বাংলাদেশে রেস্টুরেন্টে আগুন লেগে পুড়ে মারা গিয়েছেন অন্তত ৪৪ জন

বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় বেইলি রোডে বহুতল ভবনে থাকা একটি রেস্টুরেন্টে আগুন লেগে পুড়ে মারা গিয়েছেন অন্তত ৪৩ জন।এছাড়াও অনেক মানুষ দগ্ধ হয়েছে এবং তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন বলে খবর। আগুনে দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, সাততলার ওই ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্টুরেন্টে থাকা ব্যক্তিরা মারা গিয়েছেন। সেখানে তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান।

তথ্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, দমকলকর্মীরা শপিংমলের ভেতর থেকে মৃতদেহগুলোকে বের করে এনেছে।  সেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নারী ও শিশুসহ ৩৩ জনকে মৃত ঘোষণা করা হয়।  ১০ জনকে ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি’ নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  পুলিশের মহাপরিদর্শক পরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, মোট ৪৪ জনের এই নিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। 

 সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শপিং মলের প্রথম তলার একটি বিখ্যাত রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়।  এরপর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো শপিংমলকে গ্রাস করে।  অনেক রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।  আগুনের কারণে ভবনের ভেতরে আটকা পড়েছেন বহু মানুষ।  শপিং মলে আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি দল গঠন করেছে দমকল বিভাগ।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার এম.ডি.  মাইনুদ্দিন স্থানীয় এক সংবাদ সংস্থাকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেডের বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়েছে। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলকর্মীরা জানিয়েছেন, শপিংমলের ভেতর থেকে অন্তত ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৪২ জন অচেতন।

বাংলাদেশের এক সংবাদ সংস্থার মতে  রাত ৯টা ৪৫ মিনিটে প্রথম তলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত অন্যান্য স্তরে ছড়িয়ে পড়ে যেখানে গ্রাহকরা খাবার খাচ্ছিলেন।  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), জেনারেল আনসার ও আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) সহায়তায় একাধিক ফায়ার ব্রিগেড দল আগুন নেভানোর চেষ্টা করে।সিঁড়ির ধোঁয়া লোকজনকে তাৎক্ষণিকভাবে ভবন থেকে বেরোতে বাধা দেয়, পরিস্থিতিকে সঙ্কটজনক করে তোলে।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


সু-স্বাস্থের জন্য ক্যালোরি গ্রহণ প্রয়োজন,কিন্তু সমস্ত খাবারে ক্যালোরির মাত্রা সমান থাকে না

উত্তরাপথঃসু-স্বাস্থের জন্য ক্যালোরি গ্রহণ প্রয়োজন ,কিন্তু কিভাবে একজন ব্যক্তি তার সঠিক ওজন এবং সামগ্রিক স্বাস্থ্যর মধ্যে ভারসাম্য রাখতে পারে । অনেক লোক বিশ্বাস করে যে ক্যালোরি গণনা সাফল্যের চাবিকাঠি। এক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ তা হল সঠিক মাপে ক্যালোরি গ্রহণ , কিন্তু সমস্ত খাবারে ক্যালোরির মাত্রা সমান থাকে না।আমরা যে খাবার গ্রহণ করি তা আমাদের শরীর প্রক্রিয়া করে সেটিকে ক্যালোরিতে রুপান্তরিত করে । পরে আমরা সেই ক্যালোরিকে ব্যবহার করে বিভিন্ন কাজ করে থাকি।এই বিষয়ে কথা বলার জন্য, আমরা একজন নিবন্ধিত ডায়েটিশিয়ানের কাছে প্রশ্ন রাখি  আমরা যে ধরনের খাবার খাই তা আমাদের শরীরের জন্য কেন গুরুত্বপূর্ণ। .....বিস্তারিত পড়ুন

পোল্ট্রি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে নতুন জিন প্রযুক্তি

উত্তরাপথ - পোল্ট্রি শিল্পে পুরুষ ছানা মারার অভ্যাস দীর্ঘকাল ধরে নৈতিক উদ্বেগের বিষয়।পরিসংখ্যানে প্রকাশ প্রতি বছর পোলট্রিগুলিতে ৭ বিলিয়ন পুরুষ ছানাকে হত্যা করা হয়।কারণ পুরুষ ছানারা ডিম দিতে পারে না সেই সাথে তারা  মাংসের জন্যও উপযুক্ত না হওয়ার কারণে,তারা অর্থনৈতিকভাবে অলাভজনক বলে বিবেচিত হয় । সেই কারণে ডিম ফোটার পরপরই তাদের euthanized করা হয়।এবার এই সমস্যা সমাধানে মধ্য ইস্রায়েলের Yuval Cinnamon এর গবেষণাগারে এক নতুন প্রযুক্তি আবিষ্কার করা হয় যার দ্বারা সমস্ত ছানাই মহিলা হবে।এক্ষেত্রে পুরুষ ছানাগুলিকে সম্পূর্ণভাবে ডিম থেকে বেরোনোর আগেই তাদের বাঁধা দেওয়া হবে। এই নতুন প্রযুক্তির আবিষ্কার মুর্গীর পুরুষ ছানাগুলিকে প্রায়শই ম্যাসারেশন বা গ্যাসিং পদ্ধতির মাধ্যমে হত্যা করার মত অমানবিক কাজ বন্ধ করতে সাহায্য করবে। .....বিস্তারিত পড়ুন

মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট ওয়ান রিভিউ: ৬১ বছর বয়সী টম ক্রুজের আবারও অনবদ্য

উত্তরাপথঃ মিশন ইম্পসিবল দর্শকদের একটি রোমাঞ্চকর যাত্রায় নিয়ে যায়। যেখানে সিনেমাটি  তিন ঘণ্টা দেখা অতিক্রান্ত হওয়ার পরও দর্শক এটি দেখতে চান। আর এটিই টম ক্রুজ এবং পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারির আসল সাফল্য।গত বছর হলিউড সুপারস্টার টম ক্রুজ 'টপ গান ম্যাভেরিক' দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করার পর, এখন টম ক্রুজ এজেন্ট হান্টের চরিত্রে শক্তিশালী অ্যাকশন নিয়ে দর্শকদের সামনে এসেছেন। টম ক্রুজের 'মিশন ইম্পসিবল' ফিল্ম সিরিজের সপ্তম কিস্তি 'মিশন ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান' সদ্য ভারতে মুক্তি পেয়েছে । টম ক্রুজ এই ছবিতে তার জনপ্রিয় ইমেজ ধরে রেখেছেন এবং এই ছবিতে দর্শকদের অ্যাকশনের একটি বড় অংশ উপহার দিয়েছেন। মিশন ইম্পসিবল মুভিগুলি শুধুমাত্র টম ক্রুজের জন্য দেখা হয় এবং এই মুভিটি দেখা আবশ্যকও বটে৷ .....বিস্তারিত পড়ুন

গ্লোবাল ওয়ার্মিং রিপোর্ট: ২০২৩ বৈশ্বিক উষ্ণতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন

উত্তরাপথঃ সারা বিশ্ব যখন বিশ্ব উষ্ণায়নের কেন্দ্র করে শুরু হওয়া জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেই সময়, ২০২৩ বৈশ্বিক উষ্ণতা নিয়ে একটি উদ্বেগজনক প্রতিবেদন আমাদের সামনে নিয়ে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্র ৮ আগস্ট যে পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরেছেন,তাতে আগামী দিনের ভয়াবহ পরিণতির জন্য বিশ্ববাসীকে সতর্কবাণী শুনিয়েছেন।এখনও পর্যন্ত সারা বিশ্বে তাপ তরঙ্গ এবং দাবানলের জন্য ২০১৯ সালের জুলাই মাসটিকে চিহ্নিত করা হত । কিন্তু এবছর জুলাই মাসের তাপমাত্রা গত ২০১৯ সালের থেকেও ০.৩৩ সেন্টিগ্রেড বেশি ছিল EU-এর কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বলেছেন, "গত ১২০,০০০ বছর ধরে পর্যবেক্ষণমূলক রেকর্ড এবং প্যালিওক্লাইমেট রেকর্ড এক সাথে সমন্বয় করে বিশ্লেষণ করলেও এত গরম ছিল না।" .....বিস্তারিত পড়ুন

Scroll to Top