বিরোধী শূন্য রাজ্যের সমস্ত জেলা পরিষদ

উত্তরাপথ

এবার বিরোধী শূন্য রাজ্যের সব কয়টি জেলা পরিষদ। এবার রাজ্যের সমস্ত জেলা পরিষদ একাই শাসন করবে তৃণমূল । ‘সুবজ ঝড়ে কার্যত নিশ্চিহ্ন বিরোধীরা ।রাজ্যে বিরোধী দলগুলির ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছারখার হয়ে গিয়েছে । দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও একই ছবি। রাজ্যের ২০টি জেলা পরিষদই দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। জেলা পরিষদের মতোই শাসক শিবিরের আধিপত্য বজায় রয়েছে পঞ্চায়েত সমিতিতেও। মোট ৩৪১টি সমিতির মধ্যে তৃণমূল ৩১৩, বিজেপি ৭ এবং বামেরা মাত্র দু’টি দখল করেছে। বামেদের রাজনৈতিক সঙ্গী কংগ্রেস একটি পঞ্চায়েত সমিতিও দখল করত পারেনি।  

বুধবার রাত পর্যন্ত হাতে আসা নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, জেলা পরিষদের মোট ৯২৮টি আসনের মধ্যে ৮৮০টি দখল করেছে তৃণমূল। শতকরা হিসেবে ৯৫ শতাংশ যা কার্যত বিরোধী শূন্য । বিরোধীদের দাবি, তাদের মনোনয়নই জমা দিতে দেওয়া হয়নি। এই ফলাফলে তাই মানুষের মত প্রতিফলিত হয়নি। যদিও কমিশনের পরিসংখ্যান বলছে, জেলা পরিষদের মোট আসনের জন্য ৯৭ শতাংশ মনোনয়ন জমা পড়েছিল। বিজেপি নিজেই ৮৯৭টি আসনে প্রার্থী দিয়েছিল। সিপিএম এবং কংগ্রেস যথাক্রম ৭৪৭ এবং ৬৪৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, জেলা পরিষদে বিজেপি ৩.৩৪% বাম ০.২ % ও কংগ্রেস ১.৪ % । রাজ্যের মোট ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল দখল করেছে ২৬৪১টি (শতকরা হিসেবে ৮০ শতাংশ)। বিরোধী বিজেপি, সিপিএম এবং কংগ্রেস দখল করেছে যথাক্রমে ২৩০, ১৯ এবং ১১টি গ্রাম পঞ্চায়েত। শতকরা হিসেবে যথাক্রমে ৭, ০.৫৭ এবং ০.৩৩ শতাংশ।গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা ভোটের পর থেকে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরকে বিজেপির গড় বলে ধরে নেওয়া হয়েছিল। এই পাঁচ জেলায় জেলা পরিষদের মোট ১২৩টি আসনের মধ্যে একমাত্র কোচবিহারে দু’টি দখল করতে পেরেছে বিজেপি। শতকরা হিসেবে যা ১.৬ শতাংশ। একইভাবে জঙ্গলমহলেও গেরুয়া শিবিরের ভোটে চূড়ান্ত পরাজয় হয়েছে । শুধুমাত্র নন্দিগ্রামে মুখ রক্ষা হয়েছে বিজেপির তাও গত বিধানসভার তুলনায় ১৫হাজার ভোট কম হয়েছে ।এখানকার মোট পাঁচটি জেলায় জেলা পরিষদের আসন সংখ্যা ২৪৭। আর বিজেপি পেয়েছে ১৭টি আসন। শতকরা হিসেবে যা ৬.৮৮ শতাংশ। শুধু সমতলে নয়, দার্জিলিং ও কালিম্পং জেলার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচনেও মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির।  

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


ICC টুর্নামেন্ট জিতলে পুরুষ ও মহিলাদের দল একই অর্থ পাবে

উত্তরাপথ: এবার থেকে ICC টুর্নামেন্ট জিতলে পুরুষ ও মহিলা দলের প্রাইজ মানি একই। ডারবানে বসেছে আইসিসি-র (ICC) বার্ষিক বৈঠক সেখানেই স্থির হয়েছে ।  ICC-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ”ক্রিকেটের ইতিহাসে তাৎপর্যপূর্ণ মুহূর্ত এটি। আমি অত্যন্ত খুশি যে পুরুষ ও মহিলাদের দল আইসিসি-র ইভেন্টে এবার প্রাইজ মানি হিসেবে একই অর্থ পাবে।” তিনি আরও বলেন, ”২০১৭ সাল থেকে প্রতি বছর আমরা মহিলাদের ইভেন্টের প্রাইজ মানি বাড়িয়ে এসেছি, উদ্দেশ্য ছিল একটাই। মহিলাদের বিশ্বকাপ জয় এবং পুরুষদের বিশ্বকাপ জয়ের আর্থিক পুরস্কার এক হবে .....বিস্তারিত পড়ুন

Scroll to Top