বাংলাদেশে রেস্টুরেন্টে আগুন লেগে পুড়ে মারা গিয়েছেন অন্তত ৪৪ জন

বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় বেইলি রোডে বহুতল ভবনে থাকা একটি রেস্টুরেন্টে আগুন লেগে পুড়ে মারা গিয়েছেন অন্তত ৪৩ জন।এছাড়াও অনেক মানুষ দগ্ধ হয়েছে এবং তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন বলে খবর। আগুনে দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, সাততলার ওই ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্টুরেন্টে থাকা ব্যক্তিরা মারা গিয়েছেন। সেখানে তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান।

তথ্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, দমকলকর্মীরা শপিংমলের ভেতর থেকে মৃতদেহগুলোকে বের করে এনেছে।  সেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নারী ও শিশুসহ ৩৩ জনকে মৃত ঘোষণা করা হয়।  ১০ জনকে ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি’ নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  পুলিশের মহাপরিদর্শক পরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, মোট ৪৪ জনের এই নিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। 

 সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শপিং মলের প্রথম তলার একটি বিখ্যাত রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়।  এরপর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো শপিংমলকে গ্রাস করে।  অনেক রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।  আগুনের কারণে ভবনের ভেতরে আটকা পড়েছেন বহু মানুষ।  শপিং মলে আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি দল গঠন করেছে দমকল বিভাগ।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার এম.ডি.  মাইনুদ্দিন স্থানীয় এক সংবাদ সংস্থাকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেডের বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়েছে। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলকর্মীরা জানিয়েছেন, শপিংমলের ভেতর থেকে অন্তত ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৪২ জন অচেতন।

বাংলাদেশের এক সংবাদ সংস্থার মতে  রাত ৯টা ৪৫ মিনিটে প্রথম তলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত অন্যান্য স্তরে ছড়িয়ে পড়ে যেখানে গ্রাহকরা খাবার খাচ্ছিলেন।  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), জেনারেল আনসার ও আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) সহায়তায় একাধিক ফায়ার ব্রিগেড দল আগুন নেভানোর চেষ্টা করে।সিঁড়ির ধোঁয়া লোকজনকে তাৎক্ষণিকভাবে ভবন থেকে বেরোতে বাধা দেয়, পরিস্থিতিকে সঙ্কটজনক করে তোলে।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


ইঞ্জিনিয়ারড ব্যাকটেরিয়া জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে

উত্তরাপথ: লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরি এবং ইউসি বার্কলে এর সহযোগিতামূলক গবেষণায় গবেষকরা একটি অভিনব ব্যাকটেরিয়া ইঞ্জিনিয়ারড করেছেন যা জ্বালানি, ওষুধ এবং রাসায়নিক উত্পাদনের সময় উত্পন্ন গ্রিনহাউস গ্যাসের নির্গমনকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে ডিকার্বনাইজশন এর মাধ্যমে। সম্প্রতি Nature জার্নালে প্রকাশিত হয়েছে এই আবিষ্কারটি । আর এটি "Carbene Transfer Chemistry in Biosynthesis" নামে পরিচিত । একটি অভিনব প্রতিক্রিয়ার সাথে প্রাকৃতিক এনজাইমেটিক বিক্রিয়াকে সংহত করতে ব্যাকটেরিয়াকে কাজে লাগায়। আর যা সাধারণত জীবাশ্ম .....বিস্তারিত পড়ুন

২০২৩ নির্বাচন কি সত্যি ২০২৪ এর সেমিফাইনাল ?

উত্তরাপথ: ২০২৩ নির্বাচন কি সত্যি ২০২৪ এর সেমিফাইনাল ? না  কি কংগ্রেসের কাছে আবার একটু - একটু  করে ঘুরে দাঁড়াবার প্রচেষ্টা এবং বিজেপির কাছে মোদী ম্যাজিক যে এখনও অব্যাহত সেটা প্রমান করা। বিজেপির এখন প্রচারের একমাত্র মুখ নরেন্দ্র মোদী। সদ্য সমাপ্ত কর্ণাটক নির্বাচনের পুরো প্রচার হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সহ মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই নিজেও প্রধানমন্ত্রী মোদির নামে ভোট চাইলেন। তার  উপরে, প্রধানমন্ত্রী মোদি নিজে .....বিস্তারিত পড়ুন

আগামী ফিল্ম ফেস্টিভ্যালে কি সলমন খানকেও দেখা যাবে কলকাতায় ?

উত্তরাপথ: একেই বলে রথ দেখা কলা বেচা। এলেন ইস্ট বেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে,আর বাড়তি পাওনা হিসেবে পেয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একান্ত সাক্ষাতের সুযোগ।  কালো টয়োটা এসইউভি ডব্লিউবি০২এএন৬৬৪৯ গাড়িতে করে বিকেল ৪টে ২০ মিনিটে পৌঁছেযান মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। অবশ্য রাস্তায় উপচে পড়া ভিড়ের জন্য দু'বার দাঁড়াতে হয়েছিল গাড়িতে থাকা সুপারস্টারকে। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকে সলমন খান। আগেই নিজের টালির চালার বাড়ির সামনে আটপৌড়ে শাড়িতে অপেক্ষায় .....বিস্তারিত পড়ুন

Scroll to Top