

উত্তরাপথঃ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে এবার বিলকিস বানো ইস্যুতে ময়দানে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি বিলকিস বানোর গণধর্ষণ কাণ্ডের মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে গুজরাত সরকার। বিলকিস বানো গণধর্ষণকাণ্ডে ১১ জন সাজাপ্রাপ্তকে মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত সেই সময় গুজরাত সরকার নিয়েছিল, সেই সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। অবিলম্বে ওই ১১ জনকে দু সপ্তাহের মধ্যে জেলে ফেরানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷
বিলকিস বানোর জীবনের একটা বড় অংশ কেটেছে বিচার পেতে। ৩ মার্চ, ২০০২ সালে গুজরাটের দাহোদ জেলার রন্ধিকপুর গ্রামের বাসিন্দা বিলকিস ইয়াকুব রসুল বানোকে গণধর্ষণ করা হয়। এর আগে ২৭ ফেব্রুয়ারী ২০০২ সালে, গুজরাটের গোধরা স্টেশনে দাঁড়িয়ে থাকা সবরমতি এক্সপ্রেসে আগুন দেওয়া হয়। অযোধ্যা থেকে ফিরে আসা কয়েক ডজন কর সেবক ও রাম ভক্ত এই ট্রেনে যাতায়াত করছিলেন। এ অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ পাঁচ ডজন লোক দগ্ধ হয়।
এই ঘটনার পরপরই গুজরাটের অনেক এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। ২৮ ফেব্রুয়ারী ২০০২-এ সহিংসতা দাহোদে পৌঁছেছিল। রন্ধিকপুর গ্রামে বসবাসকারী বিলকিস এবং তার পরিবার মনে করেছিল যে আগুন শীঘ্রই এখানে পৌঁছাবে। অতএব, ১৭ জনের পরিবার বাড়ি ছেড়ে যাওয়া জরুরি বলে মনে করেছিল। তাই পরিবার চলে যায়। এ সময় বিলকিসের বয়স ছিল ২১ বছর। তার কোলে সাড়ে তিন বছরের মেয়ে সালেহা, তিনি নিজে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৩ মার্চ ২০০২-এ পরিবারটি ছাপারওয়াদ নামে একটি গ্রামে পৌঁছেছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, এদিন লাঠি, কাস্তে ও তরবারি নিয়ে প্রায় ৩০ জনের এক জনতা ওই পরিবারের ওপর হামলা চালায় শুরু হয় সহিংসতা। এই ভিড়ের মধ্যে সেই ১১ জনের নামও ছিল, যারা বিলকিস, তার মা ও আরও তিন নারীকে একের পর এক ধর্ষণ করে।
বিলকিসের সাড়ে তিন বছরের মেয়েকেও খুন করা হয়। বিলকিসের অনাগত সন্তানকেও হত্যা করা হয়। ১৭ জনের একটি পরিবারের ৮ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।গণধর্ষণের সময় অজ্ঞান হয়ে পড়েন বিলকিস। তিন ঘণ্টা পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর, তিনি এক আদিবাসী মহিলার কাছ থেকে কাপড় চেয়েছিলেন এবং হোম গার্ড জওয়ানের সাথে লিমখেদা থানায় যান। থানায় উপস্থিত হেড কনস্টেবল সোমাভাই গোরি অভিযোগটি সঠিকভাবে লেখেননি। অভিযোগপত্রে বলা হয়েছে, কনস্টেবল অভিযোগ লেখার সময় ঘটনা বিকৃত করেছেন এবং মামলার একটি ভুল গল্প উপস্থাপন করেছেন।
এরপর গোধরায় ত্রাণ শিবিরে পৌঁছালেই বিলকিস বানোর ডাক্তারি পরীক্ষা করানো সম্ভব হয়। সিবিআই তাদের তদন্তে দাবি করেছে যে অভিযুক্তদের বাঁচাতে নিহতদের পোস্টমর্টেম তদন্তেও কারচুপি করা হয়েছিল। সিবিআই আধিকারিকরা যখন নিহতদের মৃতদেহ খুঁড়ে বের করেন, তখন তারা দেখতে পান যে সাতটি লাশেরই খুলি নেই। সিবিআই জানিয়েছে, পোস্টমর্টেমের পর নিহতদের মাথার খুলি ধ্বংস করা হয়েছে যাতে তাদের মৃতদেহ শনাক্ত করা না যায়।
২০০২ সালে প্রমাণের অভাবে মামলার তদন্ত বন্ধ হয়ে যায়। তারপর তোলপাড় শুরু হয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিবিআই মামলার তদন্ত শুরু করে। গুজরাটে ন্যায়বিচারের কোনো সম্ভাবনা না দেখে সুপ্রিম কোর্ট মামলাটি রাজ্যের বাইরে সরিয়ে দেয়। এবং ২০০৮ সালের জানুয়ারিতে, বিশেষ সিবিআই আদালত এই ১১ জনকে ধর্ষণ ও খুনের জন্য দোষী সাব্যস্ত করে সকলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর পর সব ধর্ষক তাদের আইনি পথ খুঁজতে থাকে।বিশেষ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা বোম্বে হাইকোর্টে একটি পিটিশন দায়ের করে, যা ২০১৭সালের মে মাসে খারিজ হয়ে যায়।
এরই মধ্যে গুজরাট সরকার বিলকিসকে গণধর্ষণ, হত্যা এবং বিচারের জন্য ৫ লাখ টাকার ক্ষতিপূরণের প্রস্তাব দেয়।বিলকিস তা মানতে রাজি হননি এবং তিনি উপযুক্ত ক্ষতিপূরণের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন। এপ্রিল ২০১৯ -এ, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বিলকিসকে ৫০ লক্ষ টাকা, একটি বাড়ি এবং একটি চাকরি দেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু কয়েক বছর পর সব আসামিকে জেল থেকে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। রাধেশ্যাম শাহ, এই মামলার একজন দোষী, ২০২২ সালের মে মাসে সুপ্রিম কোর্টে তার সাজা থেকে মুক্তি দেওয়ার জন্য আবেদন করেছিলেন। এই ছাড়কে মওকুফ বলা হয়। এতে দোষ বা শাস্তির চরিত্রের কোনো পরিবর্তন হয় না। জেলে থাকার সময়কাল কমে যায়। এই আবেদনের শুনানির সময়, সুপ্রিম কোর্ট বলেছিল যে শাস্তি শিথিল করার আবেদন রাষ্ট্রের নীতি অনুসারে বিবেচনা করা যেতে পারে যেখানে অপরাধ সংঘটিত হয়েছে।নির্দেশে আরও বলা হয় গুজরাট সরকারের একটি কমিটিকে মওকুফ বিবেচনা করা উচিত। মনে রাখবেন যে এই আদেশটি বিবেচনার মধ্যে সীমাবদ্ধ ছিল, মুক্তি দেওয়ার বিষয়ে কোনও স্পষ্ট কথা ছিল না।সুপ্রিম কোর্টের এই নির্দেশকে ঢাল হিসেবে নিয়ে গুজরাট সরকার ৯ জনের একটি কমিটি গঠন করে, যার মধ্যে পাঁচজন বিজেপি নেতা ছিলেন। এই কমিটি ১৪ আগস্ট সিদ্ধান্ত নেয়, ১১ ধর্ষককে জেল থেকে মুক্তি দেওয়া হবে, কারণ হিসেবে মুক্তি দেওয়ার সময়, ১৪ বছর সাজা, বয়স, অপরাধের প্রকৃতি, কারাগারে আচরণের মতো বিষয়গুলি বিবেচনা করা হয়েছিল।
আরও পড়ুন
Side effects of vitamin: ভিটামিনের আধিক্য আপনার জন্য ক্ষতিকর হতে পারে
উত্তরাপথঃ ভিটামিনের প্রয়োজনীয়তা আমরা সবাই নিশ্চয়ই ছোটবেলা থেকে শুনে আসছি যে সুস্থ থাকতে হলে শরীরে প্রয়োজনীয় সব ভিটামিন থাকা খুবই জরুরি। ভিটামিন আমাদের সুস্থ করার পাশাপাশি আমাদের সমগ্র শরীরের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক, এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া আমাদের জন্য ক্ষতিকারকও হতে পারে। আসুন জেনে নিই অতিরিক্ত ভিটামিন গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া (Side effects of vitamin)সুস্থ থাকার জন্য শরীরে সব ধরনের পুষ্টি থাকা খুবই জরুরি। এ কারণেই বয়স্ক থেকে শুরু করে চিকিৎসক, সবাই আমাদেরকে সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। সমস্ত পুষ্টি উপাদান আমাদের শরীরকে বিভিন্ন উপায়ে সুস্থ করে তোলে। এর মধ্যে ভিটামিন একটি, যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। .....বিস্তারিত পড়ুন
Fried rice syndrome: আগের দিনের রান্না করা ভাত খেলে হতে পারে এই বিশেষ অসুখটি
উত্তরাপথঃ আপনার কি বাসী ভাত বা পান্তা খাওয়ার অভ্যেস আছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়া তোলপাড় ফ্রাইড রাইস সিনড্রোম (Fried rice syndrome) নিয়ে আমরা প্রায়ই অবশিষ্ট খাবার গরম করে আবার খাই। কিন্তু জানেন কি এই অভ্যাস আপনাকে অসুস্থ করে তুলতে পারে। অনেক সময় পর আগের রান্না করা ভাত খাওয়ার ফলে পেট সংক্রান্ত সমস্যা হয়। কেউ কেউ মনে করেন যে খাবার পুনরায় গরম করলে এতে উপস্থিত ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু তা নয়। যে খাবারেই স্টার্চ থাকে না কেন, এতে উপস্থিত টক্সিন তাপ প্রতিরোধী। অর্থাৎ খাবার গরম করার পরও ব্যাকটেরিয়া নষ্ট হয় না। ফ্রাইড রাইস সিনড্রোম নামে এই সমস্যা সম্পর্কিত একটি অবস্থা রয়েছে। আজ আমরা এই ফ্রাইড রাইস সিনড্রোম অবস্থার লক্ষণ, কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করব। ভাত রান্না করার পর, যখন অবশিষ্ট ভাত কয়েক ঘন্টা বা সারারাত ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হয় এবং তাতে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, তখন এই অবস্থার নাম দেওয়া হয়েছে ফ্রাইড রাইস সিনড্রোম। .....বিস্তারিত পড়ুন
World Children's Day: সত্যিই কি ‘বিশ্ব শিশু দিবস´পালনের কোনও যৌক্তিকতা আছে ?
প্রীতি গুপ্তাঃ হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন তারপর ১৪ নভেম্বর আমাদের দেশ সহ সারা বিশ্বজুড়ে পালন করা হবে ‘বিশ্ব শিশু দিবস´(World Children's Day)।এই দিনটি শিশুদের মঙ্গলের জন্য, তাদের ভবিষ্যতের জন্য একটি অনুকূল বিশ্ব তৈরি করার প্রচেষ্টার একটি দিন।কিন্তু প্রশ্ন,সত্যি কি হাজার হাজার কোটি টাকা খরচ করে সারা বিশ্ব জুড়ে শিশু দিবস পালন করার কোনও যৌক্তিকতা আছে? আদৌ কি এর কোনও লাভ আমরা আমাদের প্রান্তিক স্তরের শিশুদের কাছে পৌঁছে দিতে পেরেছি ? সম্প্রতি কাজের প্রয়োজনে রাজস্থানের উদয়পুর শহরে আসা। আমরা সবাই জানি উদয়পুর বিখ্যাত তার হ্রদের কারণে । এখানকার স্থানীয় থেকে পর্যটক সকলেই এই সুন্দর হ্রদগুলির আকর্ষণে বারবার ছুঁটে যায়। ‘ফতে সাহেব লেক’ রাজস্থানের উদয়পুরের এক বিখ্যাত পর্যটক স্থল।এখানে বহু মানুষ সকাল- বিকেল এই লেকের চার ধারে হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়ে। সেভাবেই দুই দিন আগে বিকেলে হঠাৎ করে বেরিয়ে পড়লাম ‘ফতে সাহেব লেকের ধারে হাঁটার উদ্দেশ্য নিয়ে। হাঁটার মাঝখানে হঠাৎ করে একটি বাচ্চাছেলে আওয়াজ করে ডাকছে ,বললাম কিছু বলবি? সে বলল একটু দাঁড়াতে। ও ছুটে গিয়ে হাতে করে কয়েকটি বেলুন নিয়ে এসে হাজির । সে বারবার বেলুন কেনার অনুরোধ জানাতে লাগল। হাতে অন্য কাজের চাপ নেই অনেকটা অবসর সময় তাই আমি অনেকটা সাংবাদিক সুলভ মন নিয়ে বললাম ঠিক আছে আমি তোর বেলুন নেব ,কিন্তু তার আগে আমি তোকে যা বলব তার তার ঠিক ঠিক উত্তর দিতে হবে। সে খুশী খুশী রাজি হয়ে গেল । .....বিস্তারিত পড়ুন
সহযাত্রী
দীপা - আর তো এগারো বছর আটমাস বারোদিন চাকরি , তাই না ? অংশু - বাপরে বরাবরই তোমার স্মৃতিশক্তি প্রবল , এতোটা মনে আছে ? দীপা- ঘোরো টো টো করে আর কটা বছর , আফটার রিটায়ার্ড মেন্ট কি করবে ? অংশু - ফার্ম হাউস ,গাছপালা পশুপাখি নিয়ে থাকবো। দীপা- বাঃ উন্নতি হয়েছে। যে অংশুবাবু কখনও একটা ফুলের চারা লাগায়নি সে কিনা ফার্ম হাউস করবে … অংশু - সময়ের সাথে সব বদলায় ম্যাডাম , আচ্ছা তোমার কনুইয়ের নীচে সেই পোড়া দাগটা দেখি তো গেছে কিনা … দীপা- তুমি অনেক রোগা হয়ে গেছো , তা ওজন কত শুনি ? অংশু - সত্তর বাহাত্তর হবে বোধহয় মাপিনি, দীপা - তা কেনো মাপবে ? একটা অগোছালো মানুষ। অংশু - যাক বাবা তাও অপদার্থ শব্দ টা বলোনি। দীপা - ভাবোনা ডিভোর্স হয়েছে বলে সে অধিকার নেই। সমাজ বিজ্ঞানের অধ্যাপক হয়েও আসলে সমাজটাই শেখোনি , আর কি শিখেছো বলো, ঐ ছেলে পড়ানো , সেমিনার আর লেখালেখি। তা ধন্যবাদ তোমার রূপালী ঠৌট উপন্যাস এবছর একাডেমি পেলো , দারুণ লেখো তুমি, আগের চেয়ে অনেক ধার। অংশু- বাঃ তুমি পড়েছো ? দীপা- সব পড়েছি , তোমার রিসেন্ট উপন্যাসের নায়িকা মেঘনা টি কে ? মানে কার আড়ালে কাকে লিখেছো ? অংশু - এও কি বাংলা সাহিত্যের অধ্যাপিকাকে বলে দিতে হবে ? দীপা- বারোটা বছর সময়ের শাসনে অনেক বদলালেও আমি বোধহয় সেই বড্ড সেকেলেই রয়ে গেলাম। অংশু - একা একাই কাটিয়ে দিলে বারো বছর। দীপা- একই প্রশ্ন আমিও করতে পারি। অংশু - আচ্ছা দীপা আজ না হয় শেষবারের মতো বলি, আমার মধ্যে কি ছিলো না বলোতো ? কেনো পারোনি এই বাউন্ডুলে ভবঘুরে মানুষটার সাথে চিরকালের ঘর বাঁধতে ? আমি কি ভালোবাসতে জানি না ? .....বিস্তারিত পড়ুন