Moungi G.Bawendi সাফল্যের পথ চলা এক নোবেল জয়ী
উত্তরাপথঃ Moungi G.Bawendi ব্যর্থতাকে স্বীকার করে সাফল্যের পথ চলা এক নোবেল জয়ী। একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম এই বছরের পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা ও সাহিত্যের জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে। ২০২৩ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তিন বিজ্ঞানীকে। কোয়ান্টাম ডট আবিষ্কারের জন্য Moungi G. Bawendi, Louis E. Brus and Alexei I. Ekimov on, কে নোবেল পুরস্কার দেওয়া হয়।
Moungi G.Bawendi ১৯৯০ সাল থেকে এমআইটিতে একজন অধ্যাপক ছিলেন এবং অন্য দুই বিজ্ঞানীর সাথে তিনি এই বছর রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। প্রফেসর বাভেন্ডি কোয়ান্টাম ডট আবিষ্কার করেননি কিন্তু তা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোয়ান্টাম ডটস হল ন্যানো পার্টিকেল যা টিভি স্ক্রিনেও পাওয়া যায়। কোয়ান্টাম ডটস সাহায্যে টিউমার সনাক্ত করা যেতে পারে।
তিউনিসিয়ান এবং ফরাসি ঐতিহ্যের এই অধ্যাপক বাওয়েন্দি স্কুল জীবনে পড়াশোনায় খুব ভালো ছিলেন। বিজ্ঞানের প্রতি তার খুব আগ্রহ ছিল। ১৯৭০-এর দশকে যখন তিনি হার্ভার্ডে ভর্তি হন, তখন তার পড়াশোনা ব্যাপকভাবে প্রভাবিত হয়।সেই সময় তিনি রসায়নে ১০০ র মধ্যে ২০ পান। পরীক্ষায় ফেল করে সেই সময় তিনি খুব ভেঙে পড়েছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক বাওয়েন্দি বলেন, ‘পড়াশোনা না করে পরীক্ষা দিতাম, এটাই আমার অভ্যাস। প্রথম পরীক্ষায় এত খারাপ ফল দেখে আত্মবিশ্বাস হারিয়ে ফেললাম।পরীক্ষায় আমি প্রথম প্রশ্নটি দেখে কিছুই বুঝতে পারিনি, দ্বিতীয় প্রশ্নটি দেখেও বুঝতে পারিনি।’
সেই সময় আমার মনে হয়েছিল যে এটি আমার জীবনের শেষ পরীক্ষা এবং আমাকে এই বিষয়ের জন্য তৈরি করা হয়নি।
বাভেন্দি রসায়ন পছন্দ করতেন কিন্তু পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কে তিনি জানতেন না। সমস্যাটি আবিষ্কৃত হওয়ার সাথে সাথে তিনি সমাধান খোঁজার দিকে মনোনিবেশ করেন। অধ্যাপক বাওয়েন্দি বলেন, ‘আমি কীভাবে পড়াশোনা করতে হয় তা খুঁজে বের করেছি, আগে জানতাম না’। প্রথম পরীক্ষার পর পরবর্তী প্রায় প্রতিটি পরীক্ষায় তিনি ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর পান। বাভেন্দি তরুণদের জন্য একটি ছোট বার্তাও দিয়েছিলেন, ‘পরাজয়ে নিজেদের ধ্বংস হতে দিও না’। প্রফেসর জানান,’আমি প্রথমবার পরীক্ষায় ফেল করে খুব ভেঙে পড়েছিলাম, এই পরাজয় আমাকে ধ্বংস করতে পারত,কিন্তু তারপর আমি ঘুরে দাঁড়িয়েছি।’
Moungi G.Bawendi ব্যর্থতাকে স্বীকার করে সাফল্যের পথ চলা এক নোবেল জয়ী।তাঁর জীবন আগামী দিনের বহু ছাত্র-ছাত্রীদের কাছে এক প্রেরণা।
আরও পড়ুন
বেঙ্গালুরুতে বিরোধী জোট গঠনের বৈঠকে অংশ নিতে পারে ৩২টি দল
উত্তরাপথ: আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিরোধী জোট গঠনের জন্য বেঙ্গালুরুতে আগামী ১৭-১৮ জুলাই বিরোধী দলগুলির সমাবেশ হতে চলেছে। এই বৈঠকে ২৪টি রাজনৈতিক দল অংশ নেবে বলে জানা গেছে। সূত্রের খবর, এবার বিরোধী দলে যোগ দিতে যাচ্ছে আরও নতুন ৮টি দল। এই দলগুলি হল, মারুমালারচি দ্রাবিড় মুনেন্দ্র কাজগাম, কঙ্গু দেস মক্কাল কাচ্চি, বিদুথালা চিরুথাইগাল কাচ্চি, বিপ্লবী সমাজতান্ত্রিক দল, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, কেরালা কংগ্রেস জোসেফ, কেরালা কংগ্রেস মানি ।তবে বিরোধী জোটে যদি সব গুলি দল .....বিস্তারিত পড়ুন
ডোপিংয়ের নিয়ম না মানার অভিযোগ, কুস্তিগির বিনেশ ফোগটের বিরুদ্ধে
উত্তরাপথ: ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) নোটিশ পাঠাল দেশের অন্যতম সেরা মহিলা কুস্তিগির বিনেশ ফোগটকে। নিয়ম মেনে ডোপিং এজেন্সি (নাডা) কে তিনি নিজের ব্যাপারে সব তথ্য জানাননি, এই অভিযোগ উঠেছে বিনেশের বিরুদ্ধে। দু’সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিনেশকে। নিয়ম অনুযায়ী, ক্রীড়াবিদদের তিন মাস অন্তর প্রয়োজনীয় বিভিন্ন তথ্য ন্যাশনাল অ্যান্টি ডোপিং .....বিস্তারিত পড়ুন
Delhi Flood: লাল কেল্লা, আইটিও-রাজঘাট পর্যটকদের জন্য বন্ধ
উত্তরাপথ: যমুনা জল বাড়াতে Delhi Flood বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। যদিও বৃহস্পতিবার রাত থেকে যমুনার জলস্তর ১৭ সেন্টিমিটার কমেছে। যদিও রাজধানী দিল্লির সব এলাকা এখনও জলাবদ্ধ। বন্যার আশঙ্কায় ১৬ জুলাই পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স থেকে ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এলজি বিনয় সাক্সেনার সাথে কথা বলেছেন এবং দিল্লিতে বন্যার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। .....বিস্তারিত পড়ুন
মানভূমের নাচনি শিল্পীদের সংগঠন : 'মানভূম লোকসংস্কৃতি ও নাচনী উন্নয়ন সমিতি'
ড. নিমাইকৃষ্ণ মাহাত: মানভূমের প্রচলিত প্রাচীন লোকনৃত্য গুলির মধ্যে অন্যতম হল নাচনি নাচ । এই অঞ্চলের লোকনৃত্যগুলির মধ্যে জনপ্রিয়তায় ও ব্যাপ্তিতে ছৌ নাচের পরেই রয়েছে নাচনি নাচ। এই নাচে আছে মাটির টান , অন্তরের স্পন্দন । মানভূমে বর্তমানে প্রায় ৭০ জন নাচনিশিল্পী রয়েছেন । এই শিল্পীরা সকলেই কমবেশি দুর্ভাগ্য- পীড়িত। অধিকাংশ নাচনিই দুঃখ-কষ্ট, দারিদ্র ও দুর্ভাগ্যের স্রোতে ভাসতে ভাসতে জীবনে বেঁচে থাকার জন্য খড়কুটোর মত আঁকড়ে ধরেছেন নাচনি নাচকে। .....বিস্তারিত পড়ুন