লোভনীয় চাকরির আশায় কম্বোডিয়ায় যাওয়া ভারতীয়দের কার্যত ক্রীতদাস হয়ে থাকতে হচ্ছে  

উত্তরাপথঃউড়িষ্যার রৌরকেলায় আন্তর্জাতিক সাইবার জালিয়াতি চক্র ধরা পড়ার পর তদন্তকারী আধিকারিকদের তদন্তে জানা গেছে, ভারত থেকে শিক্ষিত ও কম্পিউটার বিশেষজ্ঞ যুবকদের চাকরির আশায় কম্বোডিয়ায় ডেকে নিয়ে সেখানে তাদের সাইবার দাসত্বের শিকার করা হচ্ছে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখা ১৪C যখন সমস্ত দিক গভীরভাবে তদন্ত করে, তখন এই বড় এবং চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে।এর পরে, এমএইচএ-কে তথ্য দেওয়া হয় এবং বিদেশ মন্ত্রকের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে সাইবার জালিয়াতি চক্রের সাথে মোকাবিলা করার বিষয়ে আলোচনা হয়।

সম্প্রতি ওড়িশার রাউরকেলা পুলিশ ‘ফেক স্টক ট্রেডিং অ্যাপ’-এর সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে।  এর পরে জানা গেল যে কম্বোডিয়া থেকে যারা সম্প্রতি ভারতে ফিরে এসেছেন তারা সাইবার অপরাধে জড়িত।  এই ধরনের লোকেরা ভারতে এসে বিশাল আকারে সাইবার জালিয়াতির একটি চক্র পরিচালনা শুরু করেছে। ভারত থেকে কম্বোডিয়ায় গেছেন ৪ থেকে ৫ হাজার মানুষ।  সেখানে গিয়ে তাদের জোর করে সাইবার জালিয়াতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে খবর।এই বিষয়ে, এমএইচএর সাইবার শাখা বিদেশ মন্ত্রকের আধিকারিকদের সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেছে, যেখানে জানা গেছে যে এই ধরণের প্রতারণাকারী অপরাধীদের একটি দীর্ঘ তালিকা রয়েছে যার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত।

জানা গিয়েছে, ডেটা এন্ট্রির কাজ দেওয়ার নামে প্রচুর ভারতীয় নাগরিককে গত কয়েক মাস ধরে কম্বোডিয়ায় পাঠানো হয়েছিল। লোভনীয় চাকরির আশায় ফাঁদে পা দিতেই ঘনায় বিপর্যয়। কম্বোডিয়ায় গিয়ে কার্যত ক্রীতদাস হয়ে থাকতে হচ্ছে ওই ভারতীয়দের। অভিযোগ, এ পর্যন্ত ৬ মাসে ওই ভারতীয়দের প্রায় ৫০০ কোটি টাকা প্রতারণা করা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে পাসপোর্ট। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ইচ্ছার বিরুদ্ধে ভারতীয়দের জোর করে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত করা হচ্ছে। তাদের কম্বোডিয়া থেকে মুক্ত করার কৌশল তৈরি করছে কেন্দ্রীয় সরকার। এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক একাধিক দপ্তরের সঙ্গে বৈঠক করেছে। 

রিপোর্টে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক সম্প্রতি ভারতীয়দের উদ্ধারে বিদেশমন্ত্রক, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এবং অন্য নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সংগঠিত রইয়াকেত এবং আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত সেখান থেকে ৩ জনকে ফেরানো হয়েছে, যারা বেঙ্গালুরুর বাসিন্দা।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


প্রয়াত "কালবেলা"-র স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার

উত্তরাপথ: সাহিত্য একাডেমি পুরুষ্কার প্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার কলকাতার এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।বেশ কিছুদিন ধরে তিনি ফুসফুস ও শ্বাসনালীর সংক্রামণের কারনে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম এই বিখ্যাত লেখকের।ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় এসেছিলেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা (সাম্মানিক) স্নাতক বিভাগে৷ এর পর স্নাতকোত্তর  সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য .....বিস্তারিত পড়ুন

রাহুলের ভারতজোড় সাফল্য পেলেও, অভিষেক কি পারবে ?

উত্তরাপথ: রাহুল গান্ধীর ১৪৬ দিনের প্রায় ৩৮৫০ কিলোমিটার ভারতজোড় যাত্রার সাফল্য কংগ্রেস ঘরে তুলতেই তৃনমূলের নতুন উদ্যোগ জনসংযোগ যাত্রা।এই যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ৬০ দিনে ৩,৫০০ কিলোমিটার দীর্ঘ " জনসংযোগ " করবেন। উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থেকে শুরু হওয়া এই যাত্রা রাজ্যের সবচেয়ে দক্ষিণ প্রান্ত দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে শেষ হবে। এই পুরো যাত্রায় অভিষেক মোট ২৫০টি সমাবেশে ভাষণ দেবেন। এখন প্রশ্ন তৃণমূল তথা অভিষেকের জনসংযোগ যাত্রার প্রাসঙ্গিকতা নিয়ে। কংগ্রেস তথা রাহুল গান্ধীর ভারতজোড় যাত্রার উদ্দেশ্য .....বিস্তারিত পড়ুন

৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল: হাইকোর্ট ও পর্ষদের টানাপড়েন অব্যাহত   

উত্তরাপথ: সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাথমিকের ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আর তাই নিয়ে শুরু হয়েছে যুক্তি ও পাল্টা যুক্তির খেলা। বিচারপতির বক্তব্য পশ্চিমবঙ্গের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সময় এই শিক্ষকেরা অপ্রশিক্ষিত ছিলেন আর এই 'অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের' নিয়োগ করা হয়েছিল পশ্চিমবঙ্গের সরকারী পৃষ্ঠপোষকতা এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে। এই পদ্ধতির ত্রুটির কারণে এই শিক্ষকদের নিয়োগ বাতিল করা হল। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top