ডঃ দেবব্রত দত্ত এবং প্রফেসর রজার ক্রেগ [Picture Curtesy: Dr. Debabrata Dutta]
গার্গী আগরওয়ালা মাহাতোঃ আপনি যখন বিজ্ঞানের এই বিশেষ প্রবন্ধটা পড়ছেন তখন নিশ্চই আপনার মধ্যে আপনার হৃদপিন্ড সম্পর্কে জানার একটা আগ্রহ বাড়ছে। আপনার হৃদপিন্ড, হৃদস্পন্দন এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে হাজার প্রশ্ন আপনার মাথায় ঘুরছে। আপনি কি জানেন কিভাবে কাজ করে আমাদের হৃদপিন্ড? হৃদরোগে আক্রান্ত হলে এর মধ্যে কী পরিবর্তন হয়? হৃদপিন্ডের কাঠামো ও প্রক্রিয়া বোঝার জন্য গবেষকরা ছয় দশকেরও বেশি সময় ধরে চেষ্টা করছেন। আর এই অজানা রহস্য উন্মোচনের পথ দেখালেন আমাদের এই বাংলার ছেলে ড. দেবব্রত দত্ত। তার হাত ধরে এই নতুন গবেষণা বিখ্যাত Nature পত্রিকাতে প্রকাশিত হয়েছে।
ড. দত্তের জন্ম বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের রতনপুর গ্রামে। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিলো বিজ্ঞানী হওয়ার, তাই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে স্কুল এর পড়াশুনা শেষ করে রসায়ন-এ অনার্স নিয়ে ভর্তি হয় কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে (St. Xavier’s college)। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) থেকে Biochemistry তে M.Sc-র পর IIT-Kharagpur থেকে বায়োটেকনোলজিতে Ph.D. করেন।
Dr. Debabrata Dutta ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ’ (NIH) [Picture Curtesy: Dr. Debabrata Dutta]
করোনা মহামারীর সময় সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত সেই সময় তিনি প্রথমে আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ’ (NIH) এ গবেষণা করার পর ‘ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেট্স মেডিকেল স্কুলে’ (University of Massachusetts Chan Medical School) রেডিওলজি বিভাগে ড. রজার ক্রেগ এর ল্যাবরেটরিতে যোগদান করেন। সেখান থেকেই শুরু হয় ছয় দশকের ও বেশি পুরোনো রহস্য সমাধান এর অভিযান।
এবারে আসা যাক কি এই গবেষণা যা বিজ্ঞানী মহলে সাড়া ফেলেছে । আসলে আমাদের জন্মের আগে থেকেই শুরু হয় আমাদের হৃদস্পন্দন—–আর শেষ হয় যেদিন আমরা শেষ নিঃস্বাস ত্যাগ করি। এই ক্ষুদ্র যন্ত্রটি অবিরাম আমাদের শরীরে রক্ত পাম্প করে চলেছে। হৃদবিজ্ঞানীরা হৃদযন্ত্রের সংকোচন ও প্রসারনের আনবিক কলাকৌশল জানার চেষ্টা করেছেন ছয় দশকেরও বেশি সময় ধরে। সহজ ভাবে বলতে গেলে এক্টিন ও মায়োসিন ফিলামেন্ট নামক প্রোটিনের একে অপরের ওপর দিয়ে হেটে যাওয়াই হল এর অন্যতম কারণ । এক্টিন ফিলামেন্ট এর আণবিক গঠন বিজ্ঞানীদের জানা থাকলেও, মায়োসিন ফিলামেন্ট এর আণবিক গঠন ছিল অজানা। বিভিন্ন হৃদরোগের কারণ খুঁজে বের করতে এবং ওষুধ আবিষ্কারের প্রেক্ষাপটে এর আণবিক গঠন জানা বিজ্ঞানীদের জন্য ছিল খুবই জরুরি একটি বিষয়। আমাদের হৃদপিণ্ডের মায়োসিন ফিলামেন্ট যে কিভাবে আণবিক স্তরে কাজ করে এবং হৃদরোগে তার গঠনের কি পরিবর্তন হয় তা হৃদবিজ্ঞানী এবং হৃদরোগ বিশেষজ্ঞদের রহস্যের মধ্যে রেখেছিল,নতুন এই গবেষণার আবিষ্কার আমাদের হৃদরোগের আণবিক কারণ নির্ধারণে এবং জটিল অণু যেমন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রেও কার্যকর হতে পারে।
অত্যাধুনিক প্রযুক্তি cryo-ইলেক্ট্রন মাইক্রোস্কোপি এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর সহায়তায় মানুষের হৃদপিন্ড থেকে বের করা এই মায়োসিন ফিলামেন্ট এর গঠন আবিষ্কার করেছেন ড. দেবব্রত দত্ত ও তার সহ গবেষকরা। এটি মায়োসিন, টাইতিন এবং মায়োসিন বাইন্ডিং প্রোটিন সি এর একটি অভূতপূর্ব কমপ্লেক্স আর্কিটেকচার। ড: দেবব্রত দত্তের মতে বিশ্বের হৃদবিজ্ঞানী, পেশি বিজ্ঞানী, হৃদরোগবিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের কৌতুহলের কারণ হবে তাদের এই গবেষণা।
ড: দেবব্রত দত্তের মতে, এই গবেষণা আমাদের হৃদরোগের আণবিক কারণ নির্ধারণে এবং ওষুধ আবিষ্কারের একটি নতুন দিক উন্মুক্ত করেছে।
Source: Cryo-EM structure of the human cardiac myosin filament. Debabrata Dutta, Vu Nguyen, Kenneth S. Campbell, Raúl Padrón & Roger Craig. Nature, 2023, 623, 853.
প্রান্তিক গ্রামে জন্ম ও বেড়ে ওঠা এবং এগিয়ে যাওয়ার পথে কত যে প্রতিবন্ধকতা, তা কিছুটা আন্দাজ করা যায়। মেধাবী ছাত্র দেবব্রতর গবেষণায় এই দুর্দান্ত সাফল্যের কথা জেনে খুব ভালো লাগল। দেবব্রতর মতন ছাত্র ছাত্রীদের সাফল্য ও উত্তরণের কথা জানতে পারলে ছাত্র ছাত্রীরা নি:সন্দেহে অনুপ্রেরণা পাবে জীবনে। ড. দেবব্রত দত্ত কে অনেক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই।