সর্বভারতীয় বাংলাভাষা মঞ্চের উদ্যোগে কলকাতায় বরাকের ভাষাশহিদ দিবস

উত্তরাপথ

গত ১৯শে মে বেলা একটায় উনিশের ঐতিহ্য ও শিক্ষা বিষয়ে একটি সমৃদ্ধ আলোচনা চক্র, কবি সম্মেলন ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও  পদযাত্রার   মাধ্যমে পালিত হল কলকাতার সর্ব বৃহৎ উদযাপন । এই সেমিনার উদ্বোধন করেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের  সহ উপাচার্য অধ্যাপক আশিসকুমার চট্টোপাধ্যায় , প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রবীণ সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য , মুখ্য বক্তা ছিলেন প্রখ্যাত আইন জীবী ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পশ্চিম বঙ্গ বাংলা  দলিত সাহিত্য আকাদেমির সভাপতি  মনোরঞ্জন ব্যাপারী আলোচক দের মধ্যে ছিলেন , অধ্যাপক সুমিতা চক্রবর্তী, অধ্যাপক সনৎকুমার নস্কর,অধ্যাপক বরেন্দু মন্ডল,সাহিত্যিক কপিলকৃষ্ণ ঠাকুর, সাহিত্যিক নকুল মল্লিক, বাকশিল্পী  রজত বন্দ্যোপাধ্যায়  ও কালান্তর পত্রিকার সম্পাদক  কল্যাণ ব্যানার্জি  এবং অনুষ্ঠানের সূচক বক্তা, সমাজ ভাষা গবেষক নীতীশ বিশ্বাস। সভা পতিত্বকরেন  মানভূম ভাষা  আন্দোলনের প্রবীণ সৈনিক কাজল সেন, শিক্ষাবিদ অধ্যাপক জ্যোতির্ভূষণ দত্ত ও  জাতীয়  শিক্ষক সূর্যাংশু ভট্টাচার্য ।

সূচক বক্তব্যে নীতীশ বিশিষ্ট বিশ্বাস আসামের ১৯শের শহিদানের থেকে শিক্ষা নিয়ে এখন ভারতে যে বাংলা ও বাঙালি নিধন যজ্ঞ চলছে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ লড়াইয়ের  ডাক দেন।আসামের দুর্ভাগ্যের ইতিকথা বলতে গিয়ে তিনি ১৮৭৪এর বরাকের আসাম ভূক্তির কথা তোলেন। তখন বাংলার উচ্চকোটির মানুষেরা যারা নবজাগরণের ঢক্কা নিনাদ করছিলেন বলে বা কোনো প্রতিবাদ করেছিলেন বলে আমরা জানিনা।   তিনি আরো বলেন,” পৃথিবীর শ্রেষ্ঠভাষা ক’টির একটি হল বাংলা, ভারতের অন্যতম শ্রেষ্ঠ ভাষা।  পৃথিবীর মধুরতম ভাষা। রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, সত্যজিৎ বাংলায় চলচ্চিত্র নির্মাণের জন্য অস্কার পেয়েছেন। ভারতে এখন অবধি অন্য কেউ এ দুটি পুরস্কারের কোন একটিও পায়নি। ইউরোপের বাইরে বিশ্বে বাংলাই প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পায়। বাংলা সাংবাদিকতা আন্তর্জাতিক ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছে। এসব আমাদের অমিত গৌরব। ‌দেশ ভাগের আগে ভারতে বাংলাই ছিল জনগরিষ্ঠের ভাষা। পৃথিবীতে বর্তমানে বাঙালির সংখ্যা প্রায় ৩৮ কোটি। বাংলা দেশের রাষ্ট্রভাষা ১৯শে মে কে কেন্দ্র করে আমরা আজ  এদেশে আমাদের অস্তিত্বের লড়াই করতে চাই। কারণ  ভারতে ভাষা আগ্রাসনের বিরুদ্ধে আমরা যে যুদ্ধ করতে চাই তার  রাস্তা তৈরি করেছে ১৯শে মে ১১শহিদ।

মুখ্য বক্তা  বিশিষ্ট আইন জীবী ও সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, বাংলার প্রধান শত্রু ‌আমরা বাঙালিরাই । আমরা আমাদের জীবনাচরণে বাংলা কে গুরুত্ব প্রদান করিনা।এই আত্মতঞ্চকতা আমাদের সর্বনাশ করেছে।এর থেকে দ্রুত পরিত্রাণ প্রয়োজন।

প্রধান অতিথি সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য  বলেন, আমাদের আজ প্রয়োজন সব বাংলা ভাষা সংগঠনের ঐক্যবদ্ধ  প্রয়াস।তার জন্য সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ  যে সব উদ্যোগ নিয়েছেন তা অসাধারণ তাদেরই  এই প্রচেষ্ঠা  নিতে হবে। তাদের সাংগঠনিক দক্ষতা এই কাজের জন্য যথোপযুক্ত আমি আমার সাধ্যমত সাহায্য করব। 

অধ্যাপিকা সুমিতা চক্রবর্তী বলেন  খুবই কৌশলে দেশে হিন্দি চাপানো হচ্ছে ও হয়েছে।  রাজ্যের সবধরনের সব মাধ্যমের স্কুলে বাংলা আবশ্যিক ভাবে পড়ানোর জন্য উচিত । অধ্যাপক সনতকুমার নস্কর বলেন শিক্ষক ও অধ্যাপকদের বাংলা ভাষার দাবি গুলি নিয়ে আন্দোলন সংগঠিত করা ও ধ্রুপদী ভাষার ব্যাপারে তাদের অনেক বেশী সোচ্চার  হওয়া দরকার।

 উদ্বোধক অধ্যাপক আশিস চট্টোপাধ্যায় নীতীশ বিশ্বাসের নিরলস প্রয়াসের উল্লেখ করে  এই আন্দোলনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন । অনুষ্ঠানে তিনি ফাতনা পত্রিকার ১৯সে মে সংখ্যার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্বজিত রায়ের ১৯শে মে পত্রিকার একটি সংখ্যা প্রকাশ করা হয়।  

সভাশেষে ভাষা পদযাত্রা মাইক ও ট্যাবলো নিয়ে  ধর্ম তলার ওয়াই চ্যানেল পর্যন্ত যায়। এবং  সেখানে সমাপ্তি অনুষ্ঠানে অনেকেই কবিতা ও গানে তাদের শ্রদ্ধা জানান। যোগদান করেন। সভায় নিন্মোক্ত “ ১৯শের খোলা চিঠি” প্রকাশ করেআহবান  জানানো হয়ঃ ভারতে আমাদের মাতৃভাষা আজ এক মৃতস্রোতা নদীর মত । সমাজ ও সভ্যতা বিরোধী শাসক শক্তি হিটলারের আদর্শে দলিত দরিদ্র হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিকে, জার্মানির ৬০ লক্ষ ইহুদীদের মত নিশ্চিহ্ন করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে।   আসামের বাঙালি সহ অনসমিয়ারা তাদের মাতৃভাষার  অধিকার হরণের অসাংবিধানিক ফতোয়ার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১৯৬১র ১৯শে মে, একদিনে ১১জন বাংলাভাষী  প্রাণদেন । যারা বিশ্বের ভাষা আন্দোলনে অমর হয়ে আছেন । বরাকবাসী  এর ফলে অর্জন করেছিলেন তিনটি জেলার জন্য শিক্ষা ও সার্বিক প্রশাসনে  বাংলাভাষা ব্যবহারের অধিকার। সে  অমর শহিদের  নামের তালিকা হলঃ ১।  কমলা ভট্টাচার্য, ২।শচীন্দ্র পাল, ৩। সুনীল  সরকার ৪। বীরেন্দ্র সূত্রধর ৫। কানাইলাল নিয়োগী, ৬। সুকোমল পুরকায়স্থ ৭। চন্ডীচরণ সূত্রধর ৮।সত্যেন্দ্র দেব।৯। হীতেশ বিশ্বাস,১০। কুমুদরঞ্জ দাস ১১। তরণী   দেবনাথ। এই আন্দোলনে আহত হয়ে ২১ বছর যাবত যন্ত্রণাক্লিষ্টভাবে জীবন কাটিয়ে মৃত্যুবরণ করেন কৃষ্ণকান্ত বিশ্বাস ।  এপথেই যখন আবার . মাতৃভাষা বাংলার পরে আক্রমণের  প্রতিরোধে ১৭ই আগস্ট ১৯৭২ করিমগঞ্জে শহিদ হয়েছেন বিজন চক্রবর্তী (বাচ্চু)। তিনি ডি. ওয়াই. এফ. এর সক্রিয় সদস্য ছিলেন। এরপর ১৯৮৬ সালে ২১শে জুলাই শহিদ হন  দিব্যেন্দু দাস (যীশু) ও জগন্ময় দেব। ১৯৯৬ সালের ১৬ই মার্চ করিম গঞ্জে প্রাণদেন মণিপুরী কন্যা সুদেষ্ণা সিংহ।  

নানা অবিচার চললেও বিষয়টি এতোদিন কমবেশি  অক্ষুন্নই ছিল। কিন্তু সম্প্রতি আসামে বিজেপির শাসন কালে বাঙালিদের উপর আইনী পথে ভয়ংকর বে-আইনী ও অসংবিধানিক নানা পদক্ষেপ তারা দিয়ে চলেছে। নাগরিকপঞ্জির নামে প্রথমে ৪০ লক্ষ পরে ১৯লক্ষ ভোটারকে অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণাকরে।তার সবই প্রায় বাঙালি-হিন্দু  । এমন কি তারা এখন সরকারের গৃহীত ভাষা আইনও অমান্য করে বরাকে অসমিয়া পড়া চালু করতে উঠেপড়ে লেগেছে । অন্য দিকে আপাত ভালো কথার আড়ালে   নয়া শিক্ষানীতির নামে কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত  হিন্দি-হিন্দু-হিন্দুস্থানের বুলডোজার চালাতে শুরু করেছে সারা দেশে  । তার বিরুদ্ধে সর্বস্তরের বঙ্গভাষী ভারত বাসীকে ঐক্যবদ্ধ না হলে ভারতে  বাংলাভাষী মানে  বাংলাদেশী  বলে ডিটেনশন  ক্যাম্পে যেতে হবে। এভাবে চললে  আগামী শতাব্দীতে রবীন্দ্র-নজরুল-বিবেকানন্দ-সুভাষচন্দ্রের বাঙালি ও বাংলা ভাষা এদেশ থেকে  হারিয়ে যাবে।  হারিয়ে যেতে পারে ভারতে বাঙালির শেষ ভূখণ্ড এই পশ্চিম বং নামে রাজ্যও। এই ভয়ানক চক্রান্তের বিরুদ্ধে আমরা  সমস্ত বাংলাভাষী ও গণতান্ত্রিক  সংগঠন ও পত্র পত্রিকার সাংবাদিক  আর মাতৃভাষাপ্রেমী পশ্চিমবঙ্গবাসীকে আহবান জানাই  মাতৃমুক্তিপণে যৌথ ভাবে আন্দোলনে সামিল হোন।  বাঙালির অস্তিত্ব রক্ষার স্বার্থে  রাজ্যে ও দেশের জন্য এই  সমস্ত দাবি আদায়ে  ঐক্যবদ্ধভাবে সোচ্চার হোন অন্য কোনপথ আর খোলানেই।“

প্রচুর জন সমাগমের এ সভার সুচনায় বেলা ১২টা থেকে শুরু হয় কবি সম্মেলন ও আসামের ভাষা আন্দোলনের পরিচিত সংগীতাঞ্জলি দিয়ে। কবি সম্মেলন উদ্বোধন করেন সাহিত্যিক  মনোরঞ্জন ব্যাপারী  এবং বরাকের ভাষা আন্দোলনের গান শোনান নেহালকুমার পাল ওআবৃত্তি করেন  পারমিতা ভট্টাচার্য ও শুব্রত চৌধুরীসহ ২০জন বিশিষ্ট কবিও  শিল্পীবৃন্দ ।                                              

    সভায় অংশগ্রহণকারী সম্মাননীয় অতিথিদের মধ্যে ছিলেনঃ  কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশিস সানা,  সিদ্ধার্থ সাহা, রফিকুল হোসেন,   মৃন্ময় প্রামানিক  ,প্রেসিডেন্সির শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিন,উত্তম বিশ্বাস,  মোস্তাক আহমেদ,পুষ্প বৈরাগ্য, অঞ্জন ঘোষ  ড. বিরাট বৈরাগ্য, মন্মথ বিশ্বাস, কল্যাণী ঠাকুর, ড.আশিস  হীরা । অভিজিত মণ্ডল, ।  সাংবাদিকঃ কিংশুক রায় (গণশক্তি), পল্লব রায়(বাল্মীকি টিভি, মণি মুখোপাধ্যায় (কৃষি সাহিত্য সংবাদ)), সুজিত সরকার (আলোক শিল্পী) পল্লব রায় বাল্মীকি টিভি ।।বন্ধু সংগঠনঃ সুশীল মাহাত (সচিব,লোকসেবক সংঘ)গোপাল চক্রবর্তী (বঙ্গসাহিত্য সম্মিলন)  চিত্রা লাহিড়ী(ভাষা শহিদ স্মারক সমিতি) সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতির পার্থ দে)   বিশ্বজিৎ রায় (১৯শে মে পত্রিকা)  সঞ্চালকছিলেন কবি  দিলীপ পাল,যূথিকা পাণ্ডে,ড.মহুয়া বিশ্বাস ও  চিত্রা সরকার আর সাংগঠনিক পরিচালনায় ছিলেন সুবোধ বিশ্বাস গৌরী হালদার, নবকুমার কর্মকার, তপন দাস,সন্দীপ বিশ্বাস, চিত্রা মিত্র, সঞ্জয় রায়,  অমিতাভ চক্রবর্তী, ড.প্রবীর লাহা,সমীর বরণ দাস,দুলাল কৃষ্ণ দাস,জয়ন্ত বিশ্বাস,অমর ঘোষাল ও  অভিজিত মল্লিক।   

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


PAN-Aadhar link: কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে নিষ্ক্রিয় করেছে

উত্তরাপথ : আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link)করার সময়সীমা শেষ হওয়ার পরে কেন্দ্রীয় সরকার ১১.৫ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করেছে৷ আপনি যদি এখনও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনি সরকারের এই কঠোর পদক্ষেপের আওতায় এসেছেন। আপনি যদি আপনার আধার কার্ডকে প্যানের সাথে লিঙ্ক করতে চান তবে আপনি জরিমানা দিয়ে এটি সক্রিয় করতে পারেন। কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক না করার কারণে নিষ্ক্রিয় করেছে। একটি আরটিআই-এর জবাবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link) করার সময়সীমা ৩০ জুন শেষ হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে ৭০ কোটি প্যান কার্ড বর্তমানে ভারতে প্যান কার্ডের সংখ্যা ৭০.২ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৫৭.২৫ কোটি মানুষ আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করেছেন। .....বিস্তারিত পড়ুন

Karar Oi Lauh Kapat: কাজী নজরুলের এই গানকে ঘিরে  বিতর্কে এ আর রহমান

উত্তরাপথঃ বিতর্কে 'পিপ্পা' ছবির সঙ্গীত পরিচালক অস্কারজয়ী সুরকার এ আর রহমান।সম্প্রতি কবি কাজী নজরুল ইসলামের পরিবার একটি হিন্দি ছবিতে কবির জনপ্রিয় গান 'করার ঐ লৌহ কাপাত...' (Karar Oi Lauh Kapat )।কিন্তু এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় ওই গানটি যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে আপত্তি জানিয়েছে নজরুল পরিবার।বিতর্কের পর যে চুক্তির আওতায় ওই গানটি ছবিতে ব্যবহার করা হয়েছে তা প্রকাশ্যে আনার দাবি তুলেছে কবির পরিবার।'পিপ্পা' শিরোনামের হিন্দি চলচ্চিত্রটি যেখানে (Karar Oi Lauh Kapat )গানটি ব্যবহার করা হয়েছে তা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া একজন ভারতীয় সেনা সৈনিককে কেন্দ্র করে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ছবির সঙ্গীত পরিচালক অস্কারজয়ী সুরকার এ আর রহমান। গানের কথা ঠিক রেখেও সুর পাল্টানোর অভিযোগে ভারত ও বাংলাদেশে বিতর্কের সৃষ্টি হয়েছে।কবির পরিবারের অভিযোগ, গানটি ব্যবহারের অনুমতি দিলেও সুর পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি।পরিবারের সদস্যরাও ছবিটি থেকে গানটি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। .....বিস্তারিত পড়ুন

Free Gift in Politics: ভারতের নির্বাচন ও ফ্রি গিফট সংস্কৃতি

উত্তরাপথঃ ফ্রি গিফট (Free gift in politics)এর রাজনীতি সম্প্রতি ভারতের নির্বাচনী রাজনীতিতে একটি বিশিষ্ট ভূমিকা পালন করছে। বিনামূল্যে কোটি কোটি জনগণকে উপহার প্রদান যা রাজকোষের উপর অতিরিক্ত বোঝা ফেলবে এই সত্যটি জানা সত্ত্বেও, রাজনৈতিক দলগুলি ভোটারদের আকৃষ্ট করার জন্য ফ্রি গিফট (Free gift in politics) দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের দৌড়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।এক সময় প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা বিনামূল্যে শাড়ি, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, টেলিভিশন সেট ইত্যাদির প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে যে বিনামূল্যের সংস্কৃতি শুরু করেছিলেন তা পরবর্তী কালে অন্যান্য রাজনৈতিক দলগুলি দ্রুত অনুসরণ করেছিল। এরপর ২০১৫ সালে আম আদমি পার্টি নেতৃত্ব দিল্লির ভোটারদের কাছে বিনামূল্যে বিদ্যুৎ, জল, বাস ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল। .....বিস্তারিত পড়ুন

Bandna Festival: ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল পাঁচ দিন বাঁদনার আমেজে মশগুল থাকে

বলরাম মাহাতোঃ চিরাচরিত রীতি অনুযায়ী কার্তিক অমাবস্যার আগের দিন থেকে মোট পাঁচ দিন ব্যাপী বাঁদনার(Bandna Festival) আমেজে মশগুল থাকে ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল। অবশ্য, পরবের শুভ সূচনা হয় তারও কয়েকদিন আগে। আদিবাসী সম্প্রদায়ের সামাজিক শাসন ব্যবস্থার চূড়ামণি হিসাবে গাঁয়ের মাহাতো, লায়া, দেহরি কিম্বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নির্ধারণ করেন- ৩, ৫, ৭ বা ৯ ক’দিন ধরে গবাদি পশুর শিং-এ তেল মাখাবে গৃহস্বামী! রুখামাটির দেশের লোকেরা কোনোকালেই মাছের তেলে মাছ ভাজা তত্ত্বের অনুসারী নয়। তাই তারা গোরুর শিং-এ অন্য তেলের পরিবর্তে কচড়া তেল মাখানোয় বিশ্বাসী। কারণ কচড়া তেল প্রস্তুত করতে গোধনকে খাটাতে হয় না যে! কচড়া তেলের অপ্রতুলতার কারণে বর্তমানে সরষের তেল ব্যবহৃত হলেও, কচড়া তেলের ধারণাটি যে কৃষিজীবী মানুষের গবাদি পশুর প্রতি প্রেমের দ্যোতক, তা বলাই বাহুল্য! এভাবেই রাঢ বঙ্গে গোবর নিকানো উঠোনে হাজির হয়- ঘাওয়া, অমাবস্যা, গরইয়া, বুঢ়ি বাঁদনা ও গুঁড়ি বাঁদনার উৎসবমুখর দিনগুলি। পঞ্চদিবসে তেল দেওয়া, গঠ পূজা, কাঁচি দুয়ারি, জাগান, গহাইল পূজা, চুমান, চউক পুরা, নিমছান, গোরু খুঁটা, কাঁটা কাঢ়া প্রভৃতি ১১টি প্রধান পর্ব সহ মোট ১৬টি লোকাচারের মাধ্যমে উদযাপিত হয় বাঁদনা পরব(Bandna Festival )। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top