উত্তরাপথঃ বছর ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচসহ ভারতের মোট ১০টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ইতিমধ্যে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। সম্প্রতি এই মেগা ইভেন্টের টিকিট মূল্যও প্রকাশ করা হয়েছে।
যেহেতু প্রতিবেশি দেশ ভারতে বিশ্বকাপের মঞ্চ, সেহেতু বাংলাদেশি ক্রিকেট প্রেমিদের মাঠে যেয়ে খেলা দেখার বাড়তি আগ্রহ রয়েছে। আর তাই মেগা ইভেন্টগুলোর টিকিট সংগ্রহ করতে অনলাইন মাধ্যমকে বেঁছে নিয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তবে এবার তারা বাংলাদেশ থেকেই অনলাইন টিকিট কেনার সুযোগ পাচ্ছেন।অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের টিকিটের দায়িত্ব পেয়েছে ‘ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক’ নামের এক প্রতিষ্টান। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে মিলবে বিভিন্ন ভেন্যুর তথ্য এবং যাতাযাতের সমস্ত দরকারি পরামর্শ।এই টিকিট বিক্রির টাকা থেকে রাজস্ব পাবে বাংলাদেশ সরকারও।
আইসিসি এবং স্থানীয় আয়োজকদের নির্ধারিত মূল্যে মিলছে টিকেট। পাওয়া যাচ্ছে ৫ ক্যাটাগরিতে। সবচেয়ে কম মূল্য বাংলাদেশি টাকায় ১৮ হাজার ৭৫০ । আর সবচেয়ে বেশি দাম ১ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা। তবে ম্যাচ আর ক্যাটাগরি ভেদে টিকেটের মূল্য ভিন্ন।বাংলাদেশের সব ম্যাচসহ ভারত-পাকিস্তান এমনকি সেমিফাইনাল এবং ফাইনালের টিকেটও এখনই কেটে রাখা যাচ্ছে। সব টিকেট ৫ ক্যাটাগরিতে মিললেও এখন ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট মিলছে চার ক্যাটাগরিতে। কারণ এই ম্যাচের একটি ক্যাটাগরির টিকেট এরই মধ্যে শেষ হয়ে গেছে।
ভারতে বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক-এর সিইও জহিরুল রোমান বলেন, ‘ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক সব সময় পর্যটনে উদ্ভাবনী পণ্য ও সেবা নিয়ে আসার প্রচেষ্টায় থাকে। তাই, সাম্প্রতিক সময়ে আমরা ক্রীড়া পর্যটনের উত্থানে সফলভাবে অবদান রাখছি। ফিফা বিশ্বকাপ ২০২২ এর অফিসিয়াল আতিথেয়তা অংশীদার হিসাবে আমাদের মানসম্পন্ন পরিষেবা এবং পারফরম্যান্সের ধারাবাহিকতায়, এই বছর, আইসিসি আসন্ন পুরুষ ক্রিকেট বিশ্বকাপের জন্য অফিসিয়াল ট্রাভেল এজেন্ট নিযুক্ত করেছে।’ তিনি আরও উল্লেখ করেছেন, ‘ইতিমধ্যে টিকেট বিক্রি শুরু হয়েছে এবং আমরা বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচের জন্য দারুণ সাড়া পাচ্ছি।’
প্রসঙ্গত ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের দলে থাকছেন না তামিম ইকবাল, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর দিনভর চলে এই গুঞ্জন। ঘোষিত দলে শেষ পর্যন্ত নেই সেরা এই ওপেনারের নাম। কেন বাদ দেয়া হলো তাকে, এ নিয়ে দল ঘোষণার পরই মুখ খুলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।তিনি বলেছেন, ইনজুরির কারণে তামিম ইকবালকে বিশ্বকাপ দলে রাখা হয়নি। তামিম ইকবালের অনেকদিন ধরেই ইনজুরি নিয়ে সমস্যায় আছে। নিউজিল্যান্ড সিরিজের পর সবকিছু বিবেচনা করে সবাই আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন
রাষ্ট্রীয় নৈশভোজে ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন মোদী
উত্তরাপথ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসের ২২ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন একটি রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দিতে।এই নৈশভোজে মোদীকে রাষ্ট্রপতি জো বিডেন এবং ফার্স্ট লেডি জিল বিডেন আমন্ত্রণ জানিয়েছেন।এই সফরে মূলত দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্বের উপর জোর দেওয়া হবে এবং একটি মুক্ত ইন্দো-প্যাসিফিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। MEA বলেছে যে মোদী এবং বিডেন G20 সহ প্লুরি-পার্শ্বিক এবং বহুপাক্ষিক ফোরামে ভারত-মার্কিন সহযোগিতা জোরদার করার উপায়গুলিও .....বিস্তারিত পড়ুন
সময়
অনসূয়া পাঠক: একটি বেসরকারি ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার সবুজ বোস। রাজারহাট নিউটাউনের একটি বহুতল আবাসনে স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখী জীবন তার। কাজের বাইরে উনার নেশা বলতে নামীদামী পুরানো মডেলের হাত ঘড়ি কালেকশন। এই বিষয়ে তাঁর সংগ্রহশালাটি রীতিমতো চমকে দেবার মতো। তিনি যে বিদেশী মডেলের রিস্ট ওয়াচটি সবচেয়ে বেশী ব্যাবহার করেন সেটা হঠাৎই একদিন খারাপ হয়ে যাওয়াতে পার্শ্ববর্তী করিম চাচার ঘড়ির দোকানে তিনি যান। এবং আশ্চর্যজনক ভাবে দোকানের শো কেসে তাঁর নজর আটকে যায় জার্মানি মডেলের একটি পুরানো ঘড়ির দিকে। এই .....বিস্তারিত পড়ুন
হয়ে গেল পরিণীতি ও রাঘবের এনগেজমেন্টে
উত্তরাপথ: আংটি বদলের মাধ্যমে হয়ে গেল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার এনগেজমেন্টে । পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একে-অপরকে আংটি পরিয়ে দিলেন রাঘব-পরিণীতি। শনিবারের মায়াবী সন্ধ্যায় রাঘব ও পরিণীতির জুটি থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। এনগেজমেন্টে পরিণীতি পরেছিলেন ক্রিম রঙের সালোয়ার স্যুট। অপরদিকে রাঘব পরেছিলেন সাদা রঙের কুর্তা-পায়জামা। পরিণীতি ও রাঘবের এনগেজমেন্টে তাদের গোটা পরিবারকে দেখা গেল আনন্দ করতে। .....বিস্তারিত পড়ুন
টিউমার নির্মূল এর নতুন থেরাপিউটিক যা স্থায়ীভাবে গ্যাস্ট্রিক ক্যান্সার দূর করে
উত্তরাপথ: একটি বহু-প্রাতিষ্ঠানিক গবেষণা দল একটি অভিনব ক্যান্সার থেরাপিউটিক তৈরি করেছে, অ্যান্টিবডি টুকরোগুলিকে আণবিকভাবে তৈরি করা ন্যানো পার্টিকেলগুলির সাথে একত্রিত করে, যা গ্যাস্ট্রিক ক্যান্সারে আক্রান্ত ইঁদুরের ক্যান্সারকে স্থায়ীভাবে নির্মূল করে। "হিট অ্যান্ড রান" ড্রাগ ডেলিভারি সিস্টেম, কর্নেল প্রাইম ডটস (সি' ডটস) নামে পরিচিত, এটি বিভিন্ন ধরনের ক্যান্সারের জন্য একটি বহুমুখী এবং অভিযোজনযোগ্য চিকিত্সা হিসাবে সম্ভাব্যতা দেখায়, ন্যূনতম পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিষাক্ততার সাথে। গবেষকদের একটি বহু-প্রাতিষ্ঠানিক দল আবিষ্কার করেছে যে একটি নতুন ক্যান্সার থেরাপিউটি .....বিস্তারিত পড়ুন