মোহনবাগানে যোগ দিতে পারেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্স

উত্তরাপথ

ছবি সৌজন্যে : দা প্রিন্ট

পরের মরশুমের দলগঠনে ফের চমক দিতে চলেছে মোহনবাগান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্সকে দলে নিতে মরিয়া সবুজ-মেরুন শিবির। তবে অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে দলে নিতে গেলে প্রচুর টাকা খরচ করতে হবে মোহনবাগানকে। ট্রান্সফার মার্কেট অনুসারে কামিন্সের সঙ্গে চুক্তি করতে হলে প্রায় সাড়ে নয় কোটি টাকা খরচ করতে হবে মোহনবাগানকে। পাশাপাশি তাঁর ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে ট্রান্সফার ফি বাবদ দিতে হবে আরও তিন কোটি টাকা। অর্থাৎ বিশ্বকাপার স্ট্রাইকারকে দলে নিতে হলে মোট সাড়ে ১২ কোটি টাকা দিতে হবে মোহনবাগানকে।  এত টাকা দিয়ে কি মোহনবাগান একজন স্ট্রাইকারকে কি সই করাবেন?

সূত্রের খবর, অজি স্ট্রাইকারের সঙ্গে তাঁর বেতন কমানোর ব্যাপারে কথাবার্তা বলছে মোহনবাগান। তিনি যদি সাড়ে সাত কোটি টাকার জায়গায় পাঁচ কোটি টাকায় রাজি হয়ে যান তবে কামিন্সকেই সই করাবে মোহনবাগান। এই মরশুমে স্ট্রাইকার সমস্যায় ভুগতে হয়েছে মোহনবাগানকে। দিমিত্রি পেত্রাতোসকে স্ট্রাইকারের জায়গায় ব্যবহার করা হলেও, এই জায়গায় তিনি অনভ্যস্ত। তবুও এই মরশুমে মোহনবাগানের হয়ে সবচেয়ে বেশি গোল তাঁর কাছ থেকেই পেয়েছে সবুজ-মেরুন।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


Scroll to Top