

ছবি – এক্স হ্যান্ডেল থেকে নেওয়া।
উত্তরাপথঃ স্পোর্টস ডেস্ক – প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) রবিবার ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৪-০ গোলে পরাজিত করল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা দেখিয়ে দিল কেন তারা বিশ্ব ফুটবলের শীর্ষে—মায়ামির অভিজ্ঞ তারকাদের নিয়ে গঠিত দলটি যেন তাদের কাছে ছিল একদমই দুর্বল।
মায়ামি আশায় ছিল যে তাদের তারকা আর্জেন্টাইন খেলোয়াড় মেসি জাদু দেখিয়ে সাবেক ক্লাব পিএসজির বিরুদ্ধে একটা অপ্রত্যাশিত ফল এনে দিতে পারবেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। লুইস এনরিকের দল এমনই দাপুটে ছিল যে মায়ামিকে কার্যত গুঁড়িয়ে দিল তারা।
মেসি এবং তার পুরনো বার্সেলোনা সতীর্থ—লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেটস ও জর্দি আলবা—দলকে শেষ ষোলোয় তুলেছিলেন ঠিকই, কিন্তু পিএসজির সঙ্গে মানের পার্থক্য ৯০ মিনিটে পরিষ্কারভাবে ধরা পড়ল।
পিএসজির হয়ে জোড়া গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। এক আত্মঘাতী গোল করেন মায়ামির টমাস অ্যাভিলেস এবং চতুর্থ গোলটি করেন আশরাফ হাকিমি।
প্রথমার্ধেই খেলা শেষ
নেভেস ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের শেষ ১০ মিনিটে পিএসজি আরও তিন গোল করে কার্যত খেলার ফলাফল নির্ধারণ করে দেয়।
পিএসজির ওসমানে দেম্বেলে বলেন, “এই প্রতিযোগিতা এখন সত্যিই শুরু হয়েছে। আমরা সিরিয়াস ফুটবল খেলতে চেয়েছিলাম এবং সেটা পেরেছি।”
৬৬ হাজার দর্শকে ভর্তি মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার মের্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মেসির নামে গর্জে উঠছিল গ্যালারি। বেশিরভাগ দর্শকই মায়ামির উজ্জ্বল গোলাপি জার্সি কিংবা আর্জেন্টিনার জাতীয় জার্সি পরে এসেছিলেন।
তবে মাঠে ছিল একতরফা খেলা। শুরু থেকেই পিএসজি বল দখলে রাখে এবং আক্রমণের ঝড় তোলে। খভিচা kvaratskhelia ও ব্র্যাডলি বারকোলার আক্রমণ ঠেকালেও, মায়ামির ডিফেন্ডার মার্কেলো উইগান্টের একটি ফাউলের মাধ্যমে আসে প্রথম গোল।
মেসির ক্ষোভ আর নিরাশা
পিএসজির দ্বিতীয় গোলটি আসে বুসকেটসের ভুল থেকে, যার সুযোগ নিয়ে বারকোলা ও রুইজের পাসে নেভেসের দ্বিতীয় গোল। এরপর অ্যাভিলেসের আত্মঘাতী গোল ও হাকিমির রিবাউন্ড গোল পিএসজির দাপটের শেষ সিলমোহর বসায়।
হাকিমির প্রথম শট বারে লেগে ফিরে এলেও, তিনি ঠাণ্ডা মাথায় রিবাউন্ডে গোলটি করেন।
ম্যাচে হতাশ মেসি এক সময় বিরক্ত হয়ে পিএসজির ভিটিনহার ওপর রাগ ঝাড়েন। দ্বিতীয়ার্ধে মেসি একটি দারুণ পাস দেন সুয়ারেজকে, কিন্তু গোল করতে ব্যর্থ হন উরুগুয়ান তারকা।
একসময় মনে হচ্ছিল, ২০১৭ সালে লুইস এনরিকের বার্সার সেই ঐতিহাসিক ‘রেমন্টাডা’র পুনরাবৃত্তি হতে পারে, কিন্তু সেটি আর হল না। মেসি নিজেও গোলের জন্য একাধিক প্রচেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।
আলবার ইতিবাচক মূল্যায়ন
ম্যাচ শেষে জর্দি আলবা বলেন, “অনেকেই ভাবেনি আমরা এই পর্যায়ে পৌঁছাতে পারব। আমরা গ্রুপে সেরা দল ছিলাম, কিন্তু আজকের প্রতিপক্ষ ছিল বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল। প্রথমার্ধে আমরা কিছুটা পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে আমরা লড়াইয়ে ফিরেছিলাম, বেশি সুযোগ তৈরি করেছিলাম।”
পিএসজি কোয়ার্টার ফাইনালে এখন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ অথবা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হবে, আগামী শনিবার আটলান্টায়।
এই ম্যাচটি দেখিয়ে দিল ফুটবলে শুধু নামী খেলোয়াড় থাকলেই হয় না, দলগত পরিকল্পনা, ফিটনেস ও কোচিং কতটা গুরুত্বপূর্ণ। মেসি ও তার বার্সেলোনা-সমসাময়িক সতীর্থদের অভিজ্ঞতা থাকলেও, তারা আর আগের মতো দ্রুতগতির খেলোয়াড় নন। সেই সুযোগটাই নিয়েছে পিএসজি।
এবার দেখার পালা—তারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে কি না।
আরও পড়ুন
Electoral Bond এর গোপনীয়তা সরিয়ে রাজনৈতিক দলগুলিকে, জানাতে হবে প্রাপ্ত অনুদানের পরিমাণ
উত্তরাপথঃ বুধবার, নির্বাচনী বন্ড (Electoral Bond)প্রকল্পের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি হয়। শীর্ষ আদালত তার মন্তব্যে বলেছে, 'নির্বাচনী বন্ডগুলি রাজনৈতিক দলগুলিকে বেনামী অর্থ প্রদান করে, কারণ তাদের কেনাকাটা সম্পর্কিত রেকর্ডগুলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে উপলব্ধ যা শুধুমাত্র তদন্তকারী সংস্থাগুলি অ্যাক্সেস করতে পারে৷ এর আগে নির্বাচনী বন্ড’ (Electoral Bond) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) কেন্দ্র দাবি করেছিল, রাজনৈতিক দলগুলির আয়ের উৎস জানার অধিকার নেই জনতার।এবার সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপর হল নির্বাচন কমিশন (Election Commission of India)।বুধবার বিকেল ৫টার মধ্যে যাবতীয় হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।নির্বাচনী বন্ডের (Electoral Bond)মামলায় কেন্দ্রের আর্জি সত্বেও সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলিকে আয়ের উৎস জানাতে বলেছিল। আদলত নির্দেশ দিয়েছিল, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন রাজনৈতিক দল কত অনুদান মিলেছে, সেই তথ্য বন্ধ খামে জানাতে হবে।এর আগেও নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা হয়েছে শীর্ষ আদালতে। মামলাকারীরা অভিযোগ করেছিলেন, রাজনৈতিক দলগুলি এই নির্বাচনী বন্ডের মাধ্যমে অবৈধ অর্থ বিদেশ থেকে পেতে পারে এর ফলে গণতন্ত্র ধ্বংস হবে। যদিও কোনও রাজনৈতিক দলই এই দাবি মানতে চায়নি। ৩ অক্টোবর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, আগামী দুই সপ্তাহের মধ্যে সব তথ্য দিতে হবে নির্বাচন কমিশনকে। এই রায়ের পরেই তৎপর হল কমিশন। .....বিস্তারিত পড়ুন
প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি নতুন দ্বীপের জন্ম হয়েছে
উত্তরাপথঃ হঠাৎ করেই একটি নতুন দ্বীপের জন্ম হয়েছে।২০২৩ এর ৩০ অক্টোবর প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি মৃত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একটি নতুন দ্বীপের জন্ম দিয়েছে। বিস্ফোরণের পর জাপানের ওগাসাওয়ারা দ্বীপ চেইনের কাছে বিশাল বিশাল পাথরের টুকরো দেখা গেছে। এ বিষয়ে জাপানি গবেষক বলেন, গত মাসে প্রশান্ত মহাসাগর জলের নিচে আগ্নেয়গিরির বিস্ফোরণের পর টোকিও থেকে প্রায় ১২০০ কিলোমিটার দক্ষিণে ইওটো দ্বীপের কাছে একটি ছোট নতুন দ্বীপের উদ্ভব হয়েছে।টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ফুকাশি মায়েনো জানিয়েছেন যে নতুন দ্বীপ, এখনও যার নাম নেই প্রশান্ত মহাসাগরের ইওটো দ্বীপ থেকে ১ কিলোমিটার দূরে ১০০ মিটার ব্যাসের একটি পাথুরে দ্বীপে একটি phreatomagmatic বিস্ফোরণ ঘটেছে। টোকিও থেকে প্রায় ১২০০ কিলোমিটার দক্ষিণে বিস্ফোরণটি দেখা গেছে। ভূপৃষ্ঠের নীচে জলের সাথে লাল গরম ম্যাগমা সংঘর্ষের কারণে প্রতি কয়েক মিনিটে বিস্ফোরণ ঘটে।গত ২১ অক্টোবর, ২০২৩-এ অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল, যা আগে ইও জিমা নামে পরিচিত ছিল এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধের স্থান ছিল। প্রায় ১০ দিন ধরে অগ্ন্যুৎপাত চলার পর, আগ্নেয়গিরির উপাদান অগভীর সমুদ্রতলের উপর জমা হয় এবং প্রায় ১৬০ ফুট পর্যন্ত উচ্চতায় বড় বড় পাথরের আকারে সমুদ্র পৃষ্ঠের উপরে উঠে আসে। .....বিস্তারিত পড়ুন
World’s most polluted cities: নয়াদিল্লি, মুম্বাই এবং কলকাতা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়
উত্তরাপথঃ দিওয়ালি উদযাপনের একদিন পর জাতীয় রাজধানী নয়াদিল্লি, মুম্বাই এবং কলকাতা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (World’s most polluted cities) তালিকায় উঠে এসেছে।সোমবার, অর্থাৎ দীপাবলির পরের দিন এই শহরগুলির বায়ুর গুণমান উল্লেখযোগ্য মাত্রায় খারাপ হয়েছে।বায়ুর গুনমান খারাপ হওয়ার পেছনে মাত্রাতিরিক্ত আতশবাজি জ্বালানোকে দায়ী করা হয়েছে। আমাদের বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (World’s most polluted cities) তালিকায় যথারীতি প্রথম স্থান দখল করেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দীপাবলির পরের দিন এটির AQI (এয়ার কোয়ালিটি ইনডেক্স) পরিসংখ্যান ছিল ৪০৭। নভেম্বরের শুরু থেকে, দিল্লিতে AQI পরিসংখ্যান খারাপ হয়েছে। সুইস গ্রুপ আইকিউএয়ার শহরের বাতাসকে "বিপজ্জনক" বিভাগে রেখেছে।ভারতের আর্থিক রাজধানী মুম্বাই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়(World’s most polluted cities), ১৫৭ এর AQI সহ ষষ্ঠ স্থানে রয়েছে। কলকাতা ১৫৪ এর AQI সহ সপ্তম স্থানে রয়েছে। .....বিস্তারিত পড়ুন
Bandna Festival: ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল পাঁচ দিন বাঁদনার আমেজে মশগুল থাকে
বলরাম মাহাতোঃ চিরাচরিত রীতি অনুযায়ী কার্তিক অমাবস্যার আগের দিন থেকে মোট পাঁচ দিন ব্যাপী বাঁদনার(Bandna Festival) আমেজে মশগুল থাকে ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল। অবশ্য, পরবের শুভ সূচনা হয় তারও কয়েকদিন আগে। আদিবাসী সম্প্রদায়ের সামাজিক শাসন ব্যবস্থার চূড়ামণি হিসাবে গাঁয়ের মাহাতো, লায়া, দেহরি কিম্বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নির্ধারণ করেন- ৩, ৫, ৭ বা ৯ ক’দিন ধরে গবাদি পশুর শিং-এ তেল মাখাবে গৃহস্বামী! রুখামাটির দেশের লোকেরা কোনোকালেই মাছের তেলে মাছ ভাজা তত্ত্বের অনুসারী নয়। তাই তারা গোরুর শিং-এ অন্য তেলের পরিবর্তে কচড়া তেল মাখানোয় বিশ্বাসী। কারণ কচড়া তেল প্রস্তুত করতে গোধনকে খাটাতে হয় না যে! কচড়া তেলের অপ্রতুলতার কারণে বর্তমানে সরষের তেল ব্যবহৃত হলেও, কচড়া তেলের ধারণাটি যে কৃষিজীবী মানুষের গবাদি পশুর প্রতি প্রেমের দ্যোতক, তা বলাই বাহুল্য! এভাবেই রাঢ বঙ্গে গোবর নিকানো উঠোনে হাজির হয়- ঘাওয়া, অমাবস্যা, গরইয়া, বুঢ়ি বাঁদনা ও গুঁড়ি বাঁদনার উৎসবমুখর দিনগুলি। পঞ্চদিবসে তেল দেওয়া, গঠ পূজা, কাঁচি দুয়ারি, জাগান, গহাইল পূজা, চুমান, চউক পুরা, নিমছান, গোরু খুঁটা, কাঁটা কাঢ়া প্রভৃতি ১১টি প্রধান পর্ব সহ মোট ১৬টি লোকাচারের মাধ্যমে উদযাপিত হয় বাঁদনা পরব(Bandna Festival )। .....বিস্তারিত পড়ুন