উত্তরাপথঃ দিল্লিতে বিজেপির সদর দফতরে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রথম বৈঠক চলে।প্রায় ৪ ঘন্টা ধরে চলা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও বৈঠকে অংশ নিতে এসেছিলেন।বৈঠকে লোকসভা নির্বাচনের জন্য ১৭টি রাজ্যের ১৫৫ টি আসন নিয়ে আলোচনা হয়েছে।২০১৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দলের হারানো আসনগুলি নিয়েও আলোচনা করা হয়েছে।খুব দ্রুত বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। এবারের নির্বাচনে বেশ কিছু প্যারামিটারের ভিত্তিতে বিজেপি নেতৃত্ব প্রার্থীদের নাম চূড়ান্ত করবে বলে খবর। ‘নম’ অ্যাপে (নরেন্দ্র মোদী অ্যাপ) জনসাধারণের কাছ থেকে এমপিদের সম্পর্কে মতামত নেওয়া হয়েছে।এছাড়াও বেশ কিছু সংস্থাকে দিয়ে প্রতিটি মন্ত্রীর কর্মদক্ষতা মূল্যায়ন করানো হয়েছে।
অন্তত ৬০-৭০ জন সংসদ সদস্যের টিকিট বাতিল হওয়ার খবর রয়েছে যাদের পারফরম্যান্স ভালো নয় ।দুইবার জয়ী অনেক পুরনো এমপির জায়গায় নতুন মুখদের সুযোগ দেওয়া হবে বলে খবর। ২০১৯ সালের তুলনায় ৩৩% বেশি মহিলা প্রার্থী থাকবে।লোকসভা নির্বাচনে সর্বাধিক সংখ্যক মহিলা প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি।দলের কোর গ্রুপও এ বিষয়ে একমত হয়েছে।বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন এবং স্মৃতি ইরানি সহ রেকর্ড সংখ্যক মহিলাকে কোথায় প্রার্থী করা হবে তা নিয়েও আলোচনা হয়েছে।একজন সিনিয়র নেতা জানান, গতবারের চেয়ে এবার নারী প্রার্থীর সংখ্যা ৩৩ শতাংশ বেশি হবে। ২০১৯ সালে, ৫৩ জন মহিলা বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।৩৩% বেশি,অর্থাৎ ৭০ জন মহিলা এবার টিকিট পেতে পারেন।
এর আগে, কোর গ্রুপের বৈঠকে, ২৩ টি রাজ্যের সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা উপস্থাপন করা হয়েছিল।নতুন মুখ নিয়েও আলোচনা হয়েছিল। আসামের ১৪ টি লোকসভা আসন: বিজেপি ১১ টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে, জোট ৩ টিতে আসাম গণ পরিষদ (এজিপি) দুটি আসনে বারপেটা এবং ধুবরি থেকে প্রার্থী দেবে এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল) কোকরাঝাড় থেকে একটি আসনে প্রার্থী দেবে।বৈঠকে মধ্যপ্রদেশের সম্ভাব্য নাম নিয়ে এক দফা আলোচনা হয়। ত্রিপুরা, গুজরাট, রাজস্থান ও উত্তরাখণ্ডের নাম নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে বলে খবর।
দলীয় সূত্রে বলা হয়েছে, বিজেপির প্রথম তালিকায় থাকতে পারে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম। বিদেশমন্ত্রী জয়শঙ্কর তামিলনাড়ু থেকে প্রার্থী হতে পারেন এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্ণাটক থেকে প্রার্থী হতে পারেন। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, পুরুষোত্তম রুপালা, মনসুখ মান্ডাভিয়া, রাজীব চন্দ্রশেখরের মেয়াদ শেষ হচ্ছে।পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মেয়াদও আগামী দুই বছরে পূর্ণ হবে। তাই লোকসভা নির্বাচনে তাদের মাঠে নামানো নিয়ে চলছে আলোচনা। নির্মলা ও রাজীব কর্ণাটক থেকে, জয়শঙ্কর কেরালা বা তামিলনাড়ু থেকে ভূপেন্দ্র হরিয়ানা বা রাজস্থান থেকে এবং ধর্মেন্দ্র ওড়িশা থেকে প্রার্থী হতে পারেন।
আরও পড়ুন
৩৭০ ধারার সিদ্ধান্ত কি SC-এ বাতিল হতে পারে ?
উত্তরাপথ: ৩৭০ ধারা নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। দেশের সবচেয়ে বড় আদালত আগামী ২ আগস্ট থেকে এ বিষয়ে নিয়মিত শুনানি করবে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ ৫ বিচারপতির বেঞ্চ উভয় পক্ষের যুক্তি শুনবে। এ বিষয়ে যুক্তিতর্ক শুনানি শেষে চূড়ান্ত রায় ঘোষণার কথা রয়েছে। এখন প্রশ্ন হঠাৎ কেন ৪ বছর পর সুপ্রিম কোর্টে ৩৭০ ধারা নিয়ে শুনানি হচ্ছে, পিটিশনকারীদের যুক্তি কী .....বিস্তারিত পড়ুন
Political Violence: রাজনৈতিক সন্ত্রাস করে এতবড় জয় অর্জন করা সম্ভব ?
উত্তরাপথ: পশ্চিমবঙ্গে ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন ও Political Violence যেন একে অপরের পরিপূরক হয়ে গেছে । এবারের নির্বাচনে ব্যাপক ভাবে জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ,বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে, এবং বাম দল এবং কংগ্রেসের জোট সবচেয়ে কম আসন পেলেও ভোটের হার আগের বারের থেকে অনেকটাই বেড়েছে। তৃণমূল কংগ্রেসের এই জয় আগামী লোকসভা নির্বাচনের আগে তাদের দলের কর্মীদের বাড়তি উৎসাহ দেবে সন্দেহ নাই। .....বিস্তারিত পড়ুন
SAFF Final: কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত
উত্তরাপথ: SAFF Final (সাফ) ফুটবলের শিরোপা হাতছাড়া করেনি এবারও ভারত। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে শিরোপা নিজেদের কাছেই রেখে দিল Blue Tigers -রা। এই নিয়ে রেকর্ড ৯ম বার এই শিরোপা নিজেদের কাছে রাখল সুনিল ছেত্রীরা। টাইব্রেকারে তারা কুয়েতকে হারিয়েছে ৫-৪ ব্যবধানে । তবে এই জয় খুব সহজে পায়নি সুনিল ছেত্রীরা। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শিরোপা দখলে নিল ভারত। নির্ধারিত সময়, অতিরিক্ত সময় অতঃপর টাইব্রেকার; তবুও নিষ্পত্তি হয়নি শিরোপার। অবশেষে ভারত শিরোপা বুঝে পায় সাডেন ডেথে। .....বিস্তারিত পড়ুন
মরশুমের প্রথম ইলিশ ( Hilsa) এল দিঘায়
উত্তরাপথ: মরশুমের প্রথম ইলিশ এল দিঘায় (Digha)। জানা গেছে, সাত থেকে দশদিন আগে ট্রলারগুলি সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল। মৎস্যজীবীরা জানান, মাঝসমুদ্রে ইলশেগুড়ি বৃষ্টি পেয়েছেন। পুবের হাওয়াও ছিল। এটাই ইলিশের পক্ষে অনুকূল আবহাওয়া। তাই ইলিশের দেখা মিলেছে। বেশ কিছু ট্রলার ইতিমধ্যে দিঘায় এসে ঠেকেছে। তাঁরা বলেন, “আরও ট্রলার সমুদ্রে আছে সেগুলো ফিরছে খুব শীঘ্রই । ট্রলারগুলি ফিরে আসায় দিঘার বাজারে আমদানি হল মরশুমের প্রথম ইলিশ যা প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ। .....বিস্তারিত পড়ুন