

সংগৃহীত-ছবি টুইটার
উত্তরাপথঃ INDIA জোটের বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ যাদব, এম কে স্টালিন, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, অখিলেশ যাদব, রাম গোপাল যাদব, মেহবুবা মুফতি, মনোজ ঝা এবং রাঘব চাদা সহ বেশ কয়েকজন নেতা বৃহস্পতিবার মুম্বাই পৌঁছেছেন।
২৮ টি রাজনৈতিক দলের প্রায় ৬৩ জন প্রতিনিধি বৈঠকে যোগ দেবেন বলে, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) সুপ্রিমো শরদ পাওয়ার আগে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন।শুক্রবার জোটের সমন্বয় কমিটির একটি বৈঠক হবে এবং সেখানে জোটের জন্য একটি লোগো বাছাই করা বলে খবর।
বৃহস্পতিবার নৈশভোজের পর অনানুষ্ঠানিক বৈঠকে বসে জোটের সদস্যরা।শরদ পাওয়ারের এনসিপি শিবির বিশিষ্ট ব্যক্তিদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করছে, এবং শিবসেনা (ইউবিটি) লজিস্টিকসের দায়িত্বে রয়েছে। প্রসঙ্গত বিরোধী দল তাদের প্রথম বৈঠকটি জুন মাসে পাটনায় করেছিল এবং তারপরে তারা গত মাসে বেঙ্গালুরুতে আবার জড়ো হয়েছিল
এবার এক নজরে দেখে নেওয়া যাক INDIA জোট সম্পর্কে নেতারা কে কি বললেন- এএপি সাংসদ রাঘব চাড্ডা বলেছেন যে বিজেপি বিরোধীদের জোটে হতবাক।তিনি বলেন, এই জোটের সাফল্যে শাসক দল ভীত। কিন্তু এই জোট ভারতের কোটি কোটি মানুষের, যাকে পরাজিত করা যাবে না।
শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে বলেছেন যে INDIA জোটের লক্ষ্য গণতন্ত্র বাঁচানো।
আরজেডি নেতা মনোজ ঝা বলেছেন যে ভারত জোট ভাঙ্গা দেশকে ঠিক করার জন্য।তিনি বলেন, “এদেশে অনেক কিছু ভেঙে গেছে, স্বপ্ন চুরমার হয়ে গেছে। তা ঠিক করতে, ও দেশের ক্ষত সারাতে এই জোট।”
সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরি বলেছেন, জোটের প্রতি জনগণের প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী এবং বিজেপিকে হতাশ করেছে।”
রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরী বলেছেন, দেশের এমন একটি যৌথ নেতৃত্বের প্রয়োজন যা তরুণদের এবং সমাজের সকল অংশের চাহিদা এবং আকাঙ্ক্ষার প্রতি প্রতিক্রিয়াশীল। আমাদের এমন একটি সরকার দরকার যা তার সাংবিধানিক বাধ্যবাধকতার প্রতি সংবেদনশীল হবে।
সিপিআই (এম) নেতা ডি রাজা বলেছেন যে দেশের পরিস্থিতি দাবি করে যে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলি একত্রিত হয়ে বিজেপিকে পরাজিত করবে।সেই সাথে তিনি বলেন, আমাদের সংবিধান রক্ষা করতে হবে।
সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব বলেছেন: “বিরোধী দলগুলির এই জোট ভারতের আত্মাকে বাঁচাতে হয়েছে। ক্ষমতায় থাকা লোকেরা ভারতের আসল আত্মাকে ধ্বংস করে ভারতকে ধ্বংস করছে। এই জোটের লক্ষ্য হল বিজেপিকে ক্ষমতাচ্যুত করা।
বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) সভাপতি থিরুমাবলাভান বলেছেন: ” আমরা সাধারণ ন্যূনতম কর্মসূচির বিষয়ে আমাদের পরামর্শ দেব। আমাদের লক্ষ্য হল সংখ্যালঘু, মহিলা, দলিত এবং উপজাতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রান্তিক শ্রেণির উন্নতি নিশ্চিত করা।”
আরও পড়ুন
সম্পাদকীয়
পশ্চিমবঙ্গের ছোট-বড় যে কোনও নির্বাচন মানেই রাজনৈতিক হিংসা । সদ্য অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনও তার ব্যতিক্রম নয়।রাজনৈতিক হিংসা যাতে না হয় নির্বাচনে তার জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করার পরও হিংসা অব্যাহত থাকল, সারা রাজ্যজুরে ঘটল তেরোটি মৃত্যুর ঘটনা ।পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ঘট হিংসা রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়া সহ নাগরিকদের ভোটাধিকার নিয়ে আমাদের সামনে প্রশ্ন তুলে দিয়েছে। আমাদের রাজ্যে চলতে থাকা রাজনৈতিক হিংসার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষ একাধিক কারণ থাকলেও বেকারত্ব সহ দুর্বল গ্রামীন অর্থনীতি এর প্রধান কারণ । দুর্বল গ্রামীন অর্থনীতির কারণে বেশীরভাগ গ্রামীন এলাকার মানুষদের অর্থনৈতিক উপার্জনের সুযোগ খুব কম। বিশেষত স্বল্প শিক্ষিত সেই সব মানুষদের যারা না পায় সরকারি চাকুরি না পারে ঠিকা শ্রমিকের কাজ করতে, গ্রামীন অর্থনীতিতে বিশাল সংখ্যক মানুষ এই শ্রেনীর অন্তর্গত .....বিস্তারিত পড়ুন
SAFF Final: কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত
উত্তরাপথ: SAFF Final (সাফ) ফুটবলের শিরোপা হাতছাড়া করেনি এবারও ভারত। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে শিরোপা নিজেদের কাছেই রেখে দিল Blue Tigers -রা। এই নিয়ে রেকর্ড ৯ম বার এই শিরোপা নিজেদের কাছে রাখল সুনিল ছেত্রীরা। টাইব্রেকারে তারা কুয়েতকে হারিয়েছে ৫-৪ ব্যবধানে । তবে এই জয় খুব সহজে পায়নি সুনিল ছেত্রীরা। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শিরোপা দখলে নিল ভারত। নির্ধারিত সময়, অতিরিক্ত সময় অতঃপর টাইব্রেকার; তবুও নিষ্পত্তি হয়নি শিরোপার। অবশেষে ভারত শিরোপা বুঝে পায় সাডেন ডেথে। .....বিস্তারিত পড়ুন
মরশুমের প্রথম ইলিশ ( Hilsa) এল দিঘায়
উত্তরাপথ: মরশুমের প্রথম ইলিশ এল দিঘায় (Digha)। জানা গেছে, সাত থেকে দশদিন আগে ট্রলারগুলি সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল। মৎস্যজীবীরা জানান, মাঝসমুদ্রে ইলশেগুড়ি বৃষ্টি পেয়েছেন। পুবের হাওয়াও ছিল। এটাই ইলিশের পক্ষে অনুকূল আবহাওয়া। তাই ইলিশের দেখা মিলেছে। বেশ কিছু ট্রলার ইতিমধ্যে দিঘায় এসে ঠেকেছে। তাঁরা বলেন, “আরও ট্রলার সমুদ্রে আছে সেগুলো ফিরছে খুব শীঘ্রই । ট্রলারগুলি ফিরে আসায় দিঘার বাজারে আমদানি হল মরশুমের প্রথম ইলিশ যা প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ। .....বিস্তারিত পড়ুন
জঙ্গলমহলে হলুদ বাহিনী আগামীতে তৃণমূলের মাথা ব্যথার কারণ
উত্তরাপথ: পঞ্চায়েত নির্বাচনের পর হলুদ আবীরে ভরে গেছে জঙ্গলমহল। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের রাজনৈতিক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল জঙ্গলমহল । আকর্ষণের এই কেন্দ্রবিন্দু হয়ে উঠার অন্যতম কারণ নিঃসন্দেহে কুড়মি আন্দোলন। এই জঙ্গলমহল নিয়ে শাসকদলের মাথা ব্যাথা যেমন রয়েছে, তেমন রাজনৈতিক উৎকণ্ঠা রয়েছে বিজেপির । শাসকদল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে অনেকটাই নিজেদের জমি উদ্ধার করতে পেরেছে সন্দেহ নাই । .....বিস্তারিত পড়ুন