

ছবি – এক্স হ্যান্ডেল থেকে নেওয়া।
উত্তরাপথঃ স্পোর্টস ডেস্ক – প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) রবিবার ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৪-০ গোলে পরাজিত করল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা দেখিয়ে দিল কেন তারা বিশ্ব ফুটবলের শীর্ষে—মায়ামির অভিজ্ঞ তারকাদের নিয়ে গঠিত দলটি যেন তাদের কাছে ছিল একদমই দুর্বল।
মায়ামি আশায় ছিল যে তাদের তারকা আর্জেন্টাইন খেলোয়াড় মেসি জাদু দেখিয়ে সাবেক ক্লাব পিএসজির বিরুদ্ধে একটা অপ্রত্যাশিত ফল এনে দিতে পারবেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। লুইস এনরিকের দল এমনই দাপুটে ছিল যে মায়ামিকে কার্যত গুঁড়িয়ে দিল তারা।
মেসি এবং তার পুরনো বার্সেলোনা সতীর্থ—লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেটস ও জর্দি আলবা—দলকে শেষ ষোলোয় তুলেছিলেন ঠিকই, কিন্তু পিএসজির সঙ্গে মানের পার্থক্য ৯০ মিনিটে পরিষ্কারভাবে ধরা পড়ল।
পিএসজির হয়ে জোড়া গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। এক আত্মঘাতী গোল করেন মায়ামির টমাস অ্যাভিলেস এবং চতুর্থ গোলটি করেন আশরাফ হাকিমি।
প্রথমার্ধেই খেলা শেষ
নেভেস ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের শেষ ১০ মিনিটে পিএসজি আরও তিন গোল করে কার্যত খেলার ফলাফল নির্ধারণ করে দেয়।
পিএসজির ওসমানে দেম্বেলে বলেন, “এই প্রতিযোগিতা এখন সত্যিই শুরু হয়েছে। আমরা সিরিয়াস ফুটবল খেলতে চেয়েছিলাম এবং সেটা পেরেছি।”
৬৬ হাজার দর্শকে ভর্তি মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার মের্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মেসির নামে গর্জে উঠছিল গ্যালারি। বেশিরভাগ দর্শকই মায়ামির উজ্জ্বল গোলাপি জার্সি কিংবা আর্জেন্টিনার জাতীয় জার্সি পরে এসেছিলেন।
তবে মাঠে ছিল একতরফা খেলা। শুরু থেকেই পিএসজি বল দখলে রাখে এবং আক্রমণের ঝড় তোলে। খভিচা kvaratskhelia ও ব্র্যাডলি বারকোলার আক্রমণ ঠেকালেও, মায়ামির ডিফেন্ডার মার্কেলো উইগান্টের একটি ফাউলের মাধ্যমে আসে প্রথম গোল।
মেসির ক্ষোভ আর নিরাশা
পিএসজির দ্বিতীয় গোলটি আসে বুসকেটসের ভুল থেকে, যার সুযোগ নিয়ে বারকোলা ও রুইজের পাসে নেভেসের দ্বিতীয় গোল। এরপর অ্যাভিলেসের আত্মঘাতী গোল ও হাকিমির রিবাউন্ড গোল পিএসজির দাপটের শেষ সিলমোহর বসায়।
হাকিমির প্রথম শট বারে লেগে ফিরে এলেও, তিনি ঠাণ্ডা মাথায় রিবাউন্ডে গোলটি করেন।
ম্যাচে হতাশ মেসি এক সময় বিরক্ত হয়ে পিএসজির ভিটিনহার ওপর রাগ ঝাড়েন। দ্বিতীয়ার্ধে মেসি একটি দারুণ পাস দেন সুয়ারেজকে, কিন্তু গোল করতে ব্যর্থ হন উরুগুয়ান তারকা।
একসময় মনে হচ্ছিল, ২০১৭ সালে লুইস এনরিকের বার্সার সেই ঐতিহাসিক ‘রেমন্টাডা’র পুনরাবৃত্তি হতে পারে, কিন্তু সেটি আর হল না। মেসি নিজেও গোলের জন্য একাধিক প্রচেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।
আলবার ইতিবাচক মূল্যায়ন
ম্যাচ শেষে জর্দি আলবা বলেন, “অনেকেই ভাবেনি আমরা এই পর্যায়ে পৌঁছাতে পারব। আমরা গ্রুপে সেরা দল ছিলাম, কিন্তু আজকের প্রতিপক্ষ ছিল বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল। প্রথমার্ধে আমরা কিছুটা পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে আমরা লড়াইয়ে ফিরেছিলাম, বেশি সুযোগ তৈরি করেছিলাম।”
পিএসজি কোয়ার্টার ফাইনালে এখন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ অথবা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হবে, আগামী শনিবার আটলান্টায়।
এই ম্যাচটি দেখিয়ে দিল ফুটবলে শুধু নামী খেলোয়াড় থাকলেই হয় না, দলগত পরিকল্পনা, ফিটনেস ও কোচিং কতটা গুরুত্বপূর্ণ। মেসি ও তার বার্সেলোনা-সমসাময়িক সতীর্থদের অভিজ্ঞতা থাকলেও, তারা আর আগের মতো দ্রুতগতির খেলোয়াড় নন। সেই সুযোগটাই নিয়েছে পিএসজি।
এবার দেখার পালা—তারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে কি না।
আরও পড়ুন
প্রাপ্তবয়স্কদের স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রোবায়োটিক
উত্তরাপথঃ সারা বিশ্বের জনসংখ্যার বয়স বৃদ্ধির সাথে স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস এবং ডিমেনশিয়ার মতো নিউরোডিজেনারেটিভ রোগের প্রকোপ বাড়ছে৷ তাদের এই সমস্যাগুলি যে কেবল তাদের একার সমস্যা তা নয় ,এটি ধীরে ধীরে পুরো পারিবারিক সমস্যার আকার নেয়।সম্প্রতি বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে মস্তিষ্কের কার্যকারিতাকে পুনরুদ্ধার করার জন্য গবেষকদের মধ্যে কার্যকর কৌশল খোঁজার আগ্রহ বাড়ছে।বর্তমানে বেশীরভাগ গবেষক মস্তিস্কের স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে প্রোবায়োটিকের সম্ভাব্য ভূমিকা নিয়ে গবেষণা করছেন । এখন খুব স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে প্রোবায়োটিক কি? কেনই বা গবেষকরা মস্তিস্কের স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে প্রোবায়োটিকের ভূমিকা নিয়ে গবেষণা করছেন । .....বিস্তারিত পড়ুন
Vijay Stambh : চিতোরগড় দুর্গে বিজয় স্তম্ভ হিন্দু – মুসলিম সহাবস্থানের প্রতীক
উত্তরাপথঃ খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে মৌর্য রাজবংশ কর্তৃক স্থাপিত চিতোরগড় দুর্গ সাহস ও আত্মত্যাগের প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে আছে। এই দুর্গ তার বিশাল কাঠামো, রাজপ্রাসাদ, একাধিক সুদৃশ্য মন্দির সহ সুন্দর জলাশয়ের জন্য বিখ্যাত।৭০০-একর এলাকা জুড়ে বিস্তৃত, এই দুর্গটিতে প্রায় ৬৫টি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন রয়েছে যা রাজপুত এবং ইসলামিক স্থাপত্য শৈলীর সূক্ষ্মতার প্রমান দেয়। বিজয় স্তম্ভ (Vijay Stambh)) হল এই দুর্গে অবস্থিত,সবচেয়ে মনোমুগ্ধকর কাঠামো।এই আশ্চর্য-অনুপ্রেরণামূলক স্তম্ভটি কেবল তার উচ্চতার জন্য বিখ্যাত নয়,এটি রাজপুতদের অদম্য সাহস এবং অধ্যবসায়ের গল্পও বলে যা চিতোরগড় দুর্গেরই সমার্থক হয়ে উঠেছে।বিজয় স্তম্ভ (Vijay Stambh), নাম থেকে বোঝা যায়, বিজয়ের প্রতীক। প্রাচীনকালে যে কোনো যুদ্ধ অভিযানের সাফল্যের পর সেই বিজয়কে স্মরণীয় করে রাখতে রাজারা মন্দির, স্তূপ, স্মৃতিস্তম্ভ ও স্তম্ভ নির্মাণ করতেন। ৯ তলা এই বিজয় স্তম্ভটি ১৯৪০ থেকে ১৪৪৮ সালের মধ্যে মহারানা কুম্ভ দ্বারা নির্মিত হয়েছিল। .....বিস্তারিত পড়ুন
World’s most polluted cities: নয়াদিল্লি, মুম্বাই এবং কলকাতা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়
উত্তরাপথঃ দিওয়ালি উদযাপনের একদিন পর জাতীয় রাজধানী নয়াদিল্লি, মুম্বাই এবং কলকাতা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (World’s most polluted cities) তালিকায় উঠে এসেছে।সোমবার, অর্থাৎ দীপাবলির পরের দিন এই শহরগুলির বায়ুর গুণমান উল্লেখযোগ্য মাত্রায় খারাপ হয়েছে।বায়ুর গুনমান খারাপ হওয়ার পেছনে মাত্রাতিরিক্ত আতশবাজি জ্বালানোকে দায়ী করা হয়েছে। আমাদের বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (World’s most polluted cities) তালিকায় যথারীতি প্রথম স্থান দখল করেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দীপাবলির পরের দিন এটির AQI (এয়ার কোয়ালিটি ইনডেক্স) পরিসংখ্যান ছিল ৪০৭। নভেম্বরের শুরু থেকে, দিল্লিতে AQI পরিসংখ্যান খারাপ হয়েছে। সুইস গ্রুপ আইকিউএয়ার শহরের বাতাসকে "বিপজ্জনক" বিভাগে রেখেছে।ভারতের আর্থিক রাজধানী মুম্বাই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়(World’s most polluted cities), ১৫৭ এর AQI সহ ষষ্ঠ স্থানে রয়েছে। কলকাতা ১৫৪ এর AQI সহ সপ্তম স্থানে রয়েছে। .....বিস্তারিত পড়ুন
World Children's Day: সত্যিই কি ‘বিশ্ব শিশু দিবস´পালনের কোনও যৌক্তিকতা আছে ?
প্রীতি গুপ্তাঃ হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন তারপর ১৪ নভেম্বর আমাদের দেশ সহ সারা বিশ্বজুড়ে পালন করা হবে ‘বিশ্ব শিশু দিবস´(World Children's Day)।এই দিনটি শিশুদের মঙ্গলের জন্য, তাদের ভবিষ্যতের জন্য একটি অনুকূল বিশ্ব তৈরি করার প্রচেষ্টার একটি দিন।কিন্তু প্রশ্ন,সত্যি কি হাজার হাজার কোটি টাকা খরচ করে সারা বিশ্ব জুড়ে শিশু দিবস পালন করার কোনও যৌক্তিকতা আছে? আদৌ কি এর কোনও লাভ আমরা আমাদের প্রান্তিক স্তরের শিশুদের কাছে পৌঁছে দিতে পেরেছি ? সম্প্রতি কাজের প্রয়োজনে রাজস্থানের উদয়পুর শহরে আসা। আমরা সবাই জানি উদয়পুর বিখ্যাত তার হ্রদের কারণে । এখানকার স্থানীয় থেকে পর্যটক সকলেই এই সুন্দর হ্রদগুলির আকর্ষণে বারবার ছুঁটে যায়। ‘ফতে সাহেব লেক’ রাজস্থানের উদয়পুরের এক বিখ্যাত পর্যটক স্থল।এখানে বহু মানুষ সকাল- বিকেল এই লেকের চার ধারে হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়ে। সেভাবেই দুই দিন আগে বিকেলে হঠাৎ করে বেরিয়ে পড়লাম ‘ফতে সাহেব লেকের ধারে হাঁটার উদ্দেশ্য নিয়ে। হাঁটার মাঝখানে হঠাৎ করে একটি বাচ্চাছেলে আওয়াজ করে ডাকছে ,বললাম কিছু বলবি? সে বলল একটু দাঁড়াতে। ও ছুটে গিয়ে হাতে করে কয়েকটি বেলুন নিয়ে এসে হাজির । সে বারবার বেলুন কেনার অনুরোধ জানাতে লাগল। হাতে অন্য কাজের চাপ নেই অনেকটা অবসর সময় তাই আমি অনেকটা সাংবাদিক সুলভ মন নিয়ে বললাম ঠিক আছে আমি তোর বেলুন নেব ,কিন্তু তার আগে আমি তোকে যা বলব তার তার ঠিক ঠিক উত্তর দিতে হবে। সে খুশী খুশী রাজি হয়ে গেল । .....বিস্তারিত পড়ুন