বর্জ্য কমাতে পুরাতন জুতা এবং জামাকাপড় মেরামতের জন্য বোনাস

ছবি -প্রতীকী

উত্তরাপথ: পরিবেশে বর্জ্য কমাতে এবং  টেক্সটাইল শিল্প থেকে উৎসারিত বর্জ্য এবং তাপজনিত দূষণ কম করার উদ্দেশ্যে ফ্রান্স একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে । ফ্রান্স  সরকারের এই নতুন উদ্যোগ নাগরিকদের তাদের জুতা এবং জামাকাপড় ফেলে দেওয়ার পরিবর্তে মেরামত করে আরও দীর্ঘদিন ব্যবহারে উৎসাহিত করবে। মঙ্গলবার পরিবেশ বিভাগের সেক্রেটারি বেরঞ্জে কুইয়া বলেন, পোশাক ও জুতা মেরামতের ধরন অনুযায়ী ৬ থেকে ২৫ ইউরো পর্যন্ত বোনাস দেওয়া হবে।

উদাহরণস্বরূপ, একটি কাপড় শুধু পুনরায় সেলাই করতে গেলে ৬ ইউরো ছাড় পাবেন গ্রাহকেরা, অন্যদিকে একজোড়া জুতায় নতুন করে সোল লাগাতে গেলে ২৫ ইউরো ছাড় পাওয়া যাবে । ফ্রান্স সরকার বর্জ্য কমাতে একটা বৃত্তাকার অর্থনীতি তৈরি করতে চাইছেন যাতে একটি  পণ্য অনেকদিন ধরে ব্যবহার হয়, এই উদ্ভাবনী পদ্ধতির ফলে পরিবেশও রক্ষা পাবে। বেরঞ্জে কুইয়া বলেন, টেক্সটাইল শিল্প এখন যে পথে চলছে তাতে ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের এক-চতুর্থাংশের জন্য টেক্সটাইল শিল্প দায়ী হতে পারে। এর ফলে এটি হবে বিশ্বের দ্বিতীয় দূষণকারী শিল্প।সেই সাথে তিনি আরও বলেন  আমি আশা করছি যে, বিশ্বজুড়ে টেক্সটাইল শিল্পের প্রভাব যে ভাবে আমাদের পরিবেশকে প্রভাবিত করছে সে ব্যাপারে ফরাসিরা সচেতন হবেন এবং বুঝতে পারবেন যে আমরা এই মুহুর্তে যেভাবে বিভিন্ন জিনিস ব্যবহার করছি সেটা সঠিক উপায় নয়।”

ফ্রান্সের পরিবেশ মন্ত্রণালয় ‘রিফ্যাশন’ নামের একটি ফরাসি বেসরকারি সংস্থাকে পরিবেশে বর্জ্য কমাতে এই স্কিম চালু করতে নির্দেশ দিয়েছে।এই স্কিমের মাধ্যমে দর্জি, কাপড়ের ব্র্যান্ড এবং জুতা মেরামতের দোকানগুলো এই উদ্যোগে অংশগ্রহণ করতে পারবে। ভর্তুকি কার্যক্রমকে সহায়তার জন্য রিফ্যাশন এখন থেকে ‘ইকো-কন্ট্রিবিউশন’ হিসেবে খুব সামান্য কিছু অর্থ নাগরিকদের থেকে আদায় করবে। আগামী অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই স্কিমে সরকার কোনও অর্থ বিনিয়োগ করবে না।

রিফ্যাশন বলছে, ২০২২ সালে ফ্রান্সে ৩.৩ বিলিয়ন টুকরো কাপড়, জুতা এবং গৃহস্থালির জিনিস বর্জ্য হিসাবে সংগৃহীত হয়েছিল।পরিবেশ মন্ত্রণালয়ের মতে, প্রতি বছর ৭০০,০০০ টন কাপড় ফরাসিরা ফেলে দেয়- যেগুলো এখন থেকে রিসাইকেল করা হবে। ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের মতো ইলেক্ট্রনিক পণ্যগুলোর ক্ষেত্রেও একই স্কিম চালু করার কথা ভাবা হচ্ছে।

জুতা এবং জামাকাপড় মেরামতের জন্য বোনাস প্রদানের ফ্রান্সের সিদ্ধান্ত প্রধানত বর্জ্যের বিরুদ্ধে লড়াই এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত হতে পারে ৷ নাগরিকদের তাদের জিনিসপত্র ফেলে দেওয়ার পরিবর্তে মেরামত করে পুনরায় ব্যবহার করতে উৎসাহিত করে, ফ্রান্স একটি পরিবেশ বান্ধব বৃত্তাকার অর্থনীতির সূচনা করছে । এই উদ্যোগটি শুধুমাত্র আমাদের পৃথিবীকে উপকৃত করবে না সেই সাথে স্থানীয় ছোট ব্যবসাকে সমর্থন করবে । এই ধরনের উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে, ফ্রান্স বিশ্বের কাছে একটি উদাহরণ স্থাপন করছে, যা আগামীতে বিশ্বের বিভিন্ন দেশকে অনুপ্রাণিত করবে এবং পরিবেশের উপর উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


প্রয়াত "কালবেলা"-র স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার

উত্তরাপথ: সাহিত্য একাডেমি পুরুষ্কার প্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার কলকাতার এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।বেশ কিছুদিন ধরে তিনি ফুসফুস ও শ্বাসনালীর সংক্রামণের কারনে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম এই বিখ্যাত লেখকের।ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় এসেছিলেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা (সাম্মানিক) স্নাতক বিভাগে৷ এর পর স্নাতকোত্তর  সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য .....বিস্তারিত পড়ুন

আগামী ফিল্ম ফেস্টিভ্যালে কি সলমন খানকেও দেখা যাবে কলকাতায় ?

উত্তরাপথ: একেই বলে রথ দেখা কলা বেচা। এলেন ইস্ট বেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে,আর বাড়তি পাওনা হিসেবে পেয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একান্ত সাক্ষাতের সুযোগ।  কালো টয়োটা এসইউভি ডব্লিউবি০২এএন৬৬৪৯ গাড়িতে করে বিকেল ৪টে ২০ মিনিটে পৌঁছেযান মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। অবশ্য রাস্তায় উপচে পড়া ভিড়ের জন্য দু'বার দাঁড়াতে হয়েছিল গাড়িতে থাকা সুপারস্টারকে। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকে সলমন খান। আগেই নিজের টালির চালার বাড়ির সামনে আটপৌড়ে শাড়িতে অপেক্ষায় .....বিস্তারিত পড়ুন

Scroll to Top