উত্তরাপথঃ ভারতীয় নাগরিকত্ব আইন ৬ এ (Indian Citizenship Act 6A) যা নাগরিকত্ব (সংশোধন) আইন, ১৯৮৫ নামেও পরিচিত, এটি একটি গুরুত্বপূর্ণ আইন যা আসাম রাজ্যে বসবাসকারী ব্যক্তিদের জন্য ভারতীয় নাগরিকত্ব অর্জন এবং নির্ধারণের সাথে সম্পর্কিত। ভারতীয় নাগরিকত্ব আইন ৬ এ- (Indian Citizenship Act 6A) সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে আমাদের ১৯৮৫ সালের আসাম চুক্তিতে ফিরে যেতে হবে।সেই সময় আসামে ছয় বছর ধরে চলা আন্দোলনের ফলস্বরূপ, ভারতীয় নাগরিকত্ব আইন ৬ এ।সেই সময় আইনটি রাজ্যে নাগরিকত্বের জটিল সমস্যার সমাধান এবং দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের উপায় হিসাবে প্রণীত হয়েছিল।
এক নজরে ভারতীয় নাগরিকত্ব আইন ৬ এ (Indian Citizenship Act 6A)
১। আইনটি মার্চ, ১৯৭১, আসামে ভারতীয় নাগরিকত্ব নির্ধারণের জন্য কাট-অফ তারিখ হিসাবে সেট করা হয়। এই তারিখের আগে ভারতে প্রবেশকারী ব্যক্তিরা নাগরিকত্বের জন্য যোগ্য।
২। এটি বড় আকারের অভিবাসনের কারণে রাষ্ট্রের মুখোমুখি হওয়া অনন্য পরিস্থিতি এবং চ্যালেঞ্জগুলিকে বিবেচনা করে আইনটি নাগরিকত্ব অর্জনের প্রক্রিয়া সম্পর্কিত আসামের ব্যক্তিদের জন্য কিছু শিথিলকরণ এবং ছাড় দেওয়া হয়।
৩। আইনটি ১ জানুয়ারী, ১৯৬৬ থেকে ২৪ মার্চ,১৯৭১-এর মধ্যে আসামে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য জন্মসূত্রে নাগরিকত্বকে স্বীকৃতি দেয় ৷ এই বিধানটি সেই সময় অসমে চলতে থাকা রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে আসামে জন্মগ্রহণকারীদের উদ্বেগের সমাধান করার লক্ষ্যে করা হয়।
৪। আইনটি এমন ব্যক্তিদের অনুমতি দেয় যারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসামে তাদের বসবাস প্রমাণ করতে পারবে।শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিরা নিবন্ধনের প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে।
৫। আইনটি কিছু সম্প্রদায়কে বাদ দেয়, যেমন বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আসামে ভারতীয় নাগরিকত্ব অর্জন থেকে। এই বর্জন ঐতিহাসিক প্রেক্ষাপট এবং প্রতিবেশী দেশগুলি থেকে অভিবাসন সম্পর্কিত নির্দিষ্ট উদ্বেগের উপর ভিত্তি করে করা হয়েছিল।
বিতর্ক এবং সমালোচনা:
সম্প্রতি সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ নাগরিকত্ব আইনের ধারা ৬ এ(Indian Citizenship Act 6A) এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে পিটিশন সুপ্রীম কোর্টে জমা পড়েছে তার শুনানি করছে। সেখানে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই বিষয়ে শুনানি করছেন। ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়া বেঞ্চে রয়েছেন আরও চার জন ,তারা হলেন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এমএম সুন্দরেশ, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সুপ্রীম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বেশ কিছু পর্যবেক্ষণ সামনে নিয়ে এসেছে।
১। ভারতের আইনে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কোনো বাধ্যকতা না থাকলেও কেন নাগরিকত্ব আইনের ৬ এ ধারায় সাবেক পূর্ব পাকিস্তান থেকে ১লা জানুয়ারি ১৯৬৬ থেকে ২৫শে মার্চ ১৯৭১ পর্যন্ত অসমে প্রবেশ করা বাংলা-ভাষী শরণার্থীদের জন্যে নাগরিকত্বের ব্যবস্থা করা হয়েছে ?
২। পশ্চিমবঙ্গে আসা বাঙালি শরণার্থীদের নাগরিকত্ব কেন দেওয়া হয়নি সে কথাও তুলেছে সুপ্রীম কোর্ট। এই শুনানির সময়ে বেঞ্চ ইউনিয়ন সরকারের কাছে অসমে ৬ এ ধারায় কতজন উদ্বাস্তু বাঙালি নাগরিকত্ব পেয়েছেন সে তথ্য জানতে চেয়েছে।
আরও পড়ুন
Gobindobhog: "গোবিন্দভোগ" চাল রপ্তানি শুল্ক থেকে অব্যাহতি চাইলেন মমতা
উত্তরাপথ: মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন যাতে "গোবিন্দভোগ" চাল রপ্তানির উপর শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতে, দেশীয় এবং বিদেশে, বিশেষ করে ইউরোপ এবং উপসাগরীয় অঞ্চলে সর্বশক্তিমানের (গোবিন্দ) কাছে উপস্থাপনের জন্য গোবিন্দভোগ চাল খুব পছন্দের।সেপ্টেম্বরে, কেন্দ্র ২০% শুল্ক আরোপ করেছিল। যা প্রিমিয়াম গোবিন্দভোগ চালের রপ্তানি বাজারের উল্লেখযোগ্য প্রভাব পড়েছে এবং কৃষকদের আয়ের উপর ক্ষতিকারক প্রভাব পড়েছে। .....বিস্তারিত পড়ুন
Gond Tribe: মধ্য প্রদেশে গোন্ড উপজাতির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ
গার্গী আগরওয়ালা মাহাতো: গোন্ড উপজাতি(Gond tribe) বিশ্বের বৃহত্তম উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে একটি। এটি ভারতের বৃহত্তম উপজাতি । এদের গায়ের রং কালো, চুল কালো, ঠোঁট মোটা, নাক বড় ও ছড়ানো। তারা অলিখিত ভাষা গোন্ডি ভাষাতে কথা বলে, যা দ্রাবিড় ভাষার সাথে সম্পর্কিত। গোন্ড উপজাতির একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে, বিশ্বাস করা হয় যে তাদের শিকড় প্রাক-আর্য যুগে্র । গোন্ডদের সবচেয়ে গৌরবময় রাজা ছিলেন সংগ্রাম শাহ এবং দলগত শাহ, যারা ম্ধ্যপ্রদেশের গন্ডয়ানা রাজ্যের বিস্তীর্ণ এলাকায় অনেকগুলি দুর্গ তৈরি করেছিলেন। মাত্র ৩০ বছর বয়সে দলগত .....বিস্তারিত পড়ুন
বিরোধী শূন্য রাজ্যের সমস্ত জেলা পরিষদ
উত্তরাপথ: এবার বিরোধী শূন্য রাজ্যের সব কয়টি জেলা পরিষদ। এবার রাজ্যের সমস্ত জেলা পরিষদ একাই শাসন করবে তৃণমূল । ‘সুবজ ঝড়ে কার্যত নিশ্চিহ্ন বিরোধীরা ।রাজ্যে বিরোধী দলগুলির ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছারখার হয়ে গিয়েছে । দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও একই ছবি। রাজ্যের ২০টি জেলা পরিষদই দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। জেলা পরিষদের মতোই শাসক শিবিরের আধিপত্য বজায় রয়েছে পঞ্চায়েত সমিতিতেও। মোট ৩৪১টি সমিতির মধ্যে তৃণমূল ৩১৩, বিজেপি ৭ এবং বামেরা মাত্র দু’টি দখল করেছে। বামেদের রাজনৈতিক সঙ্গী কংগ্রেস .....বিস্তারিত পড়ুন
World Population: উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে বিশ্বের জনসংখ্যা
উত্তরাপথ: সারা পৃথিবীতে জাতিসংঘের উদ্যোগে গত মঙ্গলবার ১১ জুন পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা (World Population) দিবস। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বিভাগ জানিয়েছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে ৯৭০ কোটি। অর্থাৎ প্রায় এক হাজার কোটি। এই সময়ে ভারত, চীন ও নাইজেরিয়া হবে বিশ্বের সবচেয়ে বড় তিন জনবহুল দেশ। প্রসঙ্গত উল্লেখ্য ১৯৫০ সালে বিশ্বের জনসংখ্যা ছিল ২৫০ কোটি। ২০২২ সালে জনসংখ্যা হয় ৮০০ কোটি। .....বিস্তারিত পড়ুন