প্রীতি গুপ্তাঃ– CAA কি বিজেপিকে কোনও রাজনৈতিক সুবিধা এনে দেবে? নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) দিনকয়েক আগে ভারতে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে, যা দেশজুড়ে বিতর্কের ঢেউ উঠেছে। ২০১৯ সালের ডিসেম্বরে ভারতীয় সংসদ কর্তৃক পাস হওয়া এই আইনটির লক্ষ্য আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলি থেকে নির্যাতিত সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা।যদিও সরকারের দাবি যে CAA ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে আসাদের সাহায্য করার জন্য একটি মানবিক আইন, কিন্তু সমালোচকদের যুক্তি এই আইনটিতে মুসলিম অভিবাসীদের প্রতি বৈষম্য করা হয়েছে এবং ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতিগুলি লঙ্ঘন করা হয়েছে।
নির্বাচনের আগে সিএএ বাস্তবায়নকে ঘিরে মূল প্রশ্নগুলির মধ্যে একটি হল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) (CAA) এর থেকে কোনও রাজনৈতিক সুবিধা পাবে কিনা। কেউ কেউ বলছেন লোকসভা ভোটের আগে মোদির এটি মাস্টারস্ট্রোক । সত্যিই তাই? হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা এবং ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের প্রান্তিক করার প্রচেষ্টার জন্য বিজেপি দীর্ঘদিন ধরে সমালোচিত হয়েছে। CAA কে সেই এজেন্ডার একটি ধারাবাহিকতা হিসাবে দেখা হচ্ছে বিরোধী দলগুলির দ্বারা। যার ফলে অনেকেই বিশ্বাস করে যে বিজেপি তার মূল হিন্দু জাতীয়তাবাদী ভিত্তি থেকে সমর্থন পেতে একটা বড় অংশের ভোট হারাতে পারে।এই আইন প্রসঙ্গে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি কোনও বৈষম্য হয়, সেই জিনিস আমরা মানি না।অন্যদিকে বিজেপি শিবিরের আশ্বাস, সিএএ কার্যকর হলে একজনের কাছ থেকেও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না।
এখন প্রশ্ন ২০১৯ সালে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন ঠিক কেন লোকসভা নির্বাচনের আগে কার্যকর করা হল। কি আছে এই আইনটিতে ? CAA-এর মূল রূপ বলে যে ভারতের প্রতিবেশী দেশগুলি থেকে আসা সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলি সহজেই নাগরিকত্ব পাবে।এতে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ও পার্সি ধর্মের মানুষের কথা উল্লেখ রয়েছে।কিন্তু সিএএ কার্যকর হওয়ার পরে, প্রশ্ন উঠছে দেশে সিএএ কার্যকর হওয়ায় কারও ক্ষতি হবে কিনা এবং এই সিএএ আইনের ফলে যারা অনেক উপকৃত হতে চলেছেন তারা কারা।CAA-এর অধীনে ভারতে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি ইহুদি শরণার্থীরা নাগরিকত্ব পাবেন। কিন্তু এর অর্থ এমন নয় যে সিএএ-এর অধীনে বিশ্বের কোনও দেশের অমুসলিম উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে, CAA এর অধীনে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সহ নির্যাতিত অমুসলিম অভিবাসীরা যারা ৩১ ডিসেম্বর, ২০১৪ এর আগে ভারতে বসতি স্থাপন করেছিল, তারাই কেবল ভারতীয় নাগরিকত্ব পাবে।
CAA আসার সাথে সাথে কেউ কি তাদের নাগরিকত্ব হারাবে? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এটি মুসলিম প্রতিবেশী দেশগুলি থেকে সেইদেশের সংখ্যালঘু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার একটি আইন। CAA কার্যকর হওয়ার পরে, কোনও ভারতীয় নাগরিকের নাগরিকত্ব হারানোর কোনও সম্ভাবনা নেই। উল্টোদিকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, ‘ যদি CAA দেখিয়ে, NRC নিয়ে এসে কারও, যাঁরা এখানকার নাগরিক, তাঁদের নাগরিকত্ব ক্যানসেল করা হয়, তা হলে কিন্তু আমরা কেউ চুপ থাকব না। আমরা জোরালভাবে এটার প্রতিবাদ করব। আর CAA এর নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেব না। ‘
পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে সিএএ বরাবরই গুরুত্বপূর্ণ ফ্য়াক্টর! তার কারণ মতুয়া ভোট। ২০১১ সাল থেকে এই মতুয়া ভোটের সিংহভাগই ছিল তৃণমূলের দখলে। কিন্তু ২০১৯-এর লোকসভায় সেই হিসেব বদলে যায়। বনগাঁ এবং রানাঘাট – মতুয়া অধ্যুষিত ২টি লোকসভা কেন্দ্রই তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে। বাংলার অন্তত ৭৪টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৩১টি সংরক্ষিত বিধানসভা আসনে তো কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোটব্যাঙ্ক।
তাই CAA চালু হওয়ার ফলে কি বদলে যেতে পারে বাংলার ভোটের সমীকরণ? সামগ্রিকভাবে, সিএএ বাস্তবায়ন শেষ পর্যন্ত বিজেপিকে রাজনৈতিকভাবে উপকৃত করবে কিনা তা দেখার বিষয়। যদিও আইনটি বিজেপির মূল হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী আদর্শের অনুরূপ, কিন্তু এই আইনটির বিরোধিরা ভারতে ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের প্রতি বিজেপির দায়বদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।আগামীদিনে CAA কি বিজেপিকে আদৌ কোনও রাজনৈতিক সুবিধা এনে দিতে পারবে ? সেটা দেখতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন
মতুয়া আন্দোলনের এক মনোগ্রাহী ভাষ্য
অরবিন্দ পুরকাইত: আপাত বা গভীর কোনও স্তরেই তেমন কিছু তফাৎ পরিলক্ষিত না হলেও, বর্ণবাদী সমাজে একই পাড়ায় একেবারে প্রায় পাশাপাশি কেবল বিশেষ বিশেষ ঘরে জন্মানোর নিমিত্ত - শিক্ষাদীক্ষা পরের কথা – ভূমিষ্ঠ হওয়া থেকেই আজীবন একজন শ্রদ্ধা-ভক্তি-প্রণাম পাওয়ার অদৃশ্য শংসাপত্রের অধিকারী আর অন্যজনের সেবা-শ্রদ্ধা-ভক্তির অদৃশ্য দাসখতের দায়বদ্ধতা! কেন-না সৃষ্টিলগ্নেই একজন প্রজাপতি ব্রহ্মার মুখনিসৃত আর অন্যজন পদজ যে! সুতরাং মুখ থাকবে সবার উপরে, সবার নিচে পা – এতে অস্বাভাবিকতা বা আশ্চর্যের তো কিছু নেই! কিন্তু কেবল সেবা-শ্রদ্ধাতেই সব মিটে .....বিস্তারিত পড়ুন
সীমানা
অসীম পাঠক: কল্লোলিনী তিলোত্তমার অভিজাত বেলভিউ নার্সিং হোমের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে শোরগোল পড়ে গেলো, ডাক্তার নার্স সবার ছুটোছুটি। সিনিয়র ডক্টর মিঃ লাহিড়ী সব শুনে চমকে গেলেন, অস্ফুটে গলা থেকে বেরোলো তাঁর "ইটস এ রেয়ার কেস অফ মেডিক্যাল সায়েন্স "। তারপর স্টেথো টা ঝুলিয়ে রিভলভিং ছেড়ে উঠতে উঠতে বললেন , " ইমিডিয়েট বাড়ির লোকেদের খবর দিন " …..বিশ্বজিৎ মজুমদার কুড়ি বছর কোমাতে। আজ ই রেসপন্স করছেন ।সবাই যখন হাল ছেড়ে দিয়েছে ,জন্ম মৃত্যুর সীমানা থেকে তিনি তখন জেগে উঠেছেন, অবচেতনের সব জাগতিক অনুভূতি থেকে .....বিস্তারিত পড়ুন
ইঞ্জিনিয়ারড ব্যাকটেরিয়া জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে
উত্তরাপথ: লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরি এবং ইউসি বার্কলে এর সহযোগিতামূলক গবেষণায় গবেষকরা একটি অভিনব ব্যাকটেরিয়া ইঞ্জিনিয়ারড করেছেন যা জ্বালানি, ওষুধ এবং রাসায়নিক উত্পাদনের সময় উত্পন্ন গ্রিনহাউস গ্যাসের নির্গমনকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে ডিকার্বনাইজশন এর মাধ্যমে। সম্প্রতি Nature জার্নালে প্রকাশিত হয়েছে এই আবিষ্কারটি । আর এটি "Carbene Transfer Chemistry in Biosynthesis" নামে পরিচিত । একটি অভিনব প্রতিক্রিয়ার সাথে প্রাকৃতিক এনজাইমেটিক বিক্রিয়াকে সংহত করতে ব্যাকটেরিয়াকে কাজে লাগায়। আর যা সাধারণত জীবাশ্ম .....বিস্তারিত পড়ুন
স্বপ্নপূরণ না হলেও জ্যাভিলিনে সোনা জিতলেন নীরজ
উত্তরাপথ: দোহায় ডায়মন্ড লিগে জ্যাভিলিনে সোনা জিতলেন নীরজ চোপড়া কিন্তু তার জ্যাবলিনে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করার স্বপ্নপূরণ হল না । দোহায় তার জ্যাভিলিন থামল ৮৮.৬৭ মিটার দূরত্ব অতিক্রম করে। গতবছরও এই লিগে প্রথম পদক জিতেছিলেন নীরজ। দোহার সুহেম বিন হামাদ স্টেডিয়ামে প্রথমবার জ্যাভলিন ছুড়েই চমক দেন নীরজ। প্রথমবারেই তার জ্যাভলিন চলে যায় ৮৮.৬৭ মিটার। ২০২২ সালে জুরিখের ডায়মন্ড লিগে সফলতা হয়েছিলেন নীরজ এবং টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনি। তার লক্ষ্য ছিল ৯০ মিটারের গণ্ডি পেরনোর কিন্তুসেই লক্ষ্য .....বিস্তারিত পড়ুন