তারা হয়তো ভেবেছিল বিশ্ব সাধুবাদ জানাবে। এই আবহে একের পর পর পেজার বিস্ফোরণে কেঁপে উঠল লেবানন ও সিরিয়ার একাধিক এলাকা ৷ মঙ্গলবার দুপুরে একই সঙ্গে একাধিক বিস্ফোরণ ঘটে বলে খবর ৷ এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৬জন ৷ মৃতদের মধ্যে এক 8 বছরের নাবালিকাও রয়েছে বলে খবর ৷ আহতদের সংখ্যা প্রায় ৫হাজার ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷
ভয়াবহ এই বিস্ফোরণের জন্য ইজরায়েলের মোসাদ বাহিনীকেই কাঠগড়ায় তুলেছে ইরানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী হিজবুল্লা ৷ তাদের দাবি, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এই হামলা করা হয়েছে ৷ বিস্ফোরণের গতিপ্রকৃতি দেখে এটা স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তবে পেজারের মধ্যে কীভাবে বিস্ফোরণ ব্যবহার করা হল? তা এখনও স্পষ্ট নয় হিজবুল্লা গোয়ান্দাদের কাছে ৷ যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইজরায়েলি সেনাবাহিনী ।
প্রসঙ্গত পেজার হল যোগাযোগের অন্যতম মাধ্যম ৷ সাধারণত মোবাইল ফোনের পরিবর্তে এই ডিভাইস ব্যবহার করা হয় ৷ এর ব্যবহারের প্রধান সুবিধা হল এর লোকেশন ট্র্যাক করা যায় না ৷ রেডিয়ো ফ্রিকুয়েন্সি সিগনালের সাহায্যে এই ডিভাইসের মাধ্যমে অতি সহজে যোগাযোগ করা যায় ৷ মূলত, কোডের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যায় পেজারের সাহায্যে ৷ মোবাইল ফোন ব্যবহারের অনেক আগে থেকে এই ডিভাইস ব্য়বহারের চল রয়েছে পশ্চিমি দুনিয়ার দেশগুলিতে ৷
এখন প্রশ্ন হামলার জন্য কেন পেজারকেই বেছে নেওয়া হল ? তাদের অবস্থান আড়াল করে রাখার জন্য মোবাইল ফোনের বদলে পেজার ব্য়বহার করেন হিজবুল্লার সদস্যরা ৷ তারা যেখানে যান, যোগাযোগের জন্য এই ডিভাইসটি সঙ্গে করে নিয়ে যান ৷ বিশেষজ্ঞদের মতে, কার্যত সেকারণেই ঝাঁঝালো হামলার জন্য পকেটের ভিতরের এই ছোট্ট ডিভাইসটিকে বেছে নেওয়া হয়েছে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক হিজবুল্লার নেতার মতে, তারা সাধারণত অন্য একটি ব্র্যান্ডের পেজার ব্যবহার করেন ৷ তবে বিস্ফোরণের জন্য নতুন এক ব্র্য়ান্ডের পেজার ব্যবহার করা হয়েছে ৷
হামলা সম্পর্কে একাধিক তত্ত্ব উঠে এসেছে ৷ যদিও তদন্তকারীরা এই প্রসঙ্গে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি ৷ তবে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে কয়েক হাজার পেজার বানানোর জন্য তাইওয়ানের এক সংস্থাকে বরাত দেওয়া হয় ৷ বিশেষজ্ঞদের ধারনা, এই প্রক্রিয়ার সময় পেজারের ব্যাটারির মধ্যে বিস্ফোরক ডুকিয়ে দেওয়া হয় ৷ ফলে পেজার ব্যবহারের সময় রেডিয়ো সিগনাল চালু হতেই ঘটে এই বিপত্তি ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন ব্রিটিশ সেনায় বোমা নিষ্ক্রিয়কারী কর্তার মতে, একটি বিস্ফোরক যন্ত্রের পাঁচটি প্রধান উপাদান রয়েছে ৷ একটি ধারক, একটি ব্যাটারি, একটি ট্রিগারিং ডিভাইস, একটি ডেটোনেটর এবং একটি বিস্ফোরক চার্জ । একটি পেজারের মধ্যে ইতিমধ্যেই তিনটি উপাদান রয়েছে ৷ ফলে এর সাহায্য়ে বিস্ফোরণ ঘটাতে অনেক বেশি সুবিধা হয়েছে ৷
বিস্ফোরণের পর সোশাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো প্রকাশ্য়ে এসেছে ৷ যদিও আমরা সেই সমস্ত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷ সেখানে দেখা গিয়েছে, বিস্ফোরণের ফলে কারও হাতে চোট লেগেছে, কারও পায়ে চোট লেগেছে ৷ কারও আবার চোট লেগেছে কোমর ও মাথায় ৷ বিশেষজ্ঞদের মতে, ঘটনার তীব্রতা দেখে এটা স্পষ্ট, বহুদিন আগে থেকেই এই হামলার ছক কষা হয়ছিল ৷ বহুদিন ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তবেই এই হামলা করা হয়েছে ৷ এমনকী,জানা যায় পেজারে নিজের হাতে বিস্ফোরক রেখেছিল হামলাকারী ৷ ফলে এই হামলার পিছনে বড় কোনও চক্রান্ত কাজ করেছে বলেই দাবি বিশেষজ্ঞদের ৷
আরও পড়ুন
লোকসংস্কৃতির আলোকে মালদার শতাব্দী প্রাচীন গম্ভীরা
মৈত্রেয়ী চৌধুরীঃ পশ্চিমবঙ্গের উত্তরের একটি জেলা মালদা। আমের জন্য এই জেলাটি পরিচিতি লাভ করলেও এই জেলা আর ও একটি কারণে বিখ্যাত, তা হল গম্ভীরা । মালদার নিজস্ব লোকসংস্কৃতি।গম্ভীরা শব্দটি প্রকোষ্ট, গৃহ বা মন্দির অর্থের সঙ্গে আভিধানিক মিল থাকলেও এই অনুষ্ঠানটি উন্মুক্ত আকাশের নিচে বা কোথাও চাঁদোয়া বা ত্রিপল দিয়ে ঢেকে অনুষ্ঠিত হয়। এই উৎসবের মূল কেন্দ্রবিন্দু হলেন স্বয়ং দেবাদিদেব। এই উৎসবের তিনি 'নানা' নামে পরিচিত।একজন শিবের সাজে থাকেন, আর দেবাদিদেবের চেলার মতো কিছু সংখ্যক সেই নানার ভক্ত হয়ে খোল, করতাল হাতে উনার সঙ্গী হন। বাস্তব জগতের এবং পারিপার্শ্বিক যা মা সমস্যা থাকে তা চেলার নানার কাছে অভিযোগ জানান, যেন নানা সেই অভিযোগ শুনে তার সমাধান করেন।শিশু থেকে বৃদ্ধ সকলেই ভিড় করে জমায়েত .....বিস্তারিত পড়ুন
রাজা মহম্মদ ও সি সেল মিউজিয়াম
প্রিয়াঙ্কা দত্তঃ রাজা মহম্মদ, এমন একজন মানুষের নাম, যার ব্যাক্তিগত ইচ্ছার কাছে হেরে যায় সব বাধা। ইচ্ছার চেয়ে বলা ভালো নেশা। সামুদ্রিক প্রাণীদের খোল সংগ্রহের নেশা। যা তাঁকে ছোটবেলা থেকেই ছুটিয়ে নিয়ে বেরিয়েছে প্রায় তিরিশ বছর ধরে। আর সেই দীর্ঘ পথের শেষে , তিনি সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন এশিয়ার বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ব্যাক্তিগত সংগ্রহশালা। তাঁর প্রতিষ্ঠিত সি সেল মিউজিয়ামটি বর্তমানে চেন্নাইয়ের মহাবলিপূরম মন্দিরের সন্নিকটে অবস্থিত একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। রাজা মহম্মদ ছোট্ট বেলা থেকেই সমুদ্র তট থেকে সংগ্রহ করতেন বিভিন্ন সামুদ্রিক প্রাণীর দেহাংশ। কুড্ডালোর থেকে রামেশ্বরম এর সমুদ্রতট, সেখান থেকে জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স প্রভৃতি দেশে গিয়েছেন ব্যাক্তিগত উদ্যোগে। সংগ্রহ করেছেন অসাধারণ সব সামুদ্রিক .....বিস্তারিত পড়ুন
সম্পাদকীয়
বিশ্ব উস্নায়ন এবং তাকে কেন্দ্র করে জলবায়ু পরিবর্তন একবিংশ শতাব্দীর অন্যতম বড় চ্যালেঞ্জ। এটি ধীরে ধীরে একাধিক উপায়ে মানব সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করছে এবং অদূর ভবিষ্যতে এটি প্রায় অনিয়ন্ত্রিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যে এটি আমাদের পরিবেশ, অর্থনীতি এবং আমাদের জীবন যাত্রার উপর ব্যাপক ভাবে প্রভাব দেখাতে শুরু করেছে ।সদ্য হয়ে যাওয়া হিমাচল প্রদেশের বন্যা আমাদের সামনে বেশ কিছু প্রশ্ন তুলে দিল । এবছর হিমাচল প্রদেশে বর্ষাকালে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে ,যা বিগত কয়েক বছরের তুলনায় বহু গুণ বেশী। ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশে ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত গড় বৃষ্টিপাত হয়েছে ২৪৯.৬ মিমি যা স্বাভাবিক গড় ৭৬.৬ মিমি থেকে প্রায় ৭০% বেশী .....বিস্তারিত পড়ুন
এবার চাঁদের পথে জাপান, অবতরণে সময় লাগতে পারে ছয় মাস
উত্তরাপথঃ এ যেন হঠাৎ করে শুরু হওয়া বিভিন্ন দেশগুলির মধ্যে চাঁদে যাওয়ার প্রতিযোগিতা।ভারতের পর এবার চাঁদের পথে পারি দিল জাপান । চাঁদের জন্য SLIM নামে তাদের নিজস্ব মুন ল্যান্ডার উৎক্ষেপণ করেছে জাপান। মহাকাশযানটি ৭ সেপ্টেম্বর জাপানের স্থানীয় সময় সকাল ৮.৪২মিনিটে উৎক্ষেপণ করা হয়। এটিতে জাপানের নিজস্ব H2A রকেট ব্যবহার করা হয়েছে। এই মহাকাশ যানটি তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে।প্রসঙ্গত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাপান এটিকে নির্দিষ্ট সময়ের চেয়ে ১০ দিন দেরিতে উৎক্ষেপণ করল।মহাকাশযান SLIM ছাড়াও একটি মহাকাশ টেলিস্কোপও পাঠিয়েছে জাপান।উভয় মহাকাশযান এক ঘন্টার মধ্যে তাদের নির্দিষ্ট পথে পৌঁছেছে। সবকিছু ঠিকঠাক থাকলে 'স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন' (SLIM) প্রায় চার মাস পর চাঁদে অবতরণ করবে। .....বিস্তারিত পড়ুন