উত্তরাপথঃ এবার ব্রিটিশ আমলের আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট সংশোধন করবে কেন্দ্র ।এই নতুন সংশোধনীতে কঠোর হতে চলেছে ভারতীয় বিচার ব্যবস্থা । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন। ভারতীয় ন্যায় সংহিতা বিল ২০২৩, মব লিঞ্চিং-এর জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারণ করা এবং বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে মহিলাদের সাথে যৌন সংসর্গের জন্য দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।বিলে আরও বলা হয়েছে যে “একজন পুরুষ তার নিজের স্ত্রীর সাথে যৌন মিলনে , স্ত্রীর বয়স আঠারো বছরের কম হলেও তা ধর্ষণ নয়।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই বিলে আগের রাষ্ট্রদ্রোহের ধারাটি বাতিল করা হয়েছে। “বিলে প্রথমবারের মতো সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদ, সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ, দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার মতো অপরাধগুলিকে এক সাথে করা হয়েছে যা আগে আইনের বিভিন্ন বিধানের অধীনে উল্লেখ করা হয়েছিল,” শাহ বলেছেন যে অপরাধ প্রমানিত হলে অপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে আদালতের নির্দেশে।
তিনি বলেন যে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের মতো পলাতক অপরাধীদের আদালতে অনুপস্থিতিতে বিচার করা হবে এবং তাদেরও সাজা দেওয়া হবে। বিলটিতে ৩১৩টি সংশোধনীর প্রস্তাব করা হয়েছে যা ফৌজদারি বিচার ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।
ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) বিল, ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) বিল, ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য (বিএস) বিল, ২০২৩ প্রবর্তন করেন যা ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০, ফৌজদারি কার্যবিধি আইন, ১৮৯ -এর প্রতিস্থাপন করবে। তিনি বলেন যে পরিবর্তনগুলি দ্রুত বিচার প্রদান এবং একটি আইনি ব্যবস্থা তৈরি করার জন্য করা হয়েছে যা সমসাময়িক চাহিদা এবং জনগণের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য পূর্ণ । এই নতুন বিলগুলোকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর অনুরোধ করেন ।
মহিলাদের বিরুদ্ধে যৌন সহিংসতার ক্ষেত্রে, জীবিতদের বক্তব্যের ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও “ভুল পরিচয়পত্র দিয়ে প্রতারণা করে কোনো নারীকে বিয়ে করা বা শারীরিক সম্পর্ক করাকে আলাদা অপরাধ হিসেবে গণ্য হয়েছে । তিনি বলেন, এক্ষেত্রে পুলিশকে ৯০ দিনের মধ্যে অভিযোগের অবস্থা সম্পর্কে জানাতে হবে, যদি সাত বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত মামলা প্রত্যাহার করতে হয়, তবে তা করার আগে, পুলিশকে অবশ্যই ভিকটিমদের সাথে পরামর্শ করতে হবে।
তিনি বলেন, নির্দিষ্ট অপরাধের জন্য কমিউনিটি সার্ভিস চালু করা হচ্ছে।“অভিযোগপত্র দাখিলের জন্য সর্বোচ্চ ১৮০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তদন্ত চলছে বলে পুলিশ অনির্দিষ্টকাল সময় নিতে পারবে না। পুলিশ চার্জশিট দাখিলের জন্য ৯০ দিন সময় পাবে, আদালত আরও ৯০ দিন মঞ্জুর করতে পারে, তবে এটি এর বেশি হতে পারে না।
“এটা প্রায়ই দেখা যায় যে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের আদালত সাক্ষ্য রেকর্ড করার জন্য ডাকা হয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমানে দায়িত্বে থাকা এসপি (পুলিশ সুপার) ফাইলগুলি দেখার পরে আদালতের সামনে তথ্য উপস্থাপন করবেন। এটি একটি বৈপ্লবিক পরিবর্তন, সংশ্লিষ্ট কর্মকর্তা মাঠ পরিদর্শনে ব্যস্ত থাকায় এই ধরনের মামলা বিচারে বিলম্ব হচ্ছে, “মন্ত্রী বলেছিলেন।
তিনি বলেন, তল্লাশি ও জব্দের ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করা হচ্ছে এবং এটি ছাড়া চার্জশিট গ্রহণ করা হবে না।”দণ্ডপ্রাপ্তির হার বর্তমানে কম, আমরা এটিকে ৯০% এ নিয়ে যাওয়ার লক্ষ্য রাখি, সাত বছরের শাস্তিযোগ্য সমস্ত অপরাধের জন্য ফরেনসিক প্রমাণ সংগ্রহ বাধ্যতামূলক।
এছাড়াও“যাতে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি সাজা মওকুফের নিয়মের সুবিধা না পান, যেমনটি আমরা বিহারে দেখেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মৃত্যুদণ্ড কেবল যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করা যেতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড কেবল সাত বছর পর্যন্ত ছাড় করা যেতে পারে, সাত বছরের কারাদণ্ড মওকুফ করা যেতে পারে শুধুমাত্র তিন বছর পর্যন্ত। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের রেহাই দেওয়া হবে না,”
ব্রিটিশ আমলের আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট সংশোধন বিলটিতে ৩১৩টি সংশোধনীর প্রস্তাব করা হয়েছে যা ফৌজদারি বিচার ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, বলে স্বরাষ্ট্র মন্ত্রী আশা প্রকাশ করেন।
আরও পড়ুন
আদি-নব্য লড়াই পঞ্চায়েত নির্বাচনে বিজেপিতে প্রকাশ্যে
উত্তরাপথ: আদি-নব্য লড়াই ২০২৩ পঞ্চায়েত ভোটে বিজেপির খারাপ ফলের পেছনে একাধিক কারনের মধ্যে অন্যতম ভূমিকা গ্রহণ করেছে সন্দেহ নাই । বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের গ্রাম কুলিয়ানা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এই গ্রামের ২৫ নম্বর বুথে ভোট দেন দিলীপ অথচ তাঁর গ্রামে, তিনি যে বুথে ভোট দেন, সেই বুথেই জিতে গেলেন এক তৃণমূল প্রার্থী। যা শুনে দিলীপের প্রতিক্রিয়া, ‘‘আমরা তো লড়াইয়েই ছিলাম না।‘স্বাভাবিক ভাবে প্রশ্ন আসে তাহলে কি আবার শুরু হল বিজেপিতে আদি-নব্য লড়াই। .....বিস্তারিত পড়ুন
নতুন DA র হার ঘোষণা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য
উত্তরাপথ: ডিএ হল ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ্য ভাতা। মূল্যস্ফীতির কারণে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থার ভারসাম্য বজায় রাখতে বা সামঞ্জস্য করতে অতিরিক্ত আর্থিক সাহায্যের আকারে ডিএ দেয় সরকার। এটি কর্মচারীর মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বেতনের সঙ্গে যোগ করে দেওয়া হয়। সাধারণত, সরকার প্রতি ছয় মাসে (জানুয়ারি ও জুলাই মাসে) কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে। কোন বছরে মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়বে তা নির্ধারণ করতে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের সাহায্য নেওয়া হয়। .....বিস্তারিত পড়ুন
Tomato দাম কমাতে উদ্যাগ কেন্দ্রের
উত্তরাপথ: প্রায় গোটা দেশে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো (Tomato)। কোথাও কোথাও কেজি প্রতি দেড়শো থেকে আড়াইশো টাকা অবধি। এই পরিস্থিতিতে আমজনতাকে স্বস্তি দিতে উদ্যোগী হল কেন্দ্রের উপভোক্তা বিষয়ক বিভাগ। তারা জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন এবং জাতীয় সমবায় উপভোক্তা ফেডারেশনকে নির্দেশ দিয়েছে, কৃষকদের থেকে সরাসরি টমেটো সংগ্রহ করে দেশের যে এলাকায় বেশি দামে টমেটো বিক্রি হচ্ছে, সেখানে তা বিক্রি ব্যবস্থা করতে। বাজারে জোগান বাড়লেই কমবে টমেটোর দাম, মত মোদি সরকারের। .....বিস্তারিত পড়ুন
তৃণমূলের রাজ্যসভা প্রার্থী
উত্তরাপথ: রাজ্যসভার প্রার্থী অবশেষে ঘোষণা করল শাসক দল তৃণমূল কংগ্রেস।আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। আজ ৬ প্রার্থীর নাম ঘোষণা করে দিলো দল । এরা হলেন সুখেন্দুশেখর রায়,ডেরেক ও’ব্রায়েনও দোলা সেন।এরা গত রাজ্যসভা নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। এই ৩ জন যে পুনরায় টিকিট পাবেন তা নিয়ে কোন দ্বিমত ছিল না । জল্পনা চলছিল বাকি ৩ টি আসনে তৃণমূল কাদের পাঠাবে সেই নিয়ে। বাকি ৩ টি আসনের জন্য প্রার্থী করা হয়েছে সমিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক এবং সাকেত গোখলেকে। তৃণমূল কংগ্রেস শান্তা ছেত্রী এবং সুস্মিতা দেবের জায়গায় .....বিস্তারিত পড়ুন