অসীম পাঠকঃ মানুষ মরনশীল ও মননশীল জীব। যা আমাদের খুব গভীরভাবে নাড়া দেয় সুখদুঃখের দিক থেকেই হোক, জ্ঞান-অজ্ঞানের দিক থেকেই হোক, অথবা ইষ্টানিন্টের দিক থেকেই হোক, তাকে আমরা সহজে ভুলি না। তাকে নিয়ে আমাদের নানা রকম কৌতূহল, নানা রকম আগ্রহ, তাকে ঘিরে নানা দিক থেকে আমা- দের নানা রকমের আলোচনা। ঠিক যা আমাদের হয় সাহিত্যকে নিয়ে, কেননা সাহিত্যও আমাদের অতি গভীরভাবে নাড়া দিয়ে থাকে। আমা- দের সাহিত্য-আলোচনার কতো দিক, কতো ধরন, কতো দৃষ্টিকোণ, কতো শাখা-প্রশাখা।
এই সব আলোচনার কোনোটাই অবৈধ নয়। নিজ নিজ প্রসঙ্গ ক্ষেত্রে এর প্রত্যেকটাই মূল্যবান। কিন্তু এর সবগুলোকেই সমালোচনা বলা যাবে না। প্রশ্ন এই, ঠিক কোন ধরনের আলোচনাকে বলব সাহিত্যসমালোচনা? জীবন এবং সমস্যা এক সুরে বাঁধা …. মানুষ সমস্যা কে আমন্ত্রণ করে সেখান থেকে সে নিজেই মুক্তির পথনির্দেশ খোঁজে।
ডেনমার্কের যুবরাজ হ্যামলেট, নিজেকে প্রশ্ন করেছিলেন- জীবনধারণ না প্রাণত্যাগ শ্রেয়স্কর?
প্রতিরোধের থেকে দুঃখবরণ মহত্তর কি না, ব্যর্থতা, ক্লেশ ও পরাজয়ের গ্লানির চাইতে মৃত্যুর দুঃস্বপ্নময়
বিভীষিকা অধিক কাম্য কি না এ বিষয়ে কোনো স্থির সিদ্ধান্তে শেষ পর্যন্তও তিনি পৌঁছতে পারেননি। কিন্তু রাজপুত্র যদি হতেন অস্তিত্ববাদী যিনি তাঁর মতোই সংসারের উপহাসাত্মক কশাঘাতে জর্জরিত, তাহলে ওরুপ জিজ্ঞাসা অর্থহীন হতো, কারণ অস্তিত্ববাদীর মতে জীবন মরণের কোনো একটিকে বেছে নেওয়া সম্পূর্ণ কল্পনাবিলাস। তবু একথা বলা যায় যে, অস্তিত্ববাদের দৃষ্টিকোণ থেকে যাঁরা মানবিক অবস্থার মূল্যায়ন করেন, হ্যামলেট ছিলেন তাঁদের পূর্বসূরী। অবশ্য সঠিকভাবে বলতে গেলে অস্তিত্ববাদী একাধারে হ্যামলেট ও ডন কুইক্সটের সমন্বয়; তিনি নৈরাশদণ্ড প্রতিরোধকে ছদ্ম বীরত্বের মহিমায় মণ্ডিত ক’রে যুগপৎ বিলাস ও
উল্লাসে মুখর।
আতঙ্কের আনন্দময় রূপ দেখে অস্তিবাসী কল্পনাকে সত্যে পরিণত করেন। এই আশ্চর্য যাদুশক্তির জন্য তিনি এক হিসেবে সকলের প্রশংসার পাত্র।
জড়ের রহস্য মানুষ ভেদ করতে চায় যেন প্রাকৃতিক পরিবেশ তার আয়ত্তের মধ্যে আসে। প্রাণকে সে জানতে চায়, কারণ জৈব সত্তার দাসত্ব থেকে সে মুক্তি চায়। মনকে সে জানতে চায়, কারণ সে চায় মনের প্রচ্ছন্নবৃত্তিগুলো তার বশে থাকবে, তাকে নিয়ন্ত্রিত করবে না। নিজেকে তার জানার দুরন্ত কৌতূহল কেন? কারণ সে চায় নিজেকে নিজের আয়ত্তে রাখতে, আসক্তি-ভয়-ক্রোধ ইত্যাদির বন্ধন থেকে মুক্ত হতে।
জগৎকে জানার জন্য মনের মধ্যে মহাজিজ্ঞাসা কেন? জগৎটাকে তার কর্তৃত্বাধীনে রাখবার জন্য। মানুষের মধ্যে যিনি সৎ বা সত্য রূপে বিদ্যমান সেই নিত্যসত্তাই তাকে প্রেরণা দিচ্ছে প্রাকৃতিক পরিবেশকে আয়ত্তের মধ্যে রাখতে, জগৎটাকে নিজের ইচ্ছানুসারে পরিচালিত করতে। এই সৎ এর প্রীতি থেকে তার আপনাকে জানার মহা জিজ্ঞাসা এবং এই আত্মজিজ্ঞাসা নিজেকে নিজের সম্পূর্ণ বশে রাখবার জন্য।
অন্তরের এবং বাহিরের সমস্ত বাধাবিঘ্নকে জয় করে মানুষ চায় নিজের নিয়ন্তা হতে, জড়জগৎকেও নিজের শাসনে রাখতে। এই প্রবণতা, এই প্রবর্তনা আসলে তো সচ্চিদানন্দেরই প্রচ্ছন্ন ইচ্ছাশক্তি। এখানেই মানুষ আত্মসমর্পণ করে আধ্যাত্মিক শক্তি বা পরা শক্তির কাছে। আমাদের ব্যক্তিসত্তা তো তাঁরই রূপ।
মানুষের চৈতন্য এবং শক্তি এক অবিচ্ছেদ্য সুরে গাঁথা। চৈতন্য যেখানে অজ্ঞানের আবরণে আচ্ছন্ন, – যেখানে আমরা স্পষ্ট করে নিজেদের মনকে জানিনে সেখানে শক্তির প্রকাশ হবেই ইচ্ছার সঙ্গে ইচ্ছার, ভাবের সঙ্গে ভাবের, – স্বার্থের সঙ্গে স্বার্থের সংঘর্ষের আসুরিকতার মধ্যে।
মানুষ এখন মনের ও প্রাণের যে স্তরে এসে পৌঁচেছে যেখানে চৈতন্যের এবং শক্তির অপূর্ণতা থেকে অনেক বাধা দেখা দিয়েছে।
মূল বাধা হল মানুষ তার নিজস্ব সত্তার অতি অল্প অংশকেই জ্ঞানের সীমানার মধ্যে আনতে পেরেছে। সে তার মনকে, প্রাণকে এবং শরীর সত্তাকে যেটুকু জানে সেই জ্ঞান খুবই ভাসা-ভাসা। তার ব্যক্তিত্বের বেশীর ভাগই তার দৃষ্টি পথের বাহিরে।
আপনাকে যে সে জানে তার অনুপাতে অজানার পরিমাণ অনেক, অনেক বেশী। মানুষেরই এই অবচেতন মনের, অবচেতন প্রাণের এবং অবচেতন দৈহিকসত্তার প্রচ্ছন্ন প্রবণতাগুলিই নেপথ্যের অজানা থেকে শাসন করছে তাকে। যে হেতু আমাদের সত্তার অজানা অংশ জানা অংশের অনুপাতে বৃহত্তর এবং অধি কতর জোরদারও বটে সেই হেতু …
“We are governed by the subconscient and sublimi- nal even in our conscious existence and in our very self-mastery and self-direction we are only instruments secms of us to what the In- conscient within us.”
আমরা যখন মনে করি নিজেদের সম্পর্কে আমরা খুবই সচেতন … আছি তখনও কিন্তু আমরা নিয়ন্ত্রিত হচ্ছি আমাদের সত্তার সেই বৃহত্তর অংশের দ্বারা যা আমাদের ধরাছোঁয়ার জানাশোনার বাইরে। যখন আমরা মনে করি আমাদের জীবন-তরীর হাল রয়েছে আমাদের নিজেদের হাতে তখনও কিন্তু আমরা যন্ত্র ‘তারই’ হাতে যাকে আমরা মনে করছি অন্তরের অচেতন সত্তা।
যিনি সৎ তিনি চৈতন্য এবং শক্তি।
স্বভাবতঃই কিন্তু চৈতন্য এবং শক্তি ছাড়া আরও কিছু হচ্ছে সৎ এবং এই আরও কিছু হচ্ছে আনন্দ।
এই আনন্দের মধ্যে চৈতন্য এবং শক্তি মিলিত হয়ে এক হয়ে যাচ্ছে, পরিণামে একটি চূড়ান্ত সার্থকতায় পৌঁছচ্ছে। যিনি সৎ তাঁর চিৎ শক্তি থেকে এই প্রাণের উদ্ভব। এই প্রাণই ক্রম-বিকাশের পথে ধাপে ধাপে উঠছে পরিপূর্ণতার দিকে।
আমরা যদি নিজেকে না জানি তবে তো আত্মপ্রকাশের চূড়ান্ত সার্থকতায় কখনোই পৌঁছাবো না। প্রাণের মধ্যে যে চৈতন্য অনুসৃত হয়ে আছে সেই চৈতন্যের উপরেই তো নির্ভর করছে প্রাণ নিজেকে কি পরিমাণে অসীমের মধ্যে, আলোর মধ্যে, আনন্দের মধ্যে, মুক্তির মধ্যে, অমৃতত্বের মধ্যে বিকশিত করতে পারবে। কারণ- As the consciousness is, SO will the force be ….
আমাদের চৈতন্য যে-পরিমাণে অবারিত হবে, অজ্ঞানের আবরণ থেকে আমাদের শক্তিও সেই পরিমাণেই বাড়তে থাকবে। যেখানে আমরা জানি নিজেদের অসীম বলে, আমাদের চৈতন্য যেখানে – সীমিত নয়, অতিক্রম করে আছে ও আমাদের সমস্ত কর্মকে সেখানে আমাদের শক্তিও জ্ঞানে, কর্মে, ভাবে নিজেকে ক্রমাগত অবারিত করে চলবে। সেই শক্তি কোথাও গিয়ে ফুরিয়ে যায় না।
পক্ষান্তরে আত্ম-জ্ঞান যেখানে আচ্ছন্ন, – নিজের মধ্যে অসীমকে যেখানে জানিনে, নিশিতে পাওয়া মানুষের মতো সেখানে আমরা জীবন যাপন করি আধো-ঘুমে, আধো জাগরণের মধ্যে সেখানে সেই আত্ম ঘাতিনী বিস্মৃতি জীবনকে কি পরিমাণে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে তার প্রমাণ আমাদের চারিদিকের এই স্বার্থের সঙ্গে স্বার্থের সংঘর্ষের মধ্যে, বর্ষে বর্ষে এই কোলাকুলির এবং বিবদমান জাতিগুলির conflict and confrontation এর মধ্যে। উদ্ভাসিত চৈতন্যের মধ্যে যেখানে এক এবং বহু উভয়েরই স্বীকৃতি, যেখানে চৈতন্য একসঙ্গে জানে সমষ্টির স্বভাব, স্বধর্ম এবং অধিকারকে এবং ব্যষ্টিরও স্বভাব, স্বধর্ম এবং অধিকারকে, আর এই চেতনা থেকে ব্যক্তির ও সমষ্টির মিলন ঘটেছে পারস্পরিক ঐক্যের মধ্যে, যেখানে এক নিজেকে জানে ব’লে এবং বহু আপনাদিগকে জানে এক ব’লে, সেখানে শক্তি রূপ নেবে প্রাণে , যে প্রাণ ঐক্যের ধর্মকে স্বেচ্ছায় মেনে নিয়েও প্রত্যেক বস্তুকে তার স্বভাবের ও স্বধর্মের বৈচিত্র্যের মধ্যে সার্থক ক’রে তুলবে। সেই প্রাণই বহু হৃদয়ের এবং দেহের মধ্যে লীলায়িত হবে একই আনন্দরূপের লীলায়নে বহ মানসে একই চিৎ-শক্তি রূপে।
এই যে জীবনের রূপরেখা তা একটা নদীর মতো , সময়ে সাথে সাথে তার গতিপথ যেমন শ্লথ হয় না ,কোথাও বাধা পেলে সে দিক পরিবর্তন করে , তেমনই সমস্যা একটা মানুষের গতিকে সাময়িক বিভ্রান্ত করলেও সে থেমে থাকে না।
যেমন একজন শিল্পীর মনের রঙে যতক্ষণ বাস্তব রঙিন হয়ে ন উঠলো ততক্ষণ তার সৃষ্টি শুধু যান্ত্রিক অনুকরন। যে আলোকে কবি বলেছেন , “The light that never was on sea on land “… তাই চিত্র ফটোগ্রাফি নয় , সাহিত্য নয় সত্যের বর্নহীন বৈচিত্র্য হীন অনুগমন, গান নয় শুধু স্বরলিপির নিখুঁত অনুসরন ।
সব কিছুর মিলিত যোগফলের নাম জীবন।
আর সমস্যা সঙ্কুল পথে সংস্কৃতি ও সভ্যতা অতীন্দ্রিয় চেতনায় আধ্যাত্মিক আদর্শের কাছে নতজানু। যুক্তিবাদী দার্শনিকদের বিমূর্ত ধারনায় হিং টিং ছট সব শব্দব্রহ্মে পরিনত।
বিজ্ঞান দর্শন বেদ বেদান্ত এসব পাঠৈর অর্থ ই হলো জীবনকে রুচিশীল করা , এবং জীবনের হোমাগ্নি আলোয় ঈশ্বরের কাছে সমস্ত সমর্পন করা।
সমস্যা না থাকলে আর জীবন কেন , অর্থ কি মানব জীবনের ?শূন্যতার বিনাশের জন্য আবশ্যিক অবস্থাই স্বাতন্ত্র্য।
আরও পড়ুন
রাজা মহম্মদ ও সি সেল মিউজিয়াম
প্রিয়াঙ্কা দত্তঃ রাজা মহম্মদ, এমন একজন মানুষের নাম, যার ব্যাক্তিগত ইচ্ছার কাছে হেরে যায় সব বাধা। ইচ্ছার চেয়ে বলা ভালো নেশা। সামুদ্রিক প্রাণীদের খোল সংগ্রহের নেশা। যা তাঁকে ছোটবেলা থেকেই ছুটিয়ে নিয়ে বেরিয়েছে প্রায় তিরিশ বছর ধরে। আর সেই দীর্ঘ পথের শেষে , তিনি সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন এশিয়ার বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ব্যাক্তিগত সংগ্রহশালা। তাঁর প্রতিষ্ঠিত সি সেল মিউজিয়ামটি বর্তমানে চেন্নাইয়ের মহাবলিপূরম মন্দিরের সন্নিকটে অবস্থিত একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। রাজা মহম্মদ ছোট্ট বেলা থেকেই সমুদ্র তট থেকে সংগ্রহ করতেন বিভিন্ন সামুদ্রিক প্রাণীর দেহাংশ। কুড্ডালোর থেকে রামেশ্বরম এর সমুদ্রতট, সেখান থেকে জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স প্রভৃতি দেশে গিয়েছেন ব্যাক্তিগত উদ্যোগে। সংগ্রহ করেছেন অসাধারণ সব সামুদ্রিক .....বিস্তারিত পড়ুন
পোল্ট্রি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে নতুন জিন প্রযুক্তি
উত্তরাপথ - পোল্ট্রি শিল্পে পুরুষ ছানা মারার অভ্যাস দীর্ঘকাল ধরে নৈতিক উদ্বেগের বিষয়।পরিসংখ্যানে প্রকাশ প্রতি বছর পোলট্রিগুলিতে ৭ বিলিয়ন পুরুষ ছানাকে হত্যা করা হয়।কারণ পুরুষ ছানারা ডিম দিতে পারে না সেই সাথে তারা মাংসের জন্যও উপযুক্ত না হওয়ার কারণে,তারা অর্থনৈতিকভাবে অলাভজনক বলে বিবেচিত হয় । সেই কারণে ডিম ফোটার পরপরই তাদের euthanized করা হয়।এবার এই সমস্যা সমাধানে মধ্য ইস্রায়েলের Yuval Cinnamon এর গবেষণাগারে এক নতুন প্রযুক্তি আবিষ্কার করা হয় যার দ্বারা সমস্ত ছানাই মহিলা হবে।এক্ষেত্রে পুরুষ ছানাগুলিকে সম্পূর্ণভাবে ডিম থেকে বেরোনোর আগেই তাদের বাঁধা দেওয়া হবে। এই নতুন প্রযুক্তির আবিষ্কার মুর্গীর পুরুষ ছানাগুলিকে প্রায়শই ম্যাসারেশন বা গ্যাসিং পদ্ধতির মাধ্যমে হত্যা করার মত অমানবিক কাজ বন্ধ করতে সাহায্য করবে। .....বিস্তারিত পড়ুন
জানুন ২০২৩ সালের জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ শীলা অসোপা'র কথা
ত্তরাপথঃ ডঃ শীলা অসোপা, সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শ্যাম সদন, যোধপুরের অধ্যক্ষা, তিনি ১৭ বছর ধরে স্কুলের বাচ্চাদের পড়াচ্ছেন।তাঁকে শিশুদের শেখানোর নতুন পদ্ধতি উদ্ভাবন, স্কুলের অবকাঠামো শক্তিশালীকরণ এবং উদ্ভাবনের জন্য ২০২৩ সালের জাতীয় শিক্ষক পুরস্কারে পুরুস্কৃত করা হয়। ডঃ অসোপাকে, যোধপুরে শ্যাম সদন, সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, ১০ মাস আগে বদলি করা হয় । সেই সময় দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে মাত্র দুটি কক্ষ ছিল।মেয়েরা টিনের চালা দিয়ে তৈরি ঘরে পড়াশোনা করত। ঘর কম থাকায় গাছের নিচেও ক্লাস হত । তার কথায় ,সেই সময়টা বাচ্চাদের পড়াশুনা নিয়ে খুব দুশ্চিন্তায় কেটেছে । এরপর টিনের চালা দিয়ে তৈরি কক্ষে কাঠের পার্টিশন দিয়ে ৬টি কক্ষ তৈরি করা হয়। .....বিস্তারিত পড়ুন
WORLD CUP 2023: আফগানিস্তান ১৫ সদস্যের দল ঘোষণা করল,অধিনায়কত্ব করবেন হশমতুল্লাহ শাহিদি
উত্তরাপথঃ আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ২০২৩-এর জন্য একটি শক্তিশালী ১৫ সদস্যের দল ঘোষণা করেছে,এই দলে ফিরেছেন নবীন-উল-হক। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ,চলবে১৯ নভেম্বর পর্যন্ত। এই বিশ্বকাপে আফগানিস্তানের দলে ফিরেছেন নবীন-উল-হক, যিনি এশিয়া কাপে দলের অংশ ছিলেন না।১৫ সদস্যের আফগান দলের অধিনায়কত্ব করবেন হশমতুল্লাহ শাহিদি ।একই সময়ে, ২৩ বছর বয়সী অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই, যিনি এশিয়া কাপের দলে ছিলেন না, তিনিও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। .....বিস্তারিত পড়ুন