মমতার স্বপ্নের “ধনধান্য” উদ্বোধন

উত্তরাপথ

কলকাতার আলিপুরে উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ধনধান্য অডিটোরিয়ামের। বিশাল এই অডিটোরিয়ামের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মতে ৪৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ইনডোর সুবিধাযুক্ত ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন আমাদের রাজ্যের অগ্রগতি ও উন্নয়নের প্রতীক।
তাঁর নিজের বিধানসভা কেন্দ্র কলকাতার আলিপুরে নির্মিত ‘ধনধান্য’ অডিটোরিয়াম। শঙ্খের আদলে তৈরি এই সাত তলা এই অডিটোরিয়ামের ভিতরে রয়েছে লোহার কাঠামো। উপরে মূল্যবান জিঙ্ক শীট। এই জিঙ্ক এসেছে জার্মানি থেকে। আর বিশেষ আলো আনা হয়েছে জাপান থেকে। এখান থেকে রংবেরঙের আলো বের হবে। এখানে ৩০০ জনের বসার জন্য একটি ‘স্ট্রিট থিয়েটার’ রয়েছে। এছাড়াও ৫১০ ফুট লম্বায় ও ২১০ ফুট চওড়া প্রেক্ষাগৃহ রয়েছে। ছতলায় দুহাজার আসন বিশিষ্ট একটি সভাগৃহ নির্মাণ করা হয়েছে। ৫৪০ আসন বিশিষ্ট আরও একটি সভাগৃহ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান এর জন্য বাঙ্কোয়েট এবং ফুড পার্কের ব্যবস্থা রয়েছে। সেইসাথে অত্যাধুনিক গাড়িপার্কিং -এর ব্যবস্থা রয়েছে।
আমাদের রাজ্যের এই অগ্রগতি ও উন্নয়ন যেদিন কলকাতা কেন্দ্রীক না হয়ে বিভিন্ন জেলামুখী হবে সেদিন প্রকৃত আর্থে রাজ্যের উন্নয়ন হবে কারণ উন্নয়নের সুফল সারা রাজ্যের লোক প্রত্যক্ষ করতে পারবে।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


Scroll to Top