৫০ বছর পর ভারত বাংলাদেশকে ৫৬ একর জমি হস্তান্তর করেছে, বিনিময়ে পেয়েছে ১৪ একর জমি

উত্তরাপথঃ ৫০ বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে ভূমি বিনিময় হয়েছে। বাংলাদেশের মানুষ একে ঈদ উপহার বলে অভিহিত করেছে। সীমান্ত ঠাকুরগাঁওয়ের রানীশাঁকোই উপজেলার ৫৬ দশমিক ৮৬ একর জমি বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত। জবাবে ভারতও বাংলাদেশের কাছ থেকে ১৪ দশমিক ৬৮ একর জমি অধিগ্রহণ করেছে।

ভারতের পক্ষ থেকে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) এবং বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর মধ্যে পতাকা বৈঠকে জমি বিনিময় হয়। ১৯৭৪ সালে ভারত-বাংলাদেশের মধ্যে জমি বিনিময়ের চুক্তি হয়েছিল, কিন্তু ঠাকুরগাঁওয়ের রানীশাঁকোই এর বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভারত থেকে বাংলাদেশ প্রাপ্ত জমিকে এখন খাস খতিয়ান (সরকারি জমি) বলা হবে। এই জমির মধ্যে ৪৮.১২ একর চাষযোগ্য, ৬.৮৭ একর চা বাগানের অধীনে এবং ১.৮৭ একর চাষের অধীনে রয়েছে। বিজিবি ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, দুই দেশের মধ্যে ভূমি বিনিময় হয়েছে সৌহার্দ্যপূর্ণভাবে। ঈদের উপহার পেলাম। এজন্য আমরা বিএসএফকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত আমরা ভারতের এই অংশে আমাদের জমি সম্পর্কে বড়দের কাছ থেকে শুনতাম, এখন আমরা সেখানে গিয়ে কৃষিকাজ করতে পারব।

আরও আটটি জেলায় জরিপের মাধ্যমে জমি বণ্টন করা হবে।বাংলাদেশের আরও ৮টি জেলায় জমি বন্টনের জন্য সমীক্ষার প্রস্তাব করা হয়েছে। এতে দুই দেশের মধ্যে জমি বণ্টন করা সম্ভব হবে। বিএসএফ, বিজিবির পাশাপাশি অন্যান্য সংস্থাও জরিপে যুক্ত হবে। বছরের শেষ নাগাদ জরিপ শেষ হবে।

প্রসঙ্গত বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিরোধী দলগুলোর কথিত ‘ইন্ডিয়া আউট’ প্রচারণার বিষয়ে নীরবতা ভেঙেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বাংলাদেশের তেজগাঁওয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিরোধীদের কটাক্ষ করে বলেন – তাদের (বিরোধী নেতাদের) স্ত্রীদের কয়টি ভারতীয় শাড়ি আছে? সেই লোকেরা যখন তাদের পার্টি অফিসের বাইরে তাদের স্ত্রীর শাড়ি পোড়াবে, তখনই প্রমাণিত হবে যে তারা ভারতে তৈরি পণ্য বয়কট করছে।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


আগামী ফিল্ম ফেস্টিভ্যালে কি সলমন খানকেও দেখা যাবে কলকাতায় ?

উত্তরাপথ: একেই বলে রথ দেখা কলা বেচা। এলেন ইস্ট বেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে,আর বাড়তি পাওনা হিসেবে পেয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একান্ত সাক্ষাতের সুযোগ।  কালো টয়োটা এসইউভি ডব্লিউবি০২এএন৬৬৪৯ গাড়িতে করে বিকেল ৪টে ২০ মিনিটে পৌঁছেযান মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। অবশ্য রাস্তায় উপচে পড়া ভিড়ের জন্য দু'বার দাঁড়াতে হয়েছিল গাড়িতে থাকা সুপারস্টারকে। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকে সলমন খান। আগেই নিজের টালির চালার বাড়ির সামনে আটপৌড়ে শাড়িতে অপেক্ষায় .....বিস্তারিত পড়ুন

কৃষ্ণগহ্বরের "ছায়া" ও "ছবি"

ড. সায়ন বসু: ১৭৮৩ সালে ভূতত্ত্ববিদ জন মিচেল (John Michell) ‘ডার্ক স্টার’ (dark stars) শিরোনামে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেন। তার গবেষণা পত্রের বিষয়বস্তু ছিল "বিপুল পরিমাণ ভর বিশিষ্ট কোন বস্তু যার মহাকর্ষের প্রভাবে আলোক তরঙ্গ পর্যন্ত পালাতে পারে না"। এখান থেকেই মূলত কৃষ্ণগহ্বরের (Black Hole) ধারণা আসে এবং এটি নিয়ে গবেষনা ও অনুসন্ধান শুরু হয়। পরবর্তিতে অবশ্য এটি বিজ্ঞান মহলে একটি অযৌক্তিক তত্ত্ব হিসেবে বেশ অবহেলার স্বীকার হয়। আলোর মত কোন কিছু বেরিয়ে আসতে পারবে না এমন একটি তত্ত্ব বিজ্ঞানীদের কাছে বেশ অযৌক্তিক মনে হয়েছিল। তাই ধীরে ধীরে থেমে যায় কৃষ্ণগহ্বর নিয়ে গবেষনা। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top