

উত্তরাপথঃঅস্ট্রেলিয়ার গবেষকরা সম্প্রতি একটি যুগান্তকারী গবেষণা করেছেন যা এই ধারণাটিকে প্রশ্নের মুখে এনে দিয়েছে যে ব্যক্তির ভাগ্য জন্ম দ্বারা নির্ধারিত হয়। গবেষণাটিতে জন্ম থেকে ৩৪ বছর বয়সী ১৬৭ জন শিশুর জীবন অনুসরণ করে, কীভাবে সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি তাদের জীবনকে প্রভাবিত করেছে তা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ জনসনের নেতৃত্বে গবেষণা দলটি খুঁজে পেয়েছে যে যদিও একটি শিশুর পটভূমি তাদের জীবনের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে, তবে এটি শেষ পর্যন্ত তাদের ভাগ্য নির্ধারণ করে না। সমীক্ষায় দেখা গেছে যে অনেক শিশু যারা প্রতিকূল পরিস্থিতিতে বড় হয়েছে তারা তাদের সম্মুখীন হওয়া বাধাগুলি অতিক্রম করতে এবং সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল।
অধ্যয়নের মূল ফলাফলগুলির মধ্যে একটি ছিল যে শিক্ষার সুযোগ অংশগ্রহণকারীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যে সকল শিশুরা মানসম্মত শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছিল তাদের আর্থ-সামাজিক পটভূমি নির্বিশেষে জীবনে সফল হওয়ার সম্ভাবনা বেশি ছিল।এক্ষেত্রে শিক্ষাকে দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসার উপায় হিসাবে এবং প্রতিটি শিশুকে সফল হওয়ার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার উপায় হিসাবে শিক্ষায় বিনিয়োগের গুরুত্বকে তুলে ধরা হয়েছে।
অধ্যয়ন থেকে আরেকটি আকর্ষণীয় বিষয় উঠে এসেছে, তা হল ব্যক্তিদের প্রতিকূলতা কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য সমাজে পরিপার্শ্বিক পরিবেশের গুরুত্ব।যে সব শিশুএকটি সহযোগিতা মূলক পরিবারের সদস্য এবং যাদের বন্ধুবান্ধব তাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে সেই সব শিশুদের লক্ষ্য অর্জনের সম্ভাবনা বেশী । গবেষণায় ব্যক্তিদের উন্নতির জন্য প্রয়োজনীয় সংস্থান সরবরাহ করার ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিবেশের ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে।
গবেষণাটি অংশগ্রহণকারীদের আর্থিক স্থিতিস্থাপকতা এবং মানসিক সংকল্পকে তুলে ধরে। গবেষকদের মতে গবেষণায় অংশ গ্রহণকারীদের মধ্যে অনেকেই তাদের স্বপ্ন অর্জনের জন্য বড় বড় বাঁধা অতিক্রম করতে সক্ষম হয়েছে। নতুন এই গবেষণা এত দিন ধরে চলে আসা এই ধারণাটিকে চ্যালেঞ্জ করে যে কারো ভাগ্য জন্মের সময় তাদের পরিস্থিতি দ্বারা পূর্বনির্ধারিত হয় এবং এটি ব্যক্তিদের জীবনে তাদের নিজস্ব পথ তৈরি করার ক্ষমতাকে তুলে ধরে। সামগ্রিকভাবে, অস্ট্রেলিয়ান গবেষণা সেই বিষয়গুলির উপর মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে যারা বিশ্বাস করে যে ব্যক্তির ভাগ্য জন্ম দ্বারা নির্ধারিত হয়।
আরও পড়ুন
মানুষে মানুষে ঐক্য কীভাবে সম্ভব
দিলীপ গায়েন: হিন্দু,মুসলমান,ব্রাহ্মণ,তফসিলি।সকলেই মানুষ।কিন্তু এদের মধ্যে যে ব্যবধান তা হলো ধর্ম ও সাংস্কৃতিক। এই ব্যবধান মুছতে পারলে একাকার হওয়া সম্ভব। যারা বলছে আর্থিক সমতা প্রতিষ্ঠা হলে ব্যবধান মুছে যাবে, তাদের কথাটি বোধ হয় সঠিক নয়।তার প্রমাণ গরিব ও শ্রমিক শ্রেণীর মধ্যে আর্থিক ব্যবধান নেই। অথচ জাতিভেদ রয়ে গেছে। তেমনি কিছু ব্যতিক্রমী ঘটনা ব্যতীত ধনী ও শিক্ষিত সমাজে আর্থিক সচ্ছলতা থাকলেও জাতিভেদ রয়ে গেছে। একমাত্র হাসপাতালে বা চিকিৎসা ব্যবস্থায় জাতিভেদ নেই।কারণ সেখানে তো প্রচলিত ধর্মজাত প্রভেদ বা পরিচয় নেই। আছে মেডিসিন, যা সম্পূর্ণ বিজ্ঞান। কারোর ধর্ম বা জাত দেখে প্রেসক্রিপশন হয় কি? এখানে মানুষের একমাত্র এবং শেষ পরিচয় সে মানুষ। .....বিস্তারিত পড়ুন
সীমানা
অসীম পাঠক: কল্লোলিনী তিলোত্তমার অভিজাত বেলভিউ নার্সিং হোমের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে শোরগোল পড়ে গেলো, ডাক্তার নার্স সবার ছুটোছুটি। সিনিয়র ডক্টর মিঃ লাহিড়ী সব শুনে চমকে গেলেন, অস্ফুটে গলা থেকে বেরোলো তাঁর "ইটস এ রেয়ার কেস অফ মেডিক্যাল সায়েন্স "। তারপর স্টেথো টা ঝুলিয়ে রিভলভিং ছেড়ে উঠতে উঠতে বললেন , " ইমিডিয়েট বাড়ির লোকেদের খবর দিন " …..বিশ্বজিৎ মজুমদার কুড়ি বছর কোমাতে। আজ ই রেসপন্স করছেন ।সবাই যখন হাল ছেড়ে দিয়েছে ,জন্ম মৃত্যুর সীমানা থেকে তিনি তখন জেগে উঠেছেন, অবচেতনের সব জাগতিক অনুভূতি থেকে .....বিস্তারিত পড়ুন
রাহুলের ভারতজোড় সাফল্য পেলেও, অভিষেক কি পারবে ?
উত্তরাপথ: রাহুল গান্ধীর ১৪৬ দিনের প্রায় ৩৮৫০ কিলোমিটার ভারতজোড় যাত্রার সাফল্য কংগ্রেস ঘরে তুলতেই তৃনমূলের নতুন উদ্যোগ জনসংযোগ যাত্রা।এই যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ৬০ দিনে ৩,৫০০ কিলোমিটার দীর্ঘ " জনসংযোগ " করবেন। উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থেকে শুরু হওয়া এই যাত্রা রাজ্যের সবচেয়ে দক্ষিণ প্রান্ত দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে শেষ হবে। এই পুরো যাত্রায় অভিষেক মোট ২৫০টি সমাবেশে ভাষণ দেবেন। এখন প্রশ্ন তৃণমূল তথা অভিষেকের জনসংযোগ যাত্রার প্রাসঙ্গিকতা নিয়ে। কংগ্রেস তথা রাহুল গান্ধীর ভারতজোড় যাত্রার উদ্দেশ্য .....বিস্তারিত পড়ুন
হয়ে গেল পরিণীতি ও রাঘবের এনগেজমেন্টে
উত্তরাপথ: আংটি বদলের মাধ্যমে হয়ে গেল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার এনগেজমেন্টে । পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একে-অপরকে আংটি পরিয়ে দিলেন রাঘব-পরিণীতি। শনিবারের মায়াবী সন্ধ্যায় রাঘব ও পরিণীতির জুটি থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। এনগেজমেন্টে পরিণীতি পরেছিলেন ক্রিম রঙের সালোয়ার স্যুট। অপরদিকে রাঘব পরেছিলেন সাদা রঙের কুর্তা-পায়জামা। পরিণীতি ও রাঘবের এনগেজমেন্টে তাদের গোটা পরিবারকে দেখা গেল আনন্দ করতে। .....বিস্তারিত পড়ুন