আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদের দেশের প্রায় ৪২ শতাংশ শিক্ষিত ছেলেমেয়ে একটা চাকরির আশায় ঘুরে বেরাচ্ছে, একটা বিরাট অংশের সাধারণ মানুষ নিজেদের মৌলিক প্রয়োজনগুলি পূরন করতে পারছেনা, এই রূঢ় বাস্তবতা প্রায়ই তাদের মধ্যে হতাশার অনুভূতির জন্ম দিচ্ছে।অন্যদিকে হাজার হাজার কোটি টাকা খরচ করে এমন একটি উৎসব দেশবাসী প্রত্যক্ষ করল যেখানে ধর্মকে ‘ধর্মের অহংকার’হিসেবে তুলে ধরা হল। আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলি ধর্মের নেশায় মত্ত হয়ে ধর্মকে প্রতিযোগিতার পর্যায়ে নামিয়ে এনেছে ,এমন রাজনৈতিক সমাজের কিছু হওয়া কঠিন।
আমরা এমন একটি দেশে রয়েছি যেখানে দারিদ্র্য এবং অসমতা সেই স্বাধীনতার সময় থেকে আজও এক বাস্তব সত্য হিসাবে রয়েছে। আজও জনগণের একটি বিরাট অংশকে তাদের মৌলিক চাহিদা পূরণ করতে সরকারের অনুদানের উপর নির্ভর করতে হয়। সরকারের উন্নয়ন মূলক প্রকল্প ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে জনসংখ্যার এই উল্লেখযোগ্য অংশটি খাদ্য, বিশুদ্ধ জল, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আশ্রয়ের মতো মৌলিক প্রয়োজনগুলি সহজেই পূরন করতে পারছে ঠিকই ,কিন্তু এটি সামগ্রিকভাবে সমাজের জন্য সুদূরপ্রসারী পরিণতি বয়ে আনছে।যখন ব্যক্তিদের বেঁচে থাকার জন্য সরকারি সাহায্যের উপর নির্ভর করতে হয়, তখন এটি তাদের অর্থনীতি এবং সমাজে অর্থপূর্ণভাবে অবদান রাখার ক্ষমতাকে বাঁধা দেয়। যার ফলস্রুতি সমাজে ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, যা অনেক প্রান্তিক সম্প্রদায়কে মারাত্মক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে।
সরকারের পক্ষ থেকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হলেও মানসম্পন্ন শিক্ষার অভাব স্থিতিশীল কর্মসংস্থান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে ব্যক্তিদের বাঁধা দিচ্ছে যা দারিদ্র্যের চক্রকে স্থায়ী করছে।অন্যদিকে সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে যথাযথ অবকাঠামোর অভাব এবং অত্যাধিক রোগীর চাপ সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাগুলিকে আরও বাড়িয়ে দিয়েছে। সরকার আমাদের রামের দয়ায় ছেড়ে দিয়েছে।স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের নামে নাটক ছাড়া কিছুই হয়নি। আমি শুধু মোদি সরকারের কথা বলছি না, সব সরকারের কথা বলছি। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের নামে কিছু বিল্ডিং বানানো হয়েছে কিন্তু সামগ্রিকভাবে দেশ স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার সুযোগ হারিয়েছে। বীমার নামে জনগণকে বোকা বানানো সহজ। এটি একটি সহজ প্রশ্ন, যখন হাসপাতাল নেই, শয্যা নেই, পর্যাপ্ত চিকিৎসক নেই এবং ওষুধেরও ঘাটতি রয়েছে তখন বীমা করে কী করবেন? সাধারণ মানুষ ওষুধ কিনতে পারবে না। তাকে বেঁচে থাকার জন্য ওষুধের পরিবর্তে ধর্মের মহিমা দেওয়া হবে।সমাজ কি এতই অসাড় হয়ে গেছে ?
সরকারের উচিত একটি ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলি সমাধান করার সময় ধর্মীয় পরিচয়ের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া। প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নত করতে ধর্মীয় পটভূমি নির্বিশেষে সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করা। যেখানে মৌলিক প্রয়োজনগুলি পূরন করতে মানুষকে আর সরকারের উপর নির্ভর করতে হবে না , হতাশা থেকে মুক্তির জন্য তাদের কোনও ধর্মের আশ্রয় নিতে হবে না ।
আরও পড়ুন
Rinku Singh: আন্তর্জাতিক ম্যাচের আগে বৃন্দাবনে গেলেন
উত্তরাপথ: উত্তর প্রদেশ ও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিংকে (Rinku Singh)নিয়ে জল্পনা, খুব শীঘ্র তাকে দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে। তার মাঝেই বৃন্দাবনে গেলেন রিঙ্কু। সেখানে বাঁকেবিহারীর মন্দিরে পুজোও দেন তিনি। সেখানে রিঙ্কুর সঙ্গে তাঁর কয়েক জন বন্ধুও ছিলেন। এবারের আইপিএলে কেকেআরের নায়ক হয়ে উঠেছিলেন রিঙ্কু। তাঁর খেলা নজর কেড়েছিল বর্তমান .....বিস্তারিত পড়ুন
Camel Cloning: দুবাই ‘উট' ক্লোনিং‘এর জন্য খবরের শিরোনামে
উত্তরাপথ: দুবাই, তার ঐশ্বর্য এবং জাঁকজমকের জন্য পরিচিত হলেও এবার দুবাই তার ‘উট ক্লোনিং ‘এর জন্য খবরের শিরোনামে।এবার আশা যাক ক্লোনিং কি তা নিয়ে আলোচনায়। ক্লোনিং হল প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে অভিন্ন জিনোম সহ পৃথক জীব উৎপাদনের প্রক্রিয়া অর্থাৎ জীবের অভিন্ন অনুলিপি তৈরি করার প্রক্রিয়া।২০০৯সালে বিশ্বের প্রথম উটের ক্লোনিংয়ের নেতৃত্ব দেওয়া, নিসার ওয়ানি এখন দুবাইয়ের একটি ল্যাবে বছরে কয়েক ডজন উটের প্রতিলিপি তৈরি করছেন যা উপসাগরীয় অঞ্চলের এখন একটি বড় ব্যবসা যেখানে উট লালন-পালন করা হয় সৌন্দর্য ও রেসিং .....বিস্তারিত পড়ুন
Tomato দাম কমাতে উদ্যাগ কেন্দ্রের
উত্তরাপথ: প্রায় গোটা দেশে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো (Tomato)। কোথাও কোথাও কেজি প্রতি দেড়শো থেকে আড়াইশো টাকা অবধি। এই পরিস্থিতিতে আমজনতাকে স্বস্তি দিতে উদ্যোগী হল কেন্দ্রের উপভোক্তা বিষয়ক বিভাগ। তারা জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন এবং জাতীয় সমবায় উপভোক্তা ফেডারেশনকে নির্দেশ দিয়েছে, কৃষকদের থেকে সরাসরি টমেটো সংগ্রহ করে দেশের যে এলাকায় বেশি দামে টমেটো বিক্রি হচ্ছে, সেখানে তা বিক্রি ব্যবস্থা করতে। বাজারে জোগান বাড়লেই কমবে টমেটোর দাম, মত মোদি সরকারের। .....বিস্তারিত পড়ুন
SAFF Final: কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত
উত্তরাপথ: SAFF Final (সাফ) ফুটবলের শিরোপা হাতছাড়া করেনি এবারও ভারত। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে শিরোপা নিজেদের কাছেই রেখে দিল Blue Tigers -রা। এই নিয়ে রেকর্ড ৯ম বার এই শিরোপা নিজেদের কাছে রাখল সুনিল ছেত্রীরা। টাইব্রেকারে তারা কুয়েতকে হারিয়েছে ৫-৪ ব্যবধানে । তবে এই জয় খুব সহজে পায়নি সুনিল ছেত্রীরা। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শিরোপা দখলে নিল ভারত। নির্ধারিত সময়, অতিরিক্ত সময় অতঃপর টাইব্রেকার; তবুও নিষ্পত্তি হয়নি শিরোপার। অবশেষে ভারত শিরোপা বুঝে পায় সাডেন ডেথে। .....বিস্তারিত পড়ুন