভারত ও চীনের সাথে শেখ হাসিনা দক্ষতার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।একদিকে যেমন অবকাঠামো প্রকল্পে চীনা বিনিয়োগ আকর্ষণ করেছে বাংলাদেশ একই সময়ে, ভারত-বিরোধী উপাদানের বিরুদ্ধে হাসিনার দমন-পীড়ন পূর্বাঞ্চলে দিল্লির নিরাপত্তা উদ্বেগকে লাঘব করেছে।তবে হাসিনা সরকারকেও বুঝতে হবে যে অর্থবহ গণতন্ত্র ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা অনিশ্চিত হয়ে পড়তে পারে।এক্ষেত্রে ক্ষমতাশীল দলকে নিশ্চিত করতে হবে যাতে সরকার ও বিরোধীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে এবং পরবর্তী সময়ে বিরোধীরা রাজপথে না নেমে শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী থাকে।
আরও পড়ুন
Green Washing থেকে সাবধান
প্রিয়াঙ্কা দত্ত, রঘনাথপুর: আপনি নিশ্চয়ই একজন পরিবেশ সচেতন নাগরিক? যদি নাও হন তবুও বাজার চলতি ভোগ্যপণ্য খরিদ করার সময় আপনি কি এখন একশ শতাংশ প্রাকৃতিক দ্রব্য কিনতেই পছন্দ করেন? এবং কেনেন? প্রসাধন দ্রব্য কেনার সময় কি আপনি নিম ,তুলসী, চন্দন বা গোলাপের নির্যাস যুক্ত জিনিসই কেনেন ? আর জামাকাপড়? একশ শতাংশ পচনশীল পদার্থ দিয়ে তৈরী? টুথ পেস্ট থেকে আরম্ভ করে তেল, সাবান, শাম্পু কিংবা ভোজ্য তেল , ফ্রুট জুস বা খাবার জিনিস! সব কিছুতেই আপনি পরিবেশে বান্ধব প্যাকেজিং এবং সম্পূর্ন প্রাকৃতিক এই লেবেল দেখেই কিনছেন। তাই না? বর্তমান যুগের .....বিস্তারিত পড়ুন
২০২৩ নির্বাচন কি সত্যি ২০২৪ এর সেমিফাইনাল ?
উত্তরাপথ: ২০২৩ নির্বাচন কি সত্যি ২০২৪ এর সেমিফাইনাল ? না কি কংগ্রেসের কাছে আবার একটু - একটু করে ঘুরে দাঁড়াবার প্রচেষ্টা এবং বিজেপির কাছে মোদী ম্যাজিক যে এখনও অব্যাহত সেটা প্রমান করা। বিজেপির এখন প্রচারের একমাত্র মুখ নরেন্দ্র মোদী। সদ্য সমাপ্ত কর্ণাটক নির্বাচনের পুরো প্রচার হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সহ মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই নিজেও প্রধানমন্ত্রী মোদির নামে ভোট চাইলেন। তার উপরে, প্রধানমন্ত্রী মোদি নিজে .....বিস্তারিত পড়ুন
৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল: হাইকোর্ট ও পর্ষদের টানাপড়েন অব্যাহত
উত্তরাপথ: সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাথমিকের ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আর তাই নিয়ে শুরু হয়েছে যুক্তি ও পাল্টা যুক্তির খেলা। বিচারপতির বক্তব্য পশ্চিমবঙ্গের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সময় এই শিক্ষকেরা অপ্রশিক্ষিত ছিলেন আর এই 'অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের' নিয়োগ করা হয়েছিল পশ্চিমবঙ্গের সরকারী পৃষ্ঠপোষকতা এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে। এই পদ্ধতির ত্রুটির কারণে এই শিক্ষকদের নিয়োগ বাতিল করা হল। .....বিস্তারিত পড়ুন
ChatGPT শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ না অভিশাপ ?
উত্তরাপথ: ChatGPT বর্তমানে একটি বহুল প্রচলিত শব্দ বিশেষকরে ছাত্র-ছাত্রীদের মধ্যে। এবার আসা যাক ChatGPT নিয়ে ছাত্র সমাজের কেন এত আগ্রহ? ChatGPT হল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial intelligence)। OpenAI এটিকে ২০২২ নভেম্বরে বাজারে আনে। এর মাধ্যমে একজন ব্যবহারকারী তার সমস্ত প্রশ্নের উত্তর মুহূর্তে পেতে পারে এছাড়াও এই অ্যাপ ইমেল, প্রবন্ধ সেই সাথে কোড রচনার কাজেও সাহায্য করে। এবার আসাযাক ChatGPT র কাজ প্রসঙ্গে ধরুন আপনি রবীন্দ্রনাথের মত কবিতা লিখতে আগ্রহী অথচ আপনি কবি .....বিস্তারিত পড়ুন