সৌদির জেলে ১৮ বছর বন্দি, মৃত্যুদণ্ড এড়াতে ৩৪ কোটি ব্লাড মানি জোগাড় করল কেরলবাসী

আবদুল রহিমের মুক্তির জন্য সারা বিশ্বের মালায়লিরা ঐক্যবদ্ধ হয়েছে। তারা একত্রিত হয়েছিল এবং একটি ক্রাউডফান্ডিং ক্যাম্পেইনের মাধ্যমে ৩৫.৪৫ কোটি রুপি সংগ্রহ করেছে। আব্দুল রহিম কোঝিকোড়ের বাসিন্দা। তিনি ১৮ বছরেরও বেশি সময় ধরে সৌদির জেলে বন্দী ছিলেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিশেষ বিষয় হল আব্দুলকে বাঁচাতে মানুষ তাদের হিন্দু, মুসলিম, শিখ বা অন্য কোন ধর্ম ভুলে গিয়ে তাকে মানবতার বাইরে বাঁচাতে ক্রাউডফান্ডিং-এর অংশ হয়ে ওঠে। শাস্তি এড়াতে, রহিমকে ১৮এপ্রিলের আগে ‘ব্লাড মানি’ হিসাবে প্রায় ৩৪ কোটি টাকা দিতে হবে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মালয়ালী সম্প্রদায়ের প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন, ‘যখন ঘৃণার প্রচারকরা রাজ্যের বিরুদ্ধে মিথ্যা ছড়ায়, তখন মালয়ালীরা মানবতা এবং দাতব্যের মাধ্যমে নিজেদের রক্ষা করে। সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোঝিকোড়ের বাসিন্দা আবদুল রহিমের মুক্তির জন্য বিশ্বজুড়ে মালয়ালীরা একত্রিত হয়েছে এবং ৩৪ কোটি রুপি সংগ্রহ করেছে।’

আবদুর রহিম সংযুক্ত আরব আমিরাতে এক প্রতিবন্ধী ছেলের দেখাশোনা করতেন। আব্দুল রহিম ভুলবশত ছেলেটির লাইফ সাপোর্ট ইকুইপমেন্ট খুলে ফেলেছিলেন, ফলে তার মৃত্যু হয়। রহিম হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে ২০০৬ সালে জেল খাটেন। ছেলেটির পরিবার আব্দুল রহিমকে ক্ষমা করতে অস্বীকার করে। ২০১৮ সালে, সৌদি আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।

নিহতের পরিবার প্রাথমিকভাবে মৃত্যুদণ্ডের বিষয়ে জোর দিলেও পরে তারা তাকে ক্ষমা করতে রাজি হয়। তবে তিনি শর্ত দেন, আবদুর রহিম ব্লাড মানি হিসেবে দেড় কোটি সৌদি রিয়াল দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। আবদুল রহিমের পরিবারের কাছে তেমন টাকা ছিল না। তিনি জনগণের কাছে আবেদন করেছিলেন, পরে কিছু লোকের সহায়তায় ক্রাউড ফান্ডিং করা হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে মানুষের কাছে সাহায্য চাওয়া হয়েছে। এই প্রচারাভিযানে প্রভাবশালী ব্যক্তি, এনআরআই, ব্যবসায়ী এবং সামাজিক কর্মীদের অংশগ্রহণ দেখা গেছে, যারা সবাই রহিমের মুক্তির পক্ষে ছিলেন। কমিটি ১৫ এপ্রিলের সময়সীমার আগে রহিমের মুক্তি নিশ্চিত করতে সাহায্যের জন্য রিয়াদে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করার পরিকল্পনা করেছে। রহিমের মা ফাতেমা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘জনগণের ঐক্য আমার ছেলেকে বাঁচানোর প্রচেষ্টায় সাহায্য করেছে। গত ১৮ বছর ধরে আমি তাকে দেখতে পাচ্ছি না। সে ফোন করলেও আমি কথা বলতে পারি না।

ব্লাড মানি বলতে শাস্তি এড়াতে ভিকটিমদের পরিবারকে অর্থ প্রদানকে বোঝায়। অর্থাৎ একটি হত্যা মামলায়, এই ক্ষতিপূরণ দোষী ব্যক্তি কর্তৃক নিহতের পরিবারকে দেওয়া হয়। এই ক্ষতিপূরণকে ব্লাড মানি বলা হয়। যে ব্যক্তি হত্যাকাণ্ড ঘটায় সে নিহতের পরিবারকে রক্তের টাকা দেয়। এই রক্তের টাকার বিনিময়ে অপরাধীর শাস্তি মাফ করে দেয় নির্যাতিতর পরিবার। এই রক্তের টাকা তখনই দেওয়া হয় যখন ভুক্তভোগী স্বেচ্ছায় নিতে রাজি হন এবং ক্ষমা করতে ইচ্ছুক হন।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


এবার চাঁদের পথে জাপান, অবতরণে সময় লাগতে পারে ছয় মাস

উত্তরাপথঃ এ যেন হঠাৎ করে শুরু হওয়া বিভিন্ন দেশগুলির মধ্যে চাঁদে যাওয়ার প্রতিযোগিতা।ভারতের পর এবার চাঁদের পথে পারি দিল জাপান । চাঁদের জন্য SLIM নামে  তাদের নিজস্ব মুন ল্যান্ডার উৎক্ষেপণ করেছে জাপান।  মহাকাশযানটি ৭ সেপ্টেম্বর জাপানের স্থানীয় সময় সকাল ৮.৪২মিনিটে উৎক্ষেপণ করা হয়।  এটিতে জাপানের নিজস্ব  H2A রকেট ব্যবহার করা হয়েছে। এই মহাকাশ যানটি  তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে।প্রসঙ্গত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাপান এটিকে নির্দিষ্ট সময়ের চেয়ে ১০ দিন দেরিতে উৎক্ষেপণ করল।মহাকাশযান SLIM ছাড়াও একটি মহাকাশ টেলিস্কোপও পাঠিয়েছে জাপান।উভয় মহাকাশযান এক ঘন্টার মধ্যে তাদের নির্দিষ্ট পথে পৌঁছেছে।  সবকিছু ঠিকঠাক থাকলে 'স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন' (SLIM) প্রায় চার মাস পর চাঁদে অবতরণ করবে। .....বিস্তারিত পড়ুন

পোল্ট্রি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে নতুন জিন প্রযুক্তি

উত্তরাপথ - পোল্ট্রি শিল্পে পুরুষ ছানা মারার অভ্যাস দীর্ঘকাল ধরে নৈতিক উদ্বেগের বিষয়।পরিসংখ্যানে প্রকাশ প্রতি বছর পোলট্রিগুলিতে ৭ বিলিয়ন পুরুষ ছানাকে হত্যা করা হয়।কারণ পুরুষ ছানারা ডিম দিতে পারে না সেই সাথে তারা  মাংসের জন্যও উপযুক্ত না হওয়ার কারণে,তারা অর্থনৈতিকভাবে অলাভজনক বলে বিবেচিত হয় । সেই কারণে ডিম ফোটার পরপরই তাদের euthanized করা হয়।এবার এই সমস্যা সমাধানে মধ্য ইস্রায়েলের Yuval Cinnamon এর গবেষণাগারে এক নতুন প্রযুক্তি আবিষ্কার করা হয় যার দ্বারা সমস্ত ছানাই মহিলা হবে।এক্ষেত্রে পুরুষ ছানাগুলিকে সম্পূর্ণভাবে ডিম থেকে বেরোনোর আগেই তাদের বাঁধা দেওয়া হবে। এই নতুন প্রযুক্তির আবিষ্কার মুর্গীর পুরুষ ছানাগুলিকে প্রায়শই ম্যাসারেশন বা গ্যাসিং পদ্ধতির মাধ্যমে হত্যা করার মত অমানবিক কাজ বন্ধ করতে সাহায্য করবে। .....বিস্তারিত পড়ুন

রাজা মহম্মদ ও সি সেল মিউজিয়াম

প্রিয়াঙ্কা দত্তঃ রাজা মহম্মদ, এমন একজন মানুষের নাম, যার ব্যাক্তিগত ইচ্ছার কাছে হেরে যায় সব বাধা। ইচ্ছার চেয়ে বলা ভালো নেশা। সামুদ্রিক প্রাণীদের খোল সংগ্রহের নেশা। যা তাঁকে ছোটবেলা থেকেই ছুটিয়ে নিয়ে বেরিয়েছে প্রায় তিরিশ বছর ধরে। আর সেই দীর্ঘ পথের শেষে , তিনি সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন এশিয়ার বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ব্যাক্তিগত সংগ্রহশালা। তাঁর প্রতিষ্ঠিত সি সেল মিউজিয়ামটি বর্তমানে চেন্নাইয়ের মহাবলিপূরম মন্দিরের সন্নিকটে অবস্থিত একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। রাজা মহম্মদ ছোট্ট বেলা থেকেই  সমুদ্র তট থেকে সংগ্রহ করতেন বিভিন্ন সামুদ্রিক প্রাণীর দেহাংশ। কুড্ডালোর থেকে রামেশ্বরম এর সমুদ্রতট, সেখান থেকে জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স প্রভৃতি দেশে গিয়েছেন ব্যাক্তিগত উদ্যোগে। সংগ্রহ করেছেন অসাধারণ সব সামুদ্রিক .....বিস্তারিত পড়ুন

ব্যয় বৃদ্ধির কারণে বাড়ছে বাংলাদেশে ইলিশের দাম, প্রভাব রাজ্যেও

উত্তরাপথঃ বাংলাদেশ ও ইলিশ এই দুটি নাম একে অপরের পরিপূরক মনে হলেও বাস্তব কিন্তু বলছে অন্য কথা। সূত্র মাধ্যমে পাওয়া খবরে জানা যাচ্ছে  প্রকৃতির অপার দান হলেও শিকার থেকে শুরু করে বাজারজাত হওয়া পর্যন্ত ব্যয় বৃদ্ধির কারণেই বাড়ছে বাংলাদেশে ইলিশের দাম। এর সঙ্গে মধ্যস্বত্বভোগীদের লাভের অঙ্ক যোগ হয়ে তা চলে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।পরিস্থিতি এমন যে গরিব তো দূর থাক মধ্যবিত্তের পাতেও এখন আর জুটছে না ইলিশ। বুধবার বরিশালের পাইকারি বাজারে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হয় ৬০ হাজার টাকা মন দরে। ৪২ কেজিতে মন হিসাবে প্রতি কেজির দাম পড়ে প্রায় সাড়ে ১৪শ টাকা। খুচরা বাজারে গিয়ে যা বিক্রি হয় ১৬ থেকে ১৮শ টাকা। যে কারণে জাতীয় এই মাছ এখন শুধু বিত্তশালীদের খাদ্যে পরিণত হয়েছে। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top