ফ্লিম রিভিউ – ফাইটার

প্রীতি গুপ্তাঃঅবশেষে মুক্তিপেল বছরের প্রথম বিগবাজেটের ছবি ফাইটার। দীপিকা-হৃত্বিকের জুটির প্রথম ছবি ফাইটার। প্রথম রিভিউতেই বাজিমাৎ করেছে ফাইটার। বলিউড সেলেব থেকে আমজনতা সকলেই মুগ্ধ দীপিকা-হৃত্বিকের কেমিস্ট্রিতে। তার সঙ্গে ভরপুর অ্যাকশন।নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবিটিকে পয়সা উসুল ছবি বলে দাবি করেছেন দর্শকরা।একেবারে অ্যাকশন বিনোদনে ঠাসা। পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মহম্মদ-এর মর্মান্তিকভাবে পুলওয়ামা হামলা চালানোর মাত্র কয়েকদিন আগের ২০১৮-র প্রেক্ষাপটে ছবিটি তৈরি হয়। তবু কিছু প্রশ্ন থেকেই গেল।

সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে, বিমান কর্মকর্তাদের সেরা দল কম্যান্ডিং অফিসার রাকেশ জয়সিং ওরফে রকি (অনিল কপুর) এর নেতৃত্বে একত্রিত হয়ে এয়ার ড্রাগন নামে একটি ইউনিট গঠন করে। এই দলে স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নি (দীপিকা পাডুকোন) স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটি (হৃত্বিক রোশন), স্কোয়াড্রন লিডার সরতাজ সিং ওরফে তাজ (করণ সিং গ্রোভার), স্কোয়াড্রন লিডার বশির খান ওরফে বাশ (আকস) রয়েছে।

ছবির প্রেক্ষাপট অনুযায়ী ফাইটারে তেমন নতুন কিছু নেই, যা আগে কখনও দর্শক দেখেননি। হিন্দি সিনেমার তালিকায় আরও একটি চলচ্চিত্র, যা তৈরি হয়েছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। বেশ কয়েকটি সংলাপ আপনাকে কিছুটা অস্বস্তি বোধ করাতে পারে। তার কারণ মাঝেমধ্যেই মনে হতে পারে আরে এসব ডায়লগ তো আমার আগেও শোনা।

ছবির আরও একটি দুর্বল অংশ হল দ্বিতীয়ার্ধের গতি। যা ক্লাইম্যাক্সে পৌঁছনোর আগেই খানিক লুট পুট গ্যায়া। যুদ্ধ দেখে খানিক ক্লান্তি লাগবে বৈকি। মনে হবে ভারতকে নিজের প্রমাণিত করার এটা নবম পুনরাবৃত্তি। আরও বেশকিছু দৃশ্য খানিক অবাক করবে। হৃত্বিক একজন সন্ত্রাসীকে হাতের মুঠোয় নিয়ে আসা। যুদ্ধে যাওয়ার মতো আরও কয়েকটি জিনিস। যাই হোক ফাইটার যদিও 3D তে মুক্তি পাবে। তবে মনে হয় না 3D-তে দেখার খুব প্রয়োজন আছে।

 এতসব ত্রুটি সত্ত্বেও, ফাইটার বেশ চটকদার এবং স্মার্ট কাজ। বেশ ছক কষে তৈরি বলা যায়। পাকিস্তানের ফাইটার জেটের মধ্যে লড়াই। প্রতিপক্ষকে আক্রমণ করার কৌশল, বিভিন্ন স্টান্ট, যুদ্ধের দৃশ্য অনেক বেশি উত্তেজনায় ভরিয়ে তোলে।ফাইটার প্রযুক্তিগত দিক থেকেও বেশ আকর্ষনীয়। সচিথ পাওলোসের সিনেমাটোগ্রাফি বেশ ভালো। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় হৃত্বিক এবং দীপিকার মধ্যে রসায়ন দেখার সুযোগ হয়েছে দর্শকের। শত্রুর বুলেটের মুখোমুখি হওয়া বা কিছু আবেগঘন দৃশ্যে সবেতেই তাঁদেরকে সাম্প্রতিক সময়ের সেরা অন-স্ক্রিন জুটি বলে মনে করা হচ্ছে তাঁদের। দীপিকাকে ছবিতে ভীষণই গর্জিয়াস দেখিয়েছে। যা দর্শকের নজর কেড়েছে বলা চলে। পাঠান এবং ফাইটারের পরে, এখনই সময় এসেছে অভিনেত্রীকে অ্যাকশন চরিত্রে যোগ্য জায়গা দেওয়ার।

চমৎকার বিনোদনকারী ভাবলে খানিক ভুল ভাবা হবে। তবে ফাইটার— অ্যাকশন, নাটক, গান, রোম্যান্স এবং এমনকী আবেগেরও মিশেল। তবে ছুটি মরসুমে হৃত্বিক ভক্তেরা একবার দেখে আসতেই পারেন।বলিউডে এই প্রথম হৃত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এই পরিচালকের সঙ্গে একাধিক ছবি করেছেন দুই অভিনেতা তবে সেটা আলাদা আলাদা। একসঙ্গে কখনও কোনও ছবিতে কাজ করেননি তাঁরা। ভারতীয় বায়ুসেনাকে নিয়ে ছবিটি তৈরি করেছেন। যেখানে পাকিস্তানে জঙ্গি দমনে বায়ুসেনার দক্ষতা তুলে ধরা হয়েছে। কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা দেশকে রক্ষা করেন সেই প্রেক্ষাপটেই ছবিটি তৈরি হয়েছে।

২০২৪-র প্রথম বিগ বাজেটের ছবি ফাইটার। ২৬ জানুয়ারির উইকেন্ডকে সামনে রেখে একেবারে যতার্থ টপিকেই মুক্তি পেয়েছে ছবিটি। সেকারণে প্রথম থেকেই অ্যাডভান্স বুকিংয়ে জোয়ার এসেছিল। মুক্তির আগে ১ কোটি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। যদিও গতবারে বক্স অফিসের রেকর্ড ব্রেক করে ফেলেছে একাধিক ছবি। বিশেষ করে শাহরুখ খানের সিনেমা। সেকারণে গতবছরকে শাহরুখ খানের বছর বলা হচ্ছে। একসঙ্গে তিনটি ছবি মুক্তি পেয়েছিল। এবং তিনটি ছবিই বক্স অফিসে বিপুল ব্যবসা করেছে। শাহরুখ খানের জওয়ানকে গত বছরের সবচেয়ে লাভজনক ছবি বলা হচ্ছে।

এই বছরে প্রথম বলিউডের মেগা বাজেটের ছবি মুক্তি পেল। গতবার সিদ্ধার্থ আনন্দের পাঠান বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। ফাইটার ছবি সেটা পারে কিনা সেটাই দেখার। তবে ছবিটি দেখার জন্য গতকাল রাতে বলিউড তারকারা উপস্থিত হয়েছিলেন। তাতে ছিলেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। তিনি তাঁর বান্ধবীদের নিয়ে দেখতে গিয়েছিলেন সিনেমাটি। হৃত্বিকের অ্যাকশনে মুগ্ধ তিনি। অন্যদিকে হৃত্বিকের বাবা রাকেশ রোশনও গিয়েছিলেন সেটি দেখতে। তিনিও ছেলের অভিনয়ের প্রশংসা করেছেন।

এতো গেল পরিবারের কথা কিন্তু আসল যাঁদের জন্য সিনেমা সেই জনতা কী বলছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হই হই শুরু হয়ে গিয়েছে ছবিটি নিয়ে। সোশ্যাল মিডিয়ায় সকলেই দাবি করেছেন একেবারে পয়সা উসুল সিনেমা ফাইটার। টিকিট কেটে সিনেমা দেখতে গিয়ে আফশোস হবে না। অ্যাকশনে ফরপুর তার উপরে দীপিকা-হৃত্বিককে অসাধারণ মানিয়েছে ছবিটি। প্রথম দিনেই বক্স অফিসে ২৫ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে ফাইটার।

যদিও মধ্য প্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ হয়েছে ফাইটার। তবে দুবাইয়ে মুক্তি পেয়েছে ছবিটি। একসঙ্গে আমেরিকা এবং ব্রিটেনেও মুক্তি পাবে ছবিটি। মধ্য প্রাচ্যের দেশগুলিতে মুক্তি না পাওয়ার কারণে গ্লোবাল বক্স অফিস কালেকশনে একটু হলেও ধাক্কা খাবে ছবিটি। সাত সকালেই সিনেমা হলে প্রথম শো দেখতে পৌঁছে গিয়েছিলেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় প্রথম শো দেখার হুল্লোরের ভিডিও শেয়ার করেছেন অনেকে। তাতে দেখা গিয়েছে ছবির গানের সঙ্গে দর্শকরাও নাচতে শুরু করেছেন সিনেমা হলে।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


WORLD CUP 2023: আফগানিস্তান  ১৫ সদস্যের দল ঘোষণা করল,অধিনায়কত্ব করবেন হশমতুল্লাহ শাহিদি   

উত্তরাপথঃ আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ২০২৩-এর জন্য একটি শক্তিশালী ১৫ সদস্যের দল ঘোষণা করেছে,এই দলে ফিরেছেন নবীন-উল-হক। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ,চলবে১৯ নভেম্বর পর্যন্ত।  এই বিশ্বকাপে আফগানিস্তানের দলে ফিরেছেন নবীন-উল-হক, যিনি এশিয়া কাপে দলের অংশ ছিলেন না।১৫ সদস্যের আফগান দলের অধিনায়কত্ব করবেন হশমতুল্লাহ শাহিদি ।একই সময়ে, ২৩ বছর বয়সী অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই, যিনি এশিয়া কাপের দলে ছিলেন না, তিনিও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। .....বিস্তারিত পড়ুন

রেলওয়ে ইউনিয়নের নতুন সূচনা, গান গেয়ে মানসিক চাপ দূর করছেন রেলের কর্মচারীরা

উত্তরাপথঃ আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরি করেন, তাহলে এই খবর আপনাকে স্বস্তি দেবে।কারণ ভারতীয় রেলওয়ের বৃহত্তম শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া রেলওয়েম্যানস ফেডারেশন (এআইআরএফ) এবং নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন কর্মক্ষেত্রে কর্মীদের উপর ক্রমবর্ধমান চাপ কমাতে এক অনন্য উদ্যোগ শুরু করেছে।তারা তাদের কর্মীদের গান গেয়ে তাদের মানসিক চাপ দূর করতে পরামর্শ দিচ্ছে।    এআইআরএফ-এর সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুকেশ মাথুরের নির্দেশে, জয়পুর এবং অন্যান্য শহরের কর্মচারীরা একটি মাঠে জড়ো হয় এবং সেখানে তারা গান গায় এবং আন্তাক্ষিরি খেলে। .....বিস্তারিত পড়ুন

গ্লোবাল ওয়ার্মিং রিপোর্ট: ২০২৩ বৈশ্বিক উষ্ণতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন

উত্তরাপথঃ সারা বিশ্ব যখন বিশ্ব উষ্ণায়নের কেন্দ্র করে শুরু হওয়া জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেই সময়, ২০২৩ বৈশ্বিক উষ্ণতা নিয়ে একটি উদ্বেগজনক প্রতিবেদন আমাদের সামনে নিয়ে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্র ৮ আগস্ট যে পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরেছেন,তাতে আগামী দিনের ভয়াবহ পরিণতির জন্য বিশ্ববাসীকে সতর্কবাণী শুনিয়েছেন।এখনও পর্যন্ত সারা বিশ্বে তাপ তরঙ্গ এবং দাবানলের জন্য ২০১৯ সালের জুলাই মাসটিকে চিহ্নিত করা হত । কিন্তু এবছর জুলাই মাসের তাপমাত্রা গত ২০১৯ সালের থেকেও ০.৩৩ সেন্টিগ্রেড বেশি ছিল EU-এর কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বলেছেন, "গত ১২০,০০০ বছর ধরে পর্যবেক্ষণমূলক রেকর্ড এবং প্যালিওক্লাইমেট রেকর্ড এক সাথে সমন্বয় করে বিশ্লেষণ করলেও এত গরম ছিল না।" .....বিস্তারিত পড়ুন

মহারানী পদ্মাবতী এবং জোহরের ঐতিহ্য: সাহস ও আত্মত্যাগের এক গল্প

উত্তরাপথঃ ভারতের ইতিহাসে, এমন অনেক গল্প রয়েছে যা সময়কে অতিক্রম করে আমাদের সম্মিলিত চেতনায় এক অমোঘ চিহ্ন রেখে যায়। তেমনই একটি গল্প মহারানী পদ্মাবতী ও জোহরের ঐতিহ্য। সাহস, সম্মান এবং ত্যাগের এই গল্প প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং আমাদের কল্পনাকে মুগ্ধ করে চলেছে।ভারতীয় ইতিহাসের পাতায় অত্যন্ত সুন্দরী ও সাহসী মহারানী পদ্মাবতী'র উল্লেখ আছে।  রানী পদ্মাবতী রানী পদ্মিনী নামেও পরিচিত।  রানী পদ্মাবতীর পিতা ছিলেন সিংহল প্রদেশের (শ্রীলঙ্কা) রাজা গন্ধর্বসেন।ইতিহাসে রানী পদ্মিনী তার ব্যতিক্রমী সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং বীরত্বের জন্য পরিচিত হলেও, তিনি করুণা এবং শক্তির প্রতীক হিসেবেও পরিচিত ছিলেন। দিল্লির শক্তিশালী শাসক আলাউদ্দিন খিলজি তার অতুলনীয় সৌন্দর্যের কথা শুনে তাকে অধিকার করার সংকল্প করেছিলেন। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top