শনির ‘অদৃশ্য’ বলয়! 

আলাদা আলাদা কোণ থেকে শনির বলয়-এর দৃশ্যমানতা| ছবিটি Star Walk নামক এক্স হ্যান্ডল থেকে সংগৃহীত|  

ড. সায়ন বসু: গ্যালিলিও গ্যালিলেই তার নিজের ছোট টেলিস্কোপ ব্যবহার করে ১৬১০ সালে শনির বলয়গুলি প্রথমবারের মতো পর্যবেক্ষণ করেছিলেন। তবে তার টেলিস্কোপের তেমন ক্ষমতা ছিল না, যা দিয়ে তিনি স্পষ্টভাবে এই বলয়গুলির বৈশিষ্ট্য দেখাতে পারতেন। তিনি সেগুলিকে উপগ্রহ হিসেবে দেখেছিলেন, মনে করেছিলেন এগুলি শনির চাঁদ। ১৬১২ সালে যখন তিনি আবার শনির দিকে তার টেলিস্কোপ তাক করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখলেন যে উপগ্রহগুলি অদৃশ্য হয়ে গেছে! পরে, আকর্ষণীয়ভাবে, গ্যালিলিও অবশেষে দেখলেন যে উপগ্রহগুলি ফিরে এসেছে। 

আমাদের মধ্যে কতজন খেয়াল করেছেন জানি না তবে মার্চ মাসের শেষ সপ্তাহে শনির বিখ্যাত বলয়গুলি আবার কার্যত ‘অদৃশ্য’ হয়ে গিয়েছিল! এর আগে ২০০৯ সালে শেষবার এমন ঘটনা ঘটেছিল| আসলে প্রতি ১৩ থেকে ১৫ বছর অন্তর, শনি গ্রহের বলয়গুলি আমাদের দৃষ্টিসীমার সঙ্গে সম্পূর্ণরূপে এক সরলরেখায় অবস্থান করে, যার ফলে এগুলি পৃথিবী থেকে প্রায় অদৃশ্য মনে হয়। এই ক্ষণস্থায়ী ঘটনাটি “রিং প্লেন ক্রসিং” নামে পরিচিত| এই মহাজাগতিক ঘটনাটি ঘটে রবিবার (২৩ মার্চ) ভারতীয় সময় রাত ১০টা নাগাদ, যখন পৃথিবী, শনির বলয় সমতলের মধ্য দিয়ে অতিক্রম করে।

রিং-প্লেন ক্রসিং এর সময় শনির ছবি| এটি Damian Peach নামক এক্স হ্যান্ডল থেকে সংগৃহীত|

দুর্ভাগ্যবশত, এই রিং প্লেন ক্রসিং বেশিরভাগ আকাশ পর্যবেক্ষকদের জন্য দেখা সম্ভব ছিল না। মধ্য-উত্তর অক্ষাংশে অবস্থানকারীদের জন্য, শনি ভোরের আগে সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে এবং সকাল বেলার এক্লিপটিকের অনেক নিচে থাকে, যার ফলে এটি দেখা কঠিন। তবে মধ্য-দক্ষিণ অক্ষাংশে থাকা পর্যবেক্ষকদের জন্য শনিকে বলয়হীন অবস্থায় দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি| বলয়যুক্ত গ্রহ শনি সূর্যকে ঘিরে একবার ঘুরে আসে প্রতি ২৯.৪ পৃথিবী বছরে (১ পৃথিবী বছর=৩৬৫ দিন)। এই চক্র চলাকালীন, পৃথিবী থেকে শনির বলয়গুলোর দৃশ্যমানতা পরিবর্তিত হয়, কারণ গ্রহটি ২৭ ডিগ্রি হেলানো একটি অক্ষের চারদিকে ঘোরে। কখনও কখনও এর বলয়গুলি এমনভাবে হেলানো থাকে যে আমরা সেগুলিকে স্পষ্টভাবে দেখতে পাই, আবার কখনও সেগুলি এমনভাবে অবস্থান করে যে আমরা সেগুলিকে একেবারে সরু একটি রেখার মতো দেখি বা একেবারেই দেখতে পাই না, কারণ তখন সেগুলি শনির ডিস্কের ওপর সরলরেখায় অবস্থান করে।

শনির বলয়গুলি মূলত জলীয় বরফ দিয়ে তৈরি, সঙ্গে রয়েছে ছোট ছোট শিলা ও ধুলিকণার কণিকা। ধারণা করা হয়, এই বলয়গুলি ধ্বংসপ্রাপ্ত ধূমকেতু, গ্রহাণু বা ভেঙে পড়া উপগ্রহের অবশিষ্টাংশ, যা  শনির প্রবল মাধ্যাকর্ষণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। যদিও শনির বলয়গুলি প্রায় ১,৭০,০০০ মাইল (২৭৩,৬০০ কিলোমিটার) জুড়ে বিস্তৃত, কিন্তু এগুলি মাত্র ৩০ ফুট (১০ মিটার) পুরু, যার ফলে যেকোনো কোণ থেকে দেখলে এগুলিকে খুব পাতলা ও হালকা কুয়াশার মতো মনে হয়। তবে যখন এই বলয়গুলি পৃথিবীর সঙ্গে সরলরেখায় অবস্থান করে (edge-on alignment), তখন তারা খুব সামান্য আলো প্রতিফলিত করে এবং এগুলিকে প্রায় দেখা যায় না। সূর্যকে ঘিরে শনির কক্ষপথে ঘোরার সময়, গ্রহটির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। যখন শনি আমাদের দিকে হেলানো অবস্থায় থাকে, তখন আমরা তার বলয়গুলির উপরের দিকটি দেখতে পাই। আবার যখন শনি আমাদের থেকে দূরে হেলে থাকে, তখন আমরা এর বলয়গুলির নিচের দিকটি দেখি। পৃথিবী যখন এই দুটি দৃষ্টিকোণের মধ্যবর্তী অবস্থানে চলে আসে, তখন আমরা শনির বলয় সমতলের মধ্য দিয়ে অতিক্রম করি। এর ফলে, আমরা শনিকে এমনভাবে দেখি যাতে তার বলয়গুলি সরলরেখায় থাকায় সেগুলি দৃশ্যত অদৃশ্য হয়ে যায়, এবং শনিকে একটি বলয়বিহীন গ্রহের মতো মনে হয়।

গত সাত বছর ধরে শনির বলয়গুলি ধীরে ধীরে এমনভাবে হেলেছে যে তারা পৃথিবীর দৃষ্টিকোণে প্রায় সরলরেখায় এসে দাঁড়িয়েছিল। তবে সৌভাগ্যবশত, এই সরলরেখায় দেখাটিও একটি অস্থায়ী ঘটনা মাত্র। কয়েক ঘণ্টার মধ্যেই বলয়গুলি আবার ধীরে ধীরে পৃথিবীর দিকে হেলতে শুরু করে এবং প্রথমে একটি সরু রেখার মতো দেখায়। পরবর্তী কয়েক মাসে, এই বলয়গুলি ক্রমশ আরও স্পষ্টভাবে দৃশ্যমান হবে। ২০৩২ সালে, বলয়গুলি পৃথিবী থেকে আবারও সবচেয়ে ভালোভাবে দেখা যাবে, কারণ তখন তারা সর্বোচ্চ হেলানো অবস্থায় থাকবে। যদিও এই বছরের শেষে আর একটি সুযোগ আসবে, ২৩ নভেম্বর, যখন শনির বলয়গুলি প্রায় সরলরেখায় থাকবে।

*লেখক বর্তমানে দক্ষিণ আফ্রিকার University of Witwatersrand এ পদার্থবিদ্যা বিভাগে কর্মরত| 

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


World’s most polluted cities: নয়াদিল্লি, মুম্বাই এবং কলকাতা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়

উত্তরাপথঃ দিওয়ালি উদযাপনের একদিন পর জাতীয় রাজধানী নয়াদিল্লি, মুম্বাই এবং কলকাতা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (World’s most polluted cities) তালিকায় উঠে এসেছে।সোমবার, অর্থাৎ দীপাবলির পরের দিন এই শহরগুলির বায়ুর গুণমান উল্লেখযোগ্য মাত্রায় খারাপ হয়েছে।বায়ুর গুনমান খারাপ হওয়ার পেছনে মাত্রাতিরিক্ত আতশবাজি জ্বালানোকে দায়ী করা হয়েছে। আমাদের বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (World’s most polluted cities) তালিকায় যথারীতি প্রথম স্থান দখল করেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দীপাবলির পরের দিন এটির AQI (এয়ার কোয়ালিটি ইনডেক্স) পরিসংখ্যান ছিল ৪০৭। নভেম্বরের শুরু থেকে, দিল্লিতে AQI পরিসংখ্যান খারাপ হয়েছে।  সুইস গ্রুপ আইকিউএয়ার শহরের বাতাসকে "বিপজ্জনক" বিভাগে রেখেছে।ভারতের আর্থিক রাজধানী মুম্বাই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়(World’s most polluted cities), ১৫৭ এর AQI সহ ষষ্ঠ স্থানে রয়েছে। কলকাতা ১৫৪ এর AQI সহ সপ্তম স্থানে রয়েছে। .....বিস্তারিত পড়ুন

সহযাত্রী

দীপা - আর তো এগারো বছর আটমাস বারোদিন চাকরি , তাই না ? অংশু - বাপরে বরাবরই তোমার স্মৃতিশক্তি প্রবল , এতোটা মনে আছে ? দীপা- ঘোরো টো টো করে আর কটা বছর , আফটার রিটায়ার্ড মেন্ট কি করবে ? অংশু - ফার্ম হাউস ,গাছপালা পশুপাখি নিয়ে থাকবো। দীপা- বাঃ উন্নতি হয়েছে। যে অংশুবাবু কখনও একটা ফুলের চারা লাগায়নি সে কিনা ফার্ম হাউস করবে … অংশু - সময়ের সাথে সব বদলায় ম্যাডাম , আচ্ছা তোমার কনুইয়ের নীচে সেই পোড়া দাগটা দেখি তো গেছে কিনা … দীপা- তুমি অনেক রোগা হয়ে গেছো , তা ওজন কত শুনি ? অংশু - সত্তর বাহাত্তর হবে বোধহয় মাপিনি, দীপা - তা কেনো মাপবে ? একটা অগোছালো মানুষ। অংশু - যাক বাবা তাও অপদার্থ শব্দ টা বলোনি। দীপা - ভাবোনা ডিভোর্স হয়েছে বলে সে অধিকার নেই। সমাজ বিজ্ঞানের অধ্যাপক হয়েও আসলে সমাজটাই শেখোনি , আর কি শিখেছো বলো, ঐ ছেলে পড়ানো , সেমিনার আর লেখালেখি। তা ধন্যবাদ তোমার রূপালী ঠৌট উপন্যাস এবছর একাডেমি পেলো , দারুণ লেখো তুমি, আগের চেয়ে অনেক ধার। অংশু- বাঃ তুমি পড়েছো ? দীপা- সব পড়েছি , তোমার রিসেন্ট উপন্যাসের নায়িকা মেঘনা টি কে ? মানে কার আড়ালে কাকে লিখেছো ? অংশু - এও কি বাংলা সাহিত্যের অধ্যাপিকাকে বলে দিতে হবে ? দীপা- বারোটা বছর সময়ের শাসনে অনেক বদলালেও আমি বোধহয় সেই বড্ড সেকেলেই রয়ে গেলাম। অংশু - একা একাই কাটিয়ে দিলে বারো বছর। দীপা- একই প্রশ্ন আমিও করতে পারি। অংশু - আচ্ছা দীপা আজ না হয় শেষবারের মতো বলি, আমার মধ্যে কি ছিলো না বলোতো ? কেনো পারোনি এই বাউন্ডুলে ভবঘুরে মানুষটার সাথে চিরকালের ঘর বাঁধতে ? আমি কি ভালোবাসতে জানি না ? .....বিস্তারিত পড়ুন

World Children's Day: সত্যিই কি ‘বিশ্ব শিশু দিবস´পালনের কোনও যৌক্তিকতা আছে ?

প্রীতি গুপ্তাঃ হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন তারপর ১৪ নভেম্বর আমাদের দেশ সহ সারা বিশ্বজুড়ে  পালন করা হবে ‘বিশ্ব শিশু দিবস´(World Children's Day)।এই দিনটি শিশুদের মঙ্গলের জন্য, তাদের ভবিষ্যতের জন্য একটি অনুকূল বিশ্ব তৈরি করার প্রচেষ্টার একটি দিন।কিন্তু প্রশ্ন,সত্যি কি হাজার হাজার কোটি টাকা খরচ করে সারা বিশ্ব জুড়ে শিশু দিবস পালন করার কোনও যৌক্তিকতা আছে? আদৌ কি এর কোনও লাভ আমরা আমাদের প্রান্তিক স্তরের শিশুদের কাছে পৌঁছে দিতে পেরেছি ? সম্প্রতি কাজের প্রয়োজনে রাজস্থানের উদয়পুর শহরে আসা। আমরা সবাই জানি উদয়পুর বিখ্যাত তার হ্রদের কারণে । এখানকার স্থানীয় থেকে পর্যটক সকলেই এই সুন্দর হ্রদগুলির আকর্ষণে বারবার ছুঁটে যায়। ‘ফতে সাহেব লেক’ রাজস্থানের উদয়পুরের এক বিখ্যাত পর্যটক স্থল।এখানে বহু মানুষ সকাল- বিকেল এই লেকের চার ধারে হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়ে। সেভাবেই দুই দিন আগে বিকেলে হঠাৎ করে বেরিয়ে পড়লাম ‘ফতে সাহেব লেকের ধারে হাঁটার উদ্দেশ্য নিয়ে। হাঁটার মাঝখানে হঠাৎ করে একটি বাচ্চাছেলে আওয়াজ করে ডাকছে ,বললাম কিছু বলবি? সে বলল একটু দাঁড়াতে। ও ছুটে গিয়ে হাতে করে কয়েকটি বেলুন নিয়ে এসে হাজির । সে বারবার বেলুন কেনার অনুরোধ জানাতে লাগল। হাতে অন্য কাজের চাপ নেই অনেকটা অবসর সময় তাই আমি অনেকটা সাংবাদিক সুলভ মন নিয়ে বললাম ঠিক আছে আমি তোর বেলুন নেব ,কিন্তু তার আগে আমি  তোকে যা বলব তার তার ঠিক ঠিক উত্তর দিতে হবে। সে খুশী খুশী রাজি হয়ে গেল । .....বিস্তারিত পড়ুন

রাতের ঘামের সমস্যা এবং এ সম্পর্কে আপনি কি করতে পারেন  

উত্তরাপথঃ রাতের ঘামের সমস্যা শরীরের কুলিং সিস্টেমের একটি স্বাভাবিক অংশ, তাপ মুক্তি এবং সর্বোত্তম শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।তবে রাতের ঘাম একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে।এর  অস্বস্তিকর অনুভূতির জন্য ঘুম ব্যাহত হতে পারে, যার ফলে ক্লান্তি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। আপনি যদি রাতে অতিরিক্ত ঘাম অনুভব করেন, তাহলে তার অন্তর্নিহিত কারণটি চিহ্নিত করা এবং এটি মোকাবেলার জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। এখানে রাতের ঘামের কিছু সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করা হল।মেনোপজ: যে কেউ, বয়স বা লিঙ্গ নির্বিশেষে, রাতের ঘাম অনুভব করতে পারে। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top